![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..
ছবিটা যতোবার ই দেখি .. বুকের মাঝে আচমকা একটা ধাক্কা লাগে।
এখন যারা শিক্ষক .. ৪০ বছর আগেও যারা ছাত্র ছিলো ..
সে সময়টাতে ছাত্র রাজনীতির কাছে শিক্ষকরা জিম্মী ছিলো .. এখনও আছে।
রাজনীতি আর তার সাথে সন্ত্রাস এখন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কারণ এটা বহু বছর ধরেই চলে আসছে।
যদিও বলা হয় ছাত্র শিক্ষক সম্পর্ক এখন বন্ধুর মতো , কিন্তু এক একটা বিচ্ছিন্ন ঘটনা চোখ এড়াবার নয়।
আন্দোলন রেষারেষির ও তো সীমা থাকা উচিত। নৈতিক চেতনা বলেও তো একটা কথা আছে।
দিনকে দিন অবাক হচ্ছি শুধু ছাত্রদের স্পর্ধা দেখে। স্কুল কলেজের শিক্ষা কি এতোই নগণ্য যে শিক্ষকের গায়ে হাত তোলার আগে তারা একটুকুও বিচলিত হয় না..!!
বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে হলে কঠোর প্রশাসন দরকার। সেটা কি আদৌ সম্ভব?!
প্রশাসন যেখানে দুর্নীতি তে ঠাসা সেখানে কি এই অবস্থার কখনো উন্নতি আশা করা যায় ?!
কিন্তু সুশীল সমাজ নিশ্চয়ই এটার সাথে নতুন প্রজন্মকে অভ্যস্ত হতে দিতে রাজি নয় ..
শুধু প্রত্যাশাই করছি একটু সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার .. যেখানে জয় বাংলা শ্লোগানের যথার্থ ব্যবহার হবে .. যার জন্য কোনো শিক্ষাগুরু আক্ষেপ করবেন না।
©somewhere in net ltd.