![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
দেশে ক্রম বর্ধমান বিদ্যুতের চাহিদা মিটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ এক হাজার কোটি টাকায় পাবনার রূপপুরে দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশান ফেডারেশন। ভিভিইআর ১২০০ মডেলের কেন্দ্র নির্মাণ করা হবে। মডেলটি সর্বাধুনিক; এতে কোনো ঝুঁকি নেই। নির্মাণ শুরুর সাত বছরের মাথায় ২০২৩ সালের অক্টোবরে এক হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসবে। দ্বিতীয় ইউনিট পরের বছর উৎপাদনে আসবে। কেন্দ্রটি ৫০ বছর সক্রিয় থাকবে। চুক্তি বাস্তবায়নের সময় ধরা হয়েছে সাত বছর। ঋণ পরিশোধের সময় ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান আমলে ১৯৬১ সালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬৩ সালে প্রস্তাবিত ১২টি এলাকার মধ্য থেকে পাবনার রূপপুরকে বেছে নেওয়া হয়। পরে এ-সংক্রান্ত কার্যক্রম আর এগোয়নি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রায় ৫০ বছর আগে নেওয়া উদ্যোগকে সচল করা হয়। ২০১০ সালে সংসদে প্রস্তাব পাস করে গঠন করা হয় একটি জাতীয় কমিটি। ২০১৩ সালের অক্টোবরে রূপপুরে কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন বিদ্যুতের চাহিদা মিটবে অন্যদিকে দেশ ডিজিটালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
অন্তর আহম্মেদ বলেছেন: GREAT :-)