নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

চার শ’ মেগাওয়াট সোলার বিদ্যুতে অর্থ সহায়তা দেবে এডিবি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১


এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সারাদেশে ৪শ’ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপনে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। সরকারী কোম্পানি এবং সংস্থার মাধ্যমে এসব সৌর প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। দেশে সৌরবিদ্যুত প্রকল্প নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও গ্রিড সংযুক্ত সোলার প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য নেই। এডিবির সহায়তায় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশে সৌরবিদ্যুত উৎপাদনে নতুন যুগের সূচনা হবে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি (ইজিসিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১শ’ করে ৩শ’ মেগাওয়াটের প্রকল্প স্থাপন করবে। দেশের অন্য আরও সরকারী কিছু কোম্পানিকে দিয়ে বাকি ১শ’ মেগাওয়াটের প্রকল্প বাস্তবায়ন করা হবে। এডিবি ৪শ’ মেগাওয়াট সোলার বিদ্যুত প্রকল্পে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের বিভিন্ন কোম্পানিকে দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনায় সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে সৌর চালিত সেচ পাম্প স্থাপন করা হবে। সেচ ছাড়া অন্য সময় স্থানীয় গ্রিডে এখান থেকে বিদ্যুত সরবরাহ করা হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ মেগাওয়াটের সোলার প্যানেল স্থাপন করবে। সারাদেশের কমিউনিটি ক্লিনিকে ছোট ছোট সৌর প্যানেল স্থাপন করা হবে। দেশের যেসব জায়গায় বিদ্যুত নেই সেখানের স্কুল, কলেজ-মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সোলার প্যানেল স্থাপন করা হবে। সম্মিলিতভাবে এর ক্ষমতা হবে ৪০ মেগাওয়াট। একটি কম্পিউটার, লাইট এবং ফ্যান চালানোর কাজে এই বিদ্যুত ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সিটি কর্পোরেশন ৫০ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে পারবে। এরমধ্যে কোন কোন সিটি কর্পোরেশন কাজ শুরুও করেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগ রেলস্টেশনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপন্ন করবে। এক্ষেত্রে যেসব স্থানে রেলস্টেশন আছে কিন্তু বিদ্যুত নেই সেসব স্টেশনকে অগ্রাধিকার দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয় মসজিদ, মন্দির, গির্জার ছাদে ১০ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করবে। এছাড়া শিল্প মন্ত্রণালয় শিল্প প্রতিষ্ঠান এবং পূর্ত মন্ত্রণালয় সরকারী বিভিন্ন ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে সরকার কিছু কাজ শুরুও করেছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৭

নতুন বলেছেন: জা`মানির মতন সৌর বিদ্যুতের ব্যবহার আমারাও বাড়াতে পারি।

জনগনকে গ্রীডে বিদ্যুত বিক্রির সুযোগ করতে বলেন সরকারকে। তবে অনেকেই বিদ্যুত সমস্যায় বিনিওগ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.