নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ১২ কোটি ডলার ঋণ দিতে সম্মতি দিয়েছে এডিবি

১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৫

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে আরো ১২ কোটি ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বিষয়ক এক প্রোগ্রামের (প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম) আওতায় বাড়তি এ ঋণ দেবে সংস্থাটি। প্রাথমিক শিক্ষা উন্নয়নের এ প্রজেক্টে এডিবির প্রাথমিক (চুক্তির সময়) ঋণের পরিমাণ ছিল ৩২ কোটি ডলার। ২০১১ সালে চুক্তির সময়ই বলা ছিল, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন হলে আরো তহবিল পাওয়া যাবে। মধ্যবর্তী পর্যবেক্ষণের উপর ভিত্তি করে অতিরিক্ত ঋণ দেয়ার বিষয়টি নির্ধারিত হবে। মধ্যবর্তী পর্যবেক্ষণে বলা হয়েছে, এ প্রোগ্রামের ফলে স্কুলে অংশগ্রহণের পরিমাণ বেড়েছে, কমেছে স্কুল থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা। তবে এর প্রভাব নিম্ন শ্রেণির সমাজে তুলনামূলকভাবে কম। মধ্যবর্তী পর্যবেক্ষণের ভিত্তিতেই বাংলাদেশকে আরো ১২ কোটি ডলার ঋণ দেয়া হচ্ছে। এডিবির এ বিশেষ তহবিলের ঋণের ম্যাচিউরিটি কাল ২৫ বছর। প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের জুনের মধ্যে এ প্রোগ্রাম সম্পন্ন করবে। বাংলাদেশের শিশুরা যেন মান সম্পন্ন শিক্ষা পায় সেজন্য এ প্রোগ্রাম পরিচালনা করা হয়। প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় সব শিশু যেন আসতে পারে এটাই এর মূল উদ্দেশ্য। এক্ষেত্রে এই বাড়তি ১২ কোটি ডলার ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.