নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রিফাত খারাপ

আমি রিফাত খারাপ › বিস্তারিত পোস্টঃ

এবার কিছু নিরাশার কথা বলি

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

সুন্দরবনের বিষয়ে প্রধানমন্ত্রী মনযোগ দিয়েছেন। তিনি বলেছেন, আরো মনিটরিং মানে নজরদারি জোরদার করতে। এটা আশার কথা।

প্রথম আলোএকটা গোল টেবিল করেছে। সেখানে দেশের বাঘা বাঘা বিশেষজ্ঞরা অনেক সহজ সহজ সমাধানের কথা বলেছেন। কেউ বলেছেন কচুরিপানা দিয়ে তেল আটকানো যেতো। বুম ব্যবহার করা যেতো।আরো অনেক দেশীয় প্রযুক্তির কথা বলা হয়েছে। এসবই আশার কথা ।

এবার কিছু নিরাশার কথা বলি। তেল ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যে বিশেষজ্ঞদের মতামত নেয়ার একটা ব্যবস্থা কেন করা হলো না? এখনতো দেশের যেকোন প্রান্তে মোবাইল ফোন আছে। ইন্টারনেট আছে।

বেসরকারি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হলে সরকারি কর্মকর্তাদের দক্ষতা কমে না।

মোট কত হাজার জেলে এখন তেল ধরতে নেমেছে সুন্দরবনে? আমার কোন ধারণা নেই। ধরি ২০ হাজার। তাদের কে গাম বুট, গ্লভস এবং ফোম দেয়ার সামর্থ্য কি আমাদের ছিলো না।

ছিলো। অবশ্যই ছিলো। সরকারের সামর্থ্য নিয়ে এ সময়ে প্রশ্ন তোলার কিছু নাই। কিন্তু তারপরও কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষগুলোকে ফোম হিসাবে ব্যবহার করার বুদ্ধি যিনি দিয়েছেন, তিনি আরেকটু মানবিক হলে পারতেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে গাধার অভাব নেই, তার চেয়ে বেশী আছে "বাচাল" টাইপের লোকজন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: সরকারের মধ্য কাজের লোকের চাইতে তেল মারার লোক অনেক বেশি আর তারা এই নদীর তেল চুরি করে প্র. ন্ত্রীকে তেল দেয়ার ধান্ধায় আছে। সেজন্যই বলে এই তেলে প্রকৃতির কোন ক্ষতি হবেনা! আবার জাহাজ চলাচল বন্ধ করলৈ ঘুষ কমে যাবে তাই সেটাও বন্ধ করা যাবেনা! যাই কোথায়!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

এনামুল রেজা বলেছেন: সরকারের প্রধান দ্বায়িত্ব ছিলো দ্রুত ব্যাবস্থা নেওয়া। অথচ মনযোগ পেতে ব্যার্থ হয়েছে সুন্দরবন..

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

কলমের কালি শেষ বলেছেন: সরকার যে কাজে অবহেলা করে এতো নতুন না । খুবই হতাশাজনক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.