নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা চেতনা

ilবুকের খাঁজে, হৃদয় ভাঁজে নয়তো এই গেলাম বলেই ; আজকাল সাইমুম হতে বড্ড ইচ্ছে করে !!

রিদওয়ান নূর রহমান

মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।

রিদওয়ান নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

"রেলগাড়ি রেলগাড়ি ধমা ধম , পা পিছলে আলুর দম"

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

"রেলগাড়ি রেলগাড়ি ধমা ধম , পা পিছলে আলুর দম"



পৃথিবীর সব দেশেই যাতায়াতের একটি অন্যতম জনপ্রিয় ও আরামদায়ক মাধ্যম হচ্ছে রেলগাড়ি । রেলগাড়িতে যাতায়াতের টিকেট এর দাম কম , আবার একসাথে প্রচুর মানুষ যাতায়াত করা যায় । রেলগাড়িতে সাধারনত একটি ইঞ্জিন ও বেশ কয়েকটি বগি থাকে যা চলে ২ টি পাশাপাশি সমান্তরাল রেললাইন।



রেলগাড়ির বগি যদি বিভিন্ন জায়গায় থাকে তবে কি রেলগাড়ি সঠিক সময় পরবর্তী স্টেশনে পৌঁছাতে পারবে ? পারবে না , কারণ রেলগাড়িটির বগি একসাথে করতেই তো সময়ক্ষেপণ হবে ।



আবার একটি রেলগাড়িতে যদি বেশ কয়টি ইঞ্জিন সচল থাকে তবে কি সেই রেলগাড়ি চলতে পারবে ? পারবে না , কারণ এতে গতির তারতম্য হবে আবার ব্রেক একই সাথে হবে না ।



ছোটবেলার একটা খেলা "রেলগাড়ি রেলগাড়ি ধমা ধম , পা পিছলে আলুর দম।" খেলার সাথীরা একজনের কাঁধে অন্যজন রেখে বিশাল একটা রেলগাড়ির মত পো - ঝিক ঝিক করে রোড - ম্যাপ করে গানের তালে চলে । দুজন চার হাত দিয়ে একটা বর্গাকার তৈরি করে যা স্টেশন হিসাবে পরিচিত । গান যেখানে শেষ হয় ঐ সময় যদি স্টেশনে আটকে যায় তবে সেই "রেলগাড়ি রেলগাড়ি ধমা ধম , পা পিছলে আলুর দম" মানে তাকে শাস্তি পেতে হয় ।



অফটপিক - বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় না থেকে, বিভিন্ন বিষয়কে ইস্যু না করে সকলে সংঘবদ্ধ হয়ে একসাথে প্রতিরোধ করুন একটিই ইস্যু - অন্যায় , অনাচার । না হলে "রেলগাড়ি রেলগাড়ি ধমা ধম , পা পিছলে আলুর দম" ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.