![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
মংলা বন্দর উন্নয়নের জন্য বর্তমান সরকার অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব দিচ্ছে। বন্দর উন্নয়নের জন্য এ সরকারের আমলে ৫শ’ ৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প ও ৪টি উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ৫টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি উন্নয়ন কর্মসূচী সমাপ্ত হয়েছে এবং ৩টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। মংলা বন্দর আরও কার্যকর করে তুলতে সরকারী-বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে দুটি জেটি উন্নয়নের উদ্যোগ দেওয়া হয়েছে। এই জেটি দুটি হলো ৩ ও ৪ নম্বর। প্রকল্প বাস্তবায়ন করবে জিএমএপিএস-পাওয়ার পিসি কনসোর্টিয়াম। দীর্ঘদিন পড়ে থাকার পর বর্তমান সরকার জেটি দুটির কাজ আবার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পদ্মাসেতু নির্মাণ শেষ হলে মংলা বন্দরের গুরুত্ব কয়েকগুণ বেড়ে যাবে। এছাড়া ভবিষ্যতে বন্দরে আমদানি-রফতানি করা পণ্যের চাপ সামলাতে বন্দরের সংরক্ষিত এলাকায় ১০ ও ১১ নম্বর জেটি দু’টিকে হাই মালটি পারপাস জেটি নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মাওয়া সেতু নির্মাণ কাজ সমাপ্তের পর পরই মংলা বন্দরে পণ্য পরিবহনের চাপ সামলাতে মংলা-ঢাকা সড়ককে চার লেন সড়ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। মংলা বন্দরকে হারানো গৌরব ফিরিয়ে দিতে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
©somewhere in net ltd.