| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
“আজব কাজ কারবার”
-মোঃ রিদওয়ান নুর রহমান
কি বিচিত্র ,তাই না ? যখন
দেখেও না দেখার ভান করতে হয়
শুনেও না শুনার ভান করতে হয় ,
জেনেও না জানার ভান করতে হয়
বুঝেও না বুঝার ভান করতে হয় ।
কি অদ্ভুত , তাইনা ? যখন
যা হবার নয় তাই হয়
যা সত্য নয় তাই সত্য হয় ,
যা প্রিয় নয় তাই প্রিয় হয়
যা স্বপ্ন নয় তাই দিবাস্বপ্ন হয় ,
কি বিস্ময় , তাইনা ? যখন
যা ভাববার নয় তাই ভাবতে হয়
যা বলার নয় তাই বলতে হয় ,
যা ভুলার নয় তাই ভুলতে হয়
যা শিখার নয় তাই শিখতে হয় ,
যা মানার নয় তাই মানতে হয়
যা চলার নয় তাই চলতে হয়
যা ভাজ্ঞার নয় তাই ভাজ্ঞতে হয়
যা জ্বালার নয় তাই জ্বালাতে হয় ।।
©somewhere in net ltd.