নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা চেতনা

ilবুকের খাঁজে, হৃদয় ভাঁজে নয়তো এই গেলাম বলেই ; আজকাল সাইমুম হতে বড্ড ইচ্ছে করে !!

রিদওয়ান নূর রহমান

মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।

রিদওয়ান নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

গরু এবং মানুষ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

গরু এবং মানুষ দুটাই গৃহপালিত প্রাণী হলেও মানুষ জাতি অনেক অতি অত্যাধুনিক সিস্টেম থাইকা বঞ্চিত :( সো আই এম টোটালি হতাস। এই সকল অতি অত্যাধুনিক সিষ্টেম এর মধ্যে অন্যতম হলো জাবর কাটা। জাবর কাটা টাইম-পাস করনের একটি অতি কার্যকরি উপায়। যদি মানুষের এই জাবর কাটা সিষ্টেম থাকতো হবে কি হতো ??????



১. জাবর কাটা টাইম-পাস করনের একটি অতি কার্যকরি উপায় সো পোলাপাইন এর আর Girl friend/Boy friend এর দরকার হইতো না।



২. মানুষ জাবর কাটায় ব্যাস্ত থাকায় কথা কম বলতো ফলে শরীর এর ক্যালরি কম নষ্ট হইতো এই ক্যালরি উৎপাদন মূলক কাজে লাগায় দেশের GDP বাড়ানো যাইতো যা দ্বারা দেশের অর্থনৈতিক ভাবে উন্নতি করে সে টাকা দিয়া দেশে ডজন খানেক পদ্মা সেতু এমনকি লাগবে বঙ্গপসাগর সেতুও তৈরী করা যাইতো :P



৩. কথা কম বলায় মোবাইলে কম চার্জ দিতে হইতো ফলে বিদুতের চাহিদা কমতো :) PM কে আর কষ্ট করে বিদুতের লোডসেডিং এর জন্য সময় বরাদ্ধ দিতে হইতো না।



৪. শরীরের ক্যালরি সেভ হওয়ায় বানিজ্য মন্ত্রিকে আর কম খাইতে বলতে হইতো না, এই সকল বেচে যাওয়া খাবার বিদেশে রপ্তানি করে সেই টাকা দিয়ে হলমার্ক এর মতন অল্প কিছু টাকার অভাবে বন্ধ হতে থাকা ছোট ছোট কোম্পানি গুলোকে রক্ষা করা সম্ভব হইতো। :p



৫. জাবর কাটা নিয়ে ব্যাস্ত থাকায় কথা কম বলায় টক শো'র মত বাচাল শো দেখতে হইতো না।



৬. জাবর কাটা নিয়ে ব্যাস্ত থাকায় কথা কম বলায় সাংবাদিকরা আর তিল বলা কথাকে তাল বানাতে পারতোনা।



৭. রাজনৈতিক দল গুলো কামরা কামরি করতে পারতোনা।



৮. আমরা জানি জ্ঞানী-গুনী মানুষ কথা কম বলে, সুতরাং দেশে জ্ঞানী-গুনী মানুষের সংখ্যা বাড়তো।



৯. জাবর কাটা সিষ্টেম থাকলে গরুদের সাথে সাথে সাধারণ মানুষও নির্বাচনে অংশগ্রহন করতে পারতো

এই সকল ছাড়াও আরো নানান উপকার ছিলো জাবর কাটা সিষ্টেমের সাথে রিলেটেড। মানব জাতির এই সিষ্টেম না থাকায় আমরা আজ শোকাহতো সাথে র্মমাহতো। যাই হোক বিশিষ্ট জাবর গবেষক ইসতিয়াক এর ডান হাত আরেক ইসতিয়াকের নোবেল দাবিদার একটি জাবর ময় কবিতা দিয়ে আজ ইতি টানবো. . . . . .



****************জাবর কাটা****************

জাবর কেটে গরু হয়েছে জ্ঞানী,

তাতো আমরা সবাই জানি।

কম কথা বলে সে,

বেশী জাবর কাটে যে।

জাবর কেটে গরুর সময় পার,

কথা বলার কি দরকার।

জাবর কেটে গরু হয়েছে ধন্য,

এটা খুবি প্রয়োজনীয়।

জাবর কাটা মহত গুণ,

জাবর কেটে সাশ্রয়ী হোন।

জাবর কাটেনা যারা,

অনাহারে মরবে তারা।

বেশী দিন বাঁচতে চাই,

জাবর কাটার বিকল্প নাই।

অনাহারে মরেনা গরু,

যবে থেকে জাবর কাটা করেছে শুরু।

গরু বলে ঘাস খায়,

জাবর কাটতে ভূসি চায়।

সো,জাবর যদি কাটতে চাস,

সকাল বিকাল পান চিবাস ;)রু এবং মানুষ দুটাই গৃহপালিত প্রাণী হলেও মানুষ জাতি অনেক অতি অত্যাধুনিক সিস্টেম থাইকা বঞ্চিত :( সো আই এম টোটালি হতাস। এই সকল অতি অত্যাধুনিক সিষ্টেম এর মধ্যে অন্যতম হলো জাবর কাটা। জাবর কাটা টাইম-পাস করনের একটি অতি কার্যকরি উপায়। যদি মানুষের এই জাবর কাটা সিষ্টেম থাকতো হবে কি হতো ??????



১. জাবর কাটা টাইম-পাস করনের একটি অতি কার্যকরি উপায় সো পোলাপাইন এর আর Girl friend/Boy friend এর দরকার হইতো না।



২. মানুষ জাবর কাটায় ব্যাস্ত থাকায় কথা কম বলতো ফলে শরীর এর ক্যালরি কম নষ্ট হইতো এই ক্যালরি উৎপাদন মূলক কাজে লাগায় দেশের GDP বাড়ানো যাইতো যা দ্বারা দেশের অর্থনৈতিক ভাবে উন্নতি করে সে টাকা দিয়া দেশে ডজন খানেক পদ্মা সেতু এমনকি লাগবে বঙ্গপসাগর সেতুও তৈরী করা যাইতো :P



৩. কথা কম বলায় মোবাইলে কম চার্জ দিতে হইতো ফলে বিদুতের চাহিদা কমতো :) PM কে আর কষ্ট করে বিদুতের লোডসেডিং এর জন্য সময় বরাদ্ধ দিতে হইতো না।



৪. শরীরের ক্যালরি সেভ হওয়ায় বানিজ্য মন্ত্রিকে আর কম খাইতে বলতে হইতো না, এই সকল বেচে যাওয়া খাবার বিদেশে রপ্তানি করে সেই টাকা দিয়ে হলমার্ক এর মতন অল্প কিছু টাকার অভাবে বন্ধ হতে থাকা ছোট ছোট কোম্পানি গুলোকে রক্ষা করা সম্ভব হইতো। :p



৫. জাবর কাটা নিয়ে ব্যাস্ত থাকায় কথা কম বলায় টক শো'র মত বাচাল শো দেখতে হইতো না।



৬. জাবর কাটা নিয়ে ব্যাস্ত থাকায় কথা কম বলায় সাংবাদিকরা আর তিল বলা কথাকে তাল বানাতে পারতোনা।



৭. রাজনৈতিক দল গুলো কামরা কামরি করতে পারতোনা।



৮. আমরা জানি জ্ঞানী-গুনী মানুষ কথা কম বলে, সুতরাং দেশে জ্ঞানী-গুনী মানুষের সংখ্যা বাড়তো।



৯. জাবর কাটা সিষ্টেম থাকলে গরুদের সাথে সাথে সাধারণ মানুষও নির্বাচনে অংশগ্রহন করতে পারতো

এই সকল ছাড়াও আরো নানান উপকার ছিলো জাবর কাটা সিষ্টেমের সাথে রিলেটেড। মানব জাতির এই সিষ্টেম না থাকায় আমরা আজ শোকাহতো সাথে র্মমাহতো। যাই হোক বিশিষ্ট জাবর গবেষক ইসতিয়াক এর ডান হাত আরেক ইসতিয়াকের নোবেল দাবিদার একটি জাবর ময় কবিতা দিয়ে আজ ইতি টানবো. . . . . .



****************জাবর কাটা****************

জাবর কেটে গরু হয়েছে জ্ঞানী,

তাতো আমরা সবাই জানি।

কম কথা বলে সে,

বেশী জাবর কাটে যে।

জাবর কেটে গরুর সময় পার,

কথা বলার কি দরকার।

জাবর কেটে গরু হয়েছে ধন্য,

এটা খুবি প্রয়োজনীয়।

জাবর কাটা মহত গুণ,

জাবর কেটে সাশ্রয়ী হোন।

জাবর কাটেনা যারা,

অনাহারে মরবে তারা।

বেশী দিন বাঁচতে চাই,

জাবর কাটার বিকল্প নাই।

অনাহারে মরেনা গরু,

যবে থেকে জাবর কাটা করেছে শুরু।

গরু বলে ঘাস খায়,

জাবর কাটতে ভূসি চায়।

সো,জাবর যদি কাটতে চাস,

সকাল বিকাল পান চিবাস ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.