নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফাআত - বৃষ্টিবিলাসী.. জ্যোৎস্নাপ্রেমী মেয়ে। স্পষ্টবাদী, নির্ভীক। বয়স - ধর্ম নির্বিশেষে যেকোন লোকের চোখে চোখ তুলে কথা বলার সাহস রাখে। হয়তো সব কিছু করার সামর্থ রাখে না, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। দেশকে ভালোবাসে .. দেশের মাটি - মানুষ সবাইকে।

রিফাআত রিয়া

প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..

রিফাআত রিয়া › বিস্তারিত পোস্টঃ

জয়- অর্থের জয়

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

তারা ছিল দুই বন্ধু ..
এক বন্ধু ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র কিন্তু মধ্যবিত্ত ..
আরেকজন দুষ্টুমীতে সেরা .. ধনীর দুলাল ..
স্কুল জীবনের দশ টি বছর এক জন সাফল্যের সাথে আর একজন মামার ধরাধরিতে পাশ করলো।
নামকরা কলেজের প্রি - টেস্ট পরীক্ষায় ধনীর দুলাল কে ফেল করার জন্য টি সি নিতে হলো ..
এক বছর পর মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের দিনে যখন দুই বন্ধুর দেখা হলো -
সেরা দুষ্টুর মুখে হাসি .. আর মেধাবীটির মুখ মলিন ..
______________________ এটা কি বানানো গল্প ..??!!
দেশের হাজার হাজার ছেলেমেয়ের সাথে কি এই প্রতারণা হয় নি..??!!
যে ছেলে / মেয়েটি ছোটকাল থেকে নিষ্ঠার সাথে লেখাপড়া করেছে .. ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সব ধরণের আনন্দ ফূর্তি থেকে নিজেকে দূরে রেখেছে .. কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেয় নি .. ঈদ - পূজার ছুটিতে ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়ায় নি ..
প্রতারিত হওয়ার কষ্ট সে ছাড়া আর কে বুঝবে ..??!!
যে বাবা সৎ উপায়ে সন্তানকে মানুষ করেছে .. মেধাকে সম্মান জানিয়েছে .. জাতীয় পরীক্ষা পদ্ধতিতে বিশ্বাস রেখেছে ..
তার আশাভঙ্গের আর্তনাদ কে শুনবে ..??!!
সমাজবিজ্ঞানে পড়েছিলাম - ''গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সব ক্ষমতার অধিকারী .. ''
এই তার নমুনা ..!!!
অশিক্ষিত জণগণের কথা বাদ ই দিলাম .. ৩ টা সার্টিফিকেটের অধিকারী এসব শিক্ষার্থীদের দাবি কি এতোই মূল্যহীন .. !!
তাদের সাথে কোনো ধরণের সমঝতা করা হলো না .. কোনো ধরণের আদেশ .. বিধি কিছুই নেই .. উপরন্তু পুলিশী অত্যাচার .. !!!
কোটি কোটি মানুষের সামনে নিজেদের প্রজন্মের সাথে এরকম প্রতারণা করতে ক্ষমতাসীনদের হাত কাঁপলো না .. !!
অর্থই যেখানে সব .. সেখানে একটি কথাই বলার আছে - ''এক মাঘে শীত যায় না''
এই ছেলেমেয়েরাই আগামীর নেতা হবে .. বিচার এ দুনিয়াতেই হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

জেকলেট বলেছেন: ব্যাপরাটা আসলেই দু্ঃখজনক। আসলে সব কিছু নষ্টদের দখলে চলে গেছে। মানুষ এখনকার ডাক্তারদের ই বিশ্বাস করেনা আর প্রশ্নপত্র হাতে পাওয়া ডাক্তারদের কি হবে। মেডিকেল রিপ্রেজেন্টটিভ????

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

রিফাআত রিয়া বলেছেন: আন্দোলন তীব্র হওয়া উচিত .. তা না হলে এরকম চলতেই থাকবে।
অর্থবিত্তরা বিদেশে চিকিৎসা সেবা নিতে পারে .. কিন্তু দেশের জনগণের রোগশোকের সেবক তো দেশীয় ডাক্তারই ..
দাবী আদায়ে সরকারকে বাধ্য না করে আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি ..

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: আগের নেতারা লেখাপড়া করতো এখন নেতারা গুন্ডামী ভন্ডামী করে কাজেই লেখাপড়ার তো এই অবস্থা হবেই।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

জেকলেট বলেছেন: কথা হচ্ছে সবকিছু নিয়ে জনগনকে কেন আন্দোলন করতে হবে??? তাহলে কি দেশের হর্তাকর্তারা দেশকে চালাতে ব্যার্থ?? একটি স্বাভাবিক দেশের এই অবস্থা হতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.