![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
শ্রমিকদের এককালীন সহায়তা ২ লাখ টাকা করার সিদ্দান্ত নিয়েছে সরকার। এছাড়া শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা অর্জনে এককালীন সর্বোচ্চ তিন লাখ টাকা করে দেয়ারও বিধান রাখা হচ্ছে। সংশোধিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালা আইন মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী এক মাসের মধ্যে এটি চূড়ান্ত করা হবে।শ্রমিকদের সহায়তার পরিমাণ ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকায় বৃদ্ধি করা সিদ্দান্ত নিয়েছে সরকার । এছাড়া শ্রমিকদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য এককালীন সর্বোচ্চ ৩ লাখ টাকা করে দেওয়া হবে ।'কল্যাণ ফাউন্ডেশনে এ পর্যন্ত ৪৭টি প্রতিষ্ঠান ৮৬ কোটি ৯৮ লাখ টাকা দিয়েছে। তহবিলের টাকা ব্যাংকে এফডিআর (স্থায়ী আমানত) হিসেবে রাখা হয়েছে। মুনাফাসহ বর্মমানে তা ৮৯ কোটি ৭৫ লাখ টাকা।শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩০০ শ্রমিককে এক কোটি ৪৭ লাখ টাকা সহায়তা এবং শ্রমিকদের জন্য যৌথ বীমায় প্রিমিয়াম হিসেবে আরও ২৬ লাখ টাকা দেওয়া হবে।বর্তমান বিধি অনুযায়ী একজন শ্রমিককে একবারে ২০ হাজার টাকা দেওয়া যায়। এটি বাড়াতেই বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী,উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের লভাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। অবশিষ্ট এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণে ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
©somewhere in net ltd.