নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা চেতনা

ilবুকের খাঁজে, হৃদয় ভাঁজে নয়তো এই গেলাম বলেই ; আজকাল সাইমুম হতে বড্ড ইচ্ছে করে !!

রিদওয়ান নূর রহমান

মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।

রিদওয়ান নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরের আন্দোলনের সুবাদে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

প্রজন্ম চত্বরের আন্দোলনের সুবাদে আমি আশেপাশের কিছু মানুষের সত্যিকারের চেহারাটা দেখতে পেরেছি । আমাদের সমাজে এসব মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে অর্থবিত্তের মুখোশে নিজস্ব অভয়াশ্রম গড়েছেন ।



সমাজের তথাকথিত সবচেয়ে দামী মাথাগুলোই পথভ্রষ্ট । সারা বাংলার গণজাগরণকে একেকজন একেকভাবে তাচ্ছিল্য করছেন ; নদীখননের নামে গভীর জলের ভেতর গিয়ে পেশাব করছেন, তাদের এই পেশাব করার যন্ত্রাংশ কেটে দেয়া উচিত চিরতরে ।



বিএনপির মত কালপ্রিট রাজনৈতিক দলের মত ছেলেবেলায়, স্কুল জীবনের সবচেয়ে কাছের বন্ধুটিকেও চেনা গেছে এ আন্দোলনের ভেতর দিয়ে । কখন যেন ঐ বন্ধুটিও বিক্রি হয়ে গেছে , ওর মেধা চুরি হয়ে গেছে , ওরা আজ অন্য কেউ, মাতৃভূমির জন্যে ক্ষতিকর ।



লিফটম্যান জাফর মুন্সী বা ব্লগার রাজীব হায়দারের লাশে পচন ধরা শুরু হয়ে গেছে, অজস্র পোকামাকড় মাংসের সাগরে বুঁদ হয়ে যাবার অদম্য ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কিলবিল করছে ।

শেষ সম্বল রক্তের দাগটুকুও আজ বৃষ্টি এসে ধুয়ে নিয়ে গেল ।



বাংলার বাঘা বাঘা সব শিল্পীরা যখন দুটো স্লোগান দিয়ে ছবি তোলা শেষে যখন প্রাইভেটকারে করে শাহবাগ ছাড়ছেন তখন ওপার বাংলার কবীর সুমন একের পর এক চার চারটি গান লিখলেন, সুর দিলেন । উল্লেখ্য অনেকবার আবেদনের পরও তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়নি । হবেই বা কেন ?বাংলার নাগরিকত্ব দেয়া হবে নিজামী, কাদের মোল্লাদের । বাংলার পতাকা উড়বে এসব শুয়োরের বাচ্চাদের গাড়িতে,

হায় !



পতাকার দীর্ঘশ্বাস বুকে নিয়ে আমরা তবু জেগে থাকি । আমরা জেগে থাকি বৃষ্টিতে ভিজে যাওয়া স্লোগানটাকে বারান্দার রৌদ্দ্রে শুকাতে দেবার জন্যে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.