![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বাংলাদেশের পোশাক খাতের সার্বিক অবস্থা সরেজমিন দেখতে গাজীপুরের ডিবিএল গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার। তিনি বুধবার গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গার্মেন্টে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শন শেষে বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাত ইতিমধ্যে একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরণ হচ্ছে ডিবিএল গ্রুপ। বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করতে সক্ষম হবো। জার্মানি আমাদের পোশাক শিল্পখাতে সহযোগিতা দেবে। জার্মানি হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানির দ্বিতীয় বৃহত্তর দেশ। সেখানে বছরে পাঁচ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। তারা আমাদের ভালো অংশীদার। আমরা ঐ দেশে আরো বেশি পণ্য রপ্তানি করতে পারব। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের দেশের তিন হাজার ৪০০ তৈরি পোশাকমুখী কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র ৩২টি কারখানাকে ঝুঁকিপূর্ণ পেয়েছে। এটি আমাদের জন্য একটি সুখবর। শীঘ্রই দেশের পোশাক খাত নিয়ে সৃষ্ট জটিলতা কেটে যাবে। বিশ্ব নেতাদের মুখে এমনই আভাস পাওয়া যাচ্ছে।
©somewhere in net ltd.