| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
চারদিকে কেমন জানি গুমট গুমট ভাব । একদিকে গেরিলা হামলা নয় , চোরাগুপ্তা হামলা অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় । এর মাঝে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে । তার উপর গারমেন্টসহ বিভিন্ন কারখানায় আগুনে পোড়ার ঘটনা , বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা হটাত করে বৃদ্ধি পাওয়া । সব মিলে দেশের সার্বিক পরিস্থিতি বুঝতে পারছি , দেশের পরিস্থিতি মতেও ভাল নয় । আমরা হয়ত গৃহযুদ্ধের স্বাদ পেতে যাচ্ছি । তাই বাংলার সাধারণ জনগণ সবাই যেন নিরাপদ থাকে , সবাই যেন সাবধানে বুঝে শুনে চলাচল করে এই ২০১৩ তে ।
©somewhere in net ltd.