| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
এক বা একাধিক মানুষকে খুন করলে এদেশে ফাঁসী হয় , কিন্তু ৪০০+ জন মানুষকে হত্যা করলে যাবতজীবন কারাদণ্ড , মানে ১৪ বছরের জেল। এইটা কেমন বিচার ? এই বিচার কি গণহত্যাকে প্রশ্রয় দেওয়া নয় ? তাহলে হত্যা করার চেয়ে গণহত্যা করাই শ্রেয় , তাই না ?যুদ্ধাপরাধীদের বিচার কোন সরকার বা রাজনৈতিক দলের নয় , এ দেশের মানুষের প্রানের বিচার । এদেশের জন্য যারা জীবন দিছেন , যারা নিজ জীবনের ক্ষতি করেও দেশের স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা , তাদের রক্তের বিনিময়ে ন্যায় বিচার প্রাপ্যতার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার । এ বিচারের বানচাল করতে , যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা রাস্তায় নেমে জনগনের ক্ষতি করছে তাদের অধিকাংশের বয়স ৪০ এর নিচে । বাংলাদেশ স্বাধীনতার পর জন্ম নিয়ে কেমনে তারা দেশদ্রোহীদের পক্ষে ? তাদের কি স্বদেশপ্রেম নেই , তারা কি স্বদেশপ্রেম রচনা পড়ে নেই ? নাকি তারা না বুঝেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে জনগনের ক্ষতি করছে ? এ ক্ষতি সরকারের নয় , নিজেদের ক্ষতি , দেশের ক্ষতি । মনে রাখবেন , অন্যায় করা আর জেনে বুঝে অন্যায়কারীকে প্রস্রয় দেওয়া বিবেকের কাছে সমান অপরাধ ।
©somewhere in net ltd.