![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধু .. প্রিয় সত্ত্বা .. সবচেয়ে আপন - গল্পের বই .. সাদা কাগজ আর কলম .. নিজেকে যখন মূল্যহীন মনে হয় তখন শুধু কলম চালিয়ে যাওয়ার জন্যই বাঁচতে ইচ্ছে করে ..
শীতের সকাল .. চায়ে চুমুক দিয়ে আপনি হয়তো 'প্রথম আলো'তে সুলতানা কামালের মানবাধিকার দিবস সংক্রান্ত লেখাটি পড়ছেন..
এই একই সময়ে দেশের কোথাও আপনার বোন নির্যাতনের স্বীকার হলো.. কোনো শিশু গুম হলো.. কোনো এক ব্লগার ভাই ছুরিকাঘাতের স্বীকার হলো.. আহত হলো .. নিহত হলো .. আপনি কি খুব বেশি অবাক হবেন..??
না হওয়ার ই কথা .. কারণ এরকম অজস্র ঘটনা ঘটে গেছে ..তাই আমাদের মাঝে আর শঙ্কা কাজ করে না.. অনুভূতি ক্রিয়া করে না.. আমরা প্রতিকার জানি না .. প্রতিবাদ করলেও এর বিচার হয় না ..
দেশে বিচার না হওয়া হত্যাকান্ড আর মামলার অজস্র নমুনা আছে ..
এই কি আমাদের অধিকার.. আমাদের বেঁচে থাকা..??
কি নিরাপত্তা আছে এ জীবনে..?? কতোটুকু অধিকার নিয়ে আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলতে পারছেন..??
মানুষের অধিকার আমরাই রক্ষা করতে পারি.. হ্যাঁ আমরাই ..
আপনার প্রতিবেশীর নিরাপত্তা আর অধিকারের প্রতি আপনি যদি সচেষ্ট হোন, তাহলে হয়তো লোভী স্বামীটা স্ত্রীর চোখ তুলে নেয়ার মতো বর্বরতা চালাতে পারবে না, কাজের মেয়েটাকে উত্তপ্ত ইস্ত্রী দিয়ে ছ্যাঁক দিতে পারবে না ..
মানবাধিকার রক্ষার জন্য মানবিক দায়িত্ব পালন অপরিহার্য। আরো প্রয়োজন সম্প্রীতি বজায় রাখা। যে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র বন্ধনগুলো দৃঢ় হয়ে থাকে, সেখানে অনৈতিক অপরাধ ঘটানোর সুযোগ কমই থাকে।
নিজ অধিকার আর কর্তব্য সম্পর্কে সচেতন হোন .. নীরবতা না, প্রতিবাদই আমাদের নিরাপদ রাখবে।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
রিফাআত রিয়া বলেছেন: বলেছি.. কারণ অনেকেরই ধারণা প্রতিবাদ মানেই বিপদ..
কিন্তু নীরব থাকলেই অপরাধ আরো বেড়ে যায় ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
কমরেড ফারুক ১ বলেছেন: নীরবতা না, প্রতিবাদই আমাদের নিরাপদ রাখবে।