নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফাআত - বৃষ্টিবিলাসী.. জ্যোৎস্নাপ্রেমী মেয়ে। স্পষ্টবাদী, নির্ভীক। বয়স - ধর্ম নির্বিশেষে যেকোন লোকের চোখে চোখ তুলে কথা বলার সাহস রাখে। হয়তো সব কিছু করার সামর্থ রাখে না, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। দেশকে ভালোবাসে .. দেশের মাটি - মানুষ সবাইকে।

রিফাআত রিয়া

প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..

রিফাআত রিয়া › বিস্তারিত পোস্টঃ

ধূসর স্বপ্ন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

আশা - নিয়তি ;
এ দুটি শব্দের অস্তিত্ব আর মানুষের টিকে থাকার অস্তিত্ব একই সূতোয় গাঁথা ..
সদ্যজাত শিশুকে বড় করে তুলতে অনেক কিছু শিখাতে হয় .. কিন্তু তাকে স্বপ্ন দেখা - শিখাতে হয় না। এটা একটা সহজাত প্রবৃত্তি।
সহায় সম্বল হীন এক বাবার মেয়েও স্বপ্ন দেখে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার হবে।
বাস্তবতা যতোই কঠোর হোক না কেন .. মানুষ মাত্রই এ মরিচীকার পিছনে ছুটবে।
উচ্চ হারে বংশ বিস্তার আর ভবিষ্যৎ প্রজন্মের অনিশ্চয়তার কারণেই লেমিং নামের প্রাণীদের মাঝে আত্মহত্যার হার এতো বেশি ..
কিন্তু পৃথিবীতে এ প্রাণীর চেয়েও অনেক মানুষের অবস্থা আরো বেশি শোচনীয় ..
তবুও তারা বেঁচে থাকে .. বাঁচার স্বপ্ন দেখে ..
বাঁচার পথ খুঁজে .. বাঁচার অধিকার চায় ..
কারণ তারা স্বপ্ন দেখতে জানে .. নিয়তি নামের মরিচীকার পেছনে ছুটতে পারে ..

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: বেশ ভালো লাগলো

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

রিফাআত রিয়া বলেছেন: ভালো লাগাতে পেরে ভালো লাগলো ..

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: রিফাআত রিয়া ,




েএকটু দ্বিমত করি ।
শিশুকে বড় করে তুলতে অনেক কিছু শেখাতে হয় , এটা ঠিক আছে । কিন্তু তাকে স্বপ্নও দেখাতে হয় ।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখা হয়তো সহজাত প্রবৃত্তি। কিন্তু এখানে যে স্বপ্নের কথা বলেছেন তা সহজাত প্রবৃত্তি নয় কিছুতেই। এটা একটা "ভিশন" । এটা চোখের সামনে লটকে দিতে হয় ।
সহায় সম্বল হীন এক বাবার মেয়েও স্বপ্ন দেখে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার হবে .... কিন্তু এটা কি তার সহজাত প্রবৃত্তি ? মোটেও নয় । এটা তো তার মাথার ভেতরে ঢুকিয়ে দিতে হয় আর তা দিয়ে থাকেন তার বাবা- মা, পরিবার বা কেউ না কেউ । অর্থাৎ পারিবারিক শিক্ষা বা অনুপ্রেরনা থেকেই তার ভেতরে এ রকম স্বপ্ন দেখা বোধের জন্ম হয় ।

তাই .....কিন্তু তাকে স্বপ্ন দেখা - শিখাতে হয় না। এটা বোধহয় ঠিক ধারনা নয় ।
বোঝাতে পেরেছি ?
শুভেচ্ছান্তে ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রিফাআত রিয়া বলেছেন: আহমেদ জি এস
আপনার মতামতটি ভালো লাগলো ..
ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.