নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ সরকারের

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলকে নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য দু’টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। গৃহীত প্রকল্প অনুযায়ী বিসিআইসি মিল এলাকায় খুলনা নিউজপ্রিন্ট মিলকে (কেএনএম) নতুন আঙ্গিকে গড়ে তুলবে। এখানে বার্ষিক ৪৫ হাজার মেট্রিকটন উন্নতমানের বিভিন্ন প্রকার সাদা কাগজ তৈরি হবে। মিলের অব্যবহৃত জমিতে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। খুলনা নিউজপ্রিন্ট মিলকে ঘিরে দু’টি প্রকল্প গ্রহণ করায় খুলনাবাসীর মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠান দু’টি গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে। ভারত থেকে আমদানি করা এলএনজি গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নির্ভর এই বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চাহিদা পূরণ ও বিদ্যুত ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিদ্যুত মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে দেশে প্রথমবারের মত ভারত থেকে আমদানিকৃত এলএনজি গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে খুলনায় বিদ্যুত উপাদনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। নতুন আঙ্গিকে নিউজপ্রিন্ট মিল তৈরির কাজ সম্পন্ন হলে এখানে বছরে ৪৫ হাজার মেট্রিক টন উন্নতমানের অফসেট, কার্টিজ পেপার, মেনিকোল্ড বন্ড, হোয়াইটপ্রিন্ট, লেজার ইত্যাদি উৎপাদন হবে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটি বন্ধ করে দেয় তৎকালীন জোট সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে মিলটি চালুর প্রতিশ্রুতি দিয়েছে আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। মিলটি আবার নতুন আঙ্গিকে চালু হলে দীর্ঘদিন ধরে বসে থাকা কর্মকর্তা, কর্মচারীদের কর্ম চাঞ্চল্য ফিরে আসবে, দেশে কাগজ এবং বিদ্যুতের যে চাহিদা তা অনেকাংশে পূরণ হবে। বেকারত্বের হার অনেকটা হ্রাস পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.