নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফাআত - বৃষ্টিবিলাসী.. জ্যোৎস্নাপ্রেমী মেয়ে। স্পষ্টবাদী, নির্ভীক। বয়স - ধর্ম নির্বিশেষে যেকোন লোকের চোখে চোখ তুলে কথা বলার সাহস রাখে। হয়তো সব কিছু করার সামর্থ রাখে না, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। দেশকে ভালোবাসে .. দেশের মাটি - মানুষ সবাইকে।

রিফাআত রিয়া

প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..

রিফাআত রিয়া › বিস্তারিত পোস্টঃ

Emotion Vs Necessity

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

একজন মানুষ জীবনে চলার পথে আবেগ'কে বেশি priority দেয় .. নাকি তার প্রয়োজন' কে..??

- যে 'প্রয়োজন' ভেবে চলে তার জীবনে সফলতা বেশি ..
- আর যে আবেগের স্বাধীনতায় ইচ্ছেগুলোকে পূণর্তা দেয় .. তার জীবনে বেঁচে থাকার আনন্দ বেশি ..

'প্রয়োজন' কখনো আবেগ সৃষ্টি করে না ..
আবেগের কারণেই কোনো কিছুর প্রয়োজনীয়তা বোঝা যায় ..
বেঁচে থাকার অনেক অর্থ আছে .. তবুও যে suicide করে .. সে আবেগ তাড়িত হয়েই করে ..
তার জীবনের প্রয়োজনীয়তা কে সে দেখে না ..
মানুষের বেঁচে থাকার মূল প্রেরণা আসে আবেগ থেকেই .. ।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: রিফাআত রিয়া ,



সুন্দর লিখেছেন । অনেক কথাই বলা যায় প্রসঙ্গটি নিয়ে । তাই ছোট্ট করে বলি – জীবন সম্পর্কে সার ধারনা মাত্র তিনটি শব্দে বলা যায় “ জীবন বয়েই চলে “।
মানুষের বেঁচে থাকার মূল প্রেরণা আবেগ থেকেই আসুক আর প্রয়োজন থেকেই আসুক পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দূর্লভ । বেশীর ভাগ মানুষই শুধু থেকে যায় , বেঁচে নয় । তাই আবেগ আর প্রয়োজন হাত ধরাধরি করে চলে । এর উপর ভিত্তি করেই জীবন আনন্দময় কিম্বা বিষাদগ্রস্থ হয়ে পড়ে ।
তাই Emotion Vs Necessity না বলে আমি বলবো, কি করে এদু’টো জীবনকে নিয়ন্ত্রন করে সেটা বলাই ভালো । আপনার লেখার বক্তব্যও অনেকটা তাই-ই ।
শুভেচ্ছান্তে ।

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

রিফাআত রিয়া বলেছেন: আহমেদ..
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ...

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

Bujh Balok বলেছেন: :/...ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.