নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ নিয়ে তৈরি হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টারি

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই আলোর মুখ দেখতে শুরু করেছে পদ্মা সেতু প্রকল্প। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শুরুতে যে কালো মেঘের ছায়া দেখা দিয়েছিল, তাকে পাশ কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে পদ্মা বহুমুখী সেতু।চলমান কাজের পাশাপাশি আসন্ন বর্ষাকে মোকাবেলা করে সেতুর নির্মাণ গতি ধরে রাখতে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা হরদম ব্যস্ত রয়েছেন। পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ বর্ষায়ও স্বাভাবিক থাকবে। পদ্মা সেতু প্রকল্পের অফিসিয়াল ডকুমেন্টারি হচ্ছে। পুরো ডকুমেন্টারিটির জন্য ইমপ্রেস টেলিফিল্মকে নিয়োগ দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য ডকুমেন্টারি তৈরি করতে ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে প্রায় ছয় কোটি টাকার চুক্তি হয়েছে। ছয় মাস অন্তর এটি আপডেট করা হবে। আর প্রকল্প শেষ হওয়ার পর পুরো সেতুর ডকুমেন্টারি সম্পন্ন করা হবে। বিশ্বের অন্যান্য বড় প্রকল্প নিয়ে যেভাবে ডকুমেন্টারি তৈরি করা হয় এবং ডিসকভারির মতো চ্যানেলগুলোতে যেভাবে প্রচার করা হয়, এটি সেভাবেই করা হচ্ছে। বাঙালী জাতির সাফল্যগাথা এ প্রকল্পকে ইতিহাসে সঠিকভাবে ধরে রাখার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর পাঁচটি প্যাকেজের কাজই এগিয়ে চলেছে। মাওয়া প্রান্তের মতো জাজিরা প্রান্তেও এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মাজুড়ে কর্মযজ্ঞ ছাড়াও তীরের কাজও চলছে সমান তালে। আর নদী শাসনের কাজ চলছে আরও ব্যাপকভাবে। সেতুটির ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে পাইল স্থাপনের কাজ পুরোদমে চলছে। এ পয়েন্টগুলোতে মঞ্চ তৈরি করা হয়েছে। ৩৯ নম্বর পিলারে পাইল ড্রাইভ করার সব চূড়ান্ত প্রায়। ম্যানেজমেন্ট কনসালট্যান্ট তাদের কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের হাই পয়েন্ট রেন্ডেল নামের প্রতিষ্ঠানটি কাজে যোগ দেয়ার পর নির্মাণ কাজের ব্যবস্থাপনায় আরও উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিকল্পিতভাবেই সেতুটির কাজ এগিয়ে চলেছে। সব কিছু মিলিয়ে দিন যত যাচ্ছে সম্ভাবনাও তত বেশি ঝিলিক দিচ্ছে। দেশি-বিদেশি নানা প্রতিকূলতা উপেক্ষা করে পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে ঘুরতে শুরু করবে দেশের অর্থনীতির চাকা। বিশেষ করে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যাতায়াত সহজ হবে। তাছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় আরো আধুনিক শিল্প-কারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে। সুযোগ হবে কর্মসংস্থানের।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.