![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বর্তমান সরকারের হাতে নেয়া অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সর্ব বৃহৎ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী ও লেবারদের জন্য প্রয়োজনীয় অর্থব্যয়ে গ্রীন সিটি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২ হাজার রাশিয়ানের অবস্থানের জন্য রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট পুরাতন অফিস চত্বরে ৩১ দশমিক ৫৮ একর জমিতে এ গ্রীন সিটি নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। বর্তমানে ডিজিটাল জরিপের প্রক্রিয়া শুরু করা হয়েছে। জরিপ কাজ শেষ হলেই নকশা প্রণয়ন ও অনুমোদনের পর পিডব্লিউডির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের মাধ্যমে এ গ্রীন সিটি নির্মাণের কাজ শুরু হবে। ২০১৩ সালের ৩১ অক্টোবর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকল্প এলাকায় প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করা হয়। পৃথিবীতে এ যাবত কালে সকল দুর্ঘটনার সকল ফ্যাক্টর বিবেচনা করে এ প্রকল্পে ১২০০-২০০০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ বেঁধে দেয়া টাইম ফ্রেম অনুযায়ী এগিয়ে চলেছে। ঝুঁকি মোকাবেলা করার জন্য সকল ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনেরও একটি অফিস এখানে নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনের এ্যাটমস্ট্রয় এক্সপোর্ট এই অত্যাধুনিক সিটি নির্মাণ করবেন এবং প্রকল্পে কর্মরত রাশিয়ান বিজ্ঞানী ও কর্মকর্তারা এখানে বসবাস করবেন। প্রকল্প চূড়ান্তভাবে বাস্তবায়নের পর রাশিয়ান কর্তৃপক্ষ এই সিটি বাংলাদেশ সরকারকে হস্তান্তর করবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: