নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফাআত - বৃষ্টিবিলাসী.. জ্যোৎস্নাপ্রেমী মেয়ে। স্পষ্টবাদী, নির্ভীক। বয়স - ধর্ম নির্বিশেষে যেকোন লোকের চোখে চোখ তুলে কথা বলার সাহস রাখে। হয়তো সব কিছু করার সামর্থ রাখে না, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। দেশকে ভালোবাসে .. দেশের মাটি - মানুষ সবাইকে।

রিফাআত রিয়া

প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..

রিফাআত রিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে পরিশ্রমের চেয়ে মূল্যহীন

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

দুপুর বেলা ..
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ; ফুট ওভার ব্রিজের কাছে প্রায়ই কিছু পোশাকধারী পুলিশ কে দেখা যায়। ট্রাফিক পুলিশ না হলেও পোশাকধারী সবারই নৈতিক দায়িত্ব আইন শৃঙ্খলার দিকে খেয়াল রাখা।
কিন্তু তাদেরই সামনে ওভারব্রিজ এ না উঠে অবলীলায় ছেলেমেয়েরা রাস্তা পার হচ্ছে । প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও গরমে পরিশ্রমের ঝামেলা নিতে চান না। কিন্তু কর্তৃপক্ষের কড়া নির্দেশ ''সবাই ওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য'' । এ নির্দেশ শুধু সাদা কাগজে কালো কালিতে লেখা।
এরকম আরো নমুনা আছে আমাদেরই আশেপাশে। হাতের ইশারায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পার হওয়ার ব্যাপারটা ক্লাস টু এর বাচ্চাও শিখেছে। কিন্তু নিজেদের দায়িত্ব - কর্তব্য - শৃঙ্খলার ব্যাপারটা বয়স্করা আয়ত্ত করতে পারে নি !!
কে কাকে প্রাধান্য দিবে ..!!?? সবাই ব্যস্ত তার নিজের সময় .. নিজের সুবিধা নিয়ে।
ট্রাফিক পুলিশ ই বা আর ক'দিকে নজর দিবে..!!
আপনার জীবন .. দায়িত্ব আপনার ই সবচেয়ে বেশি। অন্য কেউ জোর করে আপনাকে বাঁচিয়ে রাখবে না।
একটা দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আসলে কেউই সচেতন হয় না।
তাহলে জীবন বলি দিয়েই মানুষ কে তার দায়িত্ব শেখাতে হবে..!!
অপেক্ষায় থাকি.. কবে রক্তাক্ত হবে রাস্তা .. কখন পাবলিক সড়ক অবরোধ করবে .. গাড়ি ভাংচুর করবে ..!!
অতঃপর .. মানুষ জীবনের মূল্য বুঝবে .. পরিশ্রম আর সময় সার্থক হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.