নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশের রাজনীতিতে বইবে কি মজবুত গণতন্ত্রের জোয়ার?

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০



একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে দেশে। যেন একই ঘটনার ঘূর্ণাবর্তে দেশটি নিয়ত ঘুরে চলেছে। দেশের রাজনীতিতেও কোনো বৈচিত্র্য নেই। বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রামে নামে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বিএনপি গণতন্ত্রের সৈনিক। বাংলাদেশে সবাই গণতন্ত্র চায়। যারা এককালে ক্ষমতায় বসে গণতন্ত্র হত্যা করেছেন তারা যেমন চাচ্ছেন, তেমনি ইসলামে গণতন্ত্র নাজায়েজ বলে যারা ফতোয়া দিচ্ছেন, তারাও। এই গণতন্ত্রের আসল সংজ্ঞাটি কী তা কেউ স্পষ্ট করে তুলে ধরতে পারছেন না। দেশের একটি সুশীল সমাজ যে গণতন্ত্র চান, তা ভদ্রলোকদের গণতন্ত্র। চাষাভুষার গণতন্ত্র নয়। ভদ্রলোকদের গণতন্ত্র যারা চান, তারা আবার চাষাভুষার গণতন্ত্রের ঘোর বিরোধী। কিন্তু বিএনপি গণতন্ত্রের ভৌগোলিক সীমানা থেকে প্রয়োজনে এক আধটু সরে গেলেই হায় গণতন্ত্র, হায় গণতন্ত্র বলে মাতম শুরু করেন। দেশে বিএনপি ক্ষমতায় থাকলে লিখতে হয়, এই দলের স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে নেমেছে। সংগ্রাম সফল হয়, আওয়ামী লীগ ক্ষমতায় যায়। ক্ষমতায় থাকাকালে বেগম জিয়া দাবি করেন তিনি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মানুষ রাজনীতি এবং রাজনীতিকদের সম্পর্কে হতাশ। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে না আছে গতিশীলতা, না আছে নতুন রক্তের সঞ্চালন। তাই পাশাপাশি মৌলবাদ, জঙ্গিদের শক্তি বাড়ছে। দুর্বল গণতন্ত্রকে তার সঙ্গে আপস করে চলতে হয়। এখন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে শেখ হাসিনাই আমাদের একমাত্র ভরসা। তারপর কে? তা আর ভাবতে পারি না। পুত্র সজীব ওয়াজেদ জয় কী? স্মার্ট, সুশিক্ষিত, সুদর্শন যুবক। কিন্তু নবপ্রযুক্তি, না গণতান্ত্রিক রাজনীতি, কোনটির দিকে তার বেশি আকর্ষণ? আমি জানি না। জয় যদি রাজনীতিতে স্থায়ীভাবে না থাকেন এবং জিয়াপুত্র তারেক রহমান যদি নানা অপরাধে অভিযুক্ত হয়ে বিদেশে জীবন কাটাতে বাধ্য হন বা কারান্তরালে চলে যান, তাহলে কে ধরবে এই দেশের হাল? বাংলাদেশে এই অবসান কতটা মঙ্গল বহন করে আনবে সে সম্পর্কে সন্দিহান। বর্তমান অবস্থায় গতি দরকার। নতুন যুগের গতি দরকার। ইতিহাসের চেতনায় আমাদের একটি দুরন্ত আশার বাতি জ্বালিয়ে রেখেছে। চারদিকে এখন যতই অন্ধকার ঘনাক, রাত্রির তপস্যা একদিন নতুন দিনের সূচনা করবেই। গণতন্ত্র আরো মজবুত ও সুসংহত হবেই।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৭

মামুন হাসান১৩৯৮ বলেছেন: গণতন্ত্র আরো মজবুত ও সুসংহত করতে গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচন করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.