![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুটি পাতাল অন্ধকার পাইপের ভিতরে আটকা। অবোধ শিশুটি তখনো জানে না সে কোথায়। কি তার পরিণতি। তার জানারও কথা না। এদিকে শিশুটির
শোকাতুর ভীত সর্বশান্ত ত্রস্ত বাবাকেই কিনা উঠিয়ে নিয়ে গেল পুলিশ। কি চমৎকার মানবাধিকারের নজীর।
দুঃখী বাবাটির গগনবিদারি কান্নায় যেখানে বুকের
জমানো মেঘ ঝরানোর কথা, সেখানে তাকে কান্নাচাপা
দিতে হলো। বুক বিদীর্ন হলো তার।
শিশুটি যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হতো, তার স্বজনের হতো, তিনি অতো তাড়াহুড়ো
করে ঘোষণা দিতে পারতেন না যে সেখানে কোনো শিশুর
অস্তিত্ব নেই। আর অমন ঘোষণা আসার পরই মূলত উদ্ধার
অভিযান থমকে যায়। শিশুটি অন্ধকারেই হারাতে যাচ্ছিল, কিন্তু
সেখানে বাধ সাধল আইকন নামের প্রতিষ্ঠানের তিন বেহায়া কর্মী।
এ রাষ্ট্রযন্ত্রের সিস্টেমে সর্বত্র ফুটো। শাজাহানপুরের পাইপের
মতো ফুটো করা। এই ফুটো বন্ধ করা না গেলে একদিন আপনিও
সেখানে পরবেন, হান্ড্রেড পার্সেন্ট শিওর।
এদিন বিকেল ৪:২৮ মিনিটে আমার মোবাইল ফোনে কৌতুক
করতে একটি ম্যাসেজ এল। Govt Info এর পক্ষে মানবাধিকার কমিশনের বরাতে।
ম্যাসেজটির ভাষ্য হলো এমন Surokkhito Manobadhikar Somridho Jibon.
Amar Manobik Morjada Amar Odhikar. Jatio Manobadhikar Komishion
এ ম্যাসেজ পেয়ে কেমন অনুভূতি হওয়া উচিত। তবে Govt Info এই শব্দটা
যতোবার পড়ছি, ততবারই মাথায় আসছে ''গবেট ইনফো।''
আমি জানি না, এ মশকরা বার্তা এদিন আর কারো ফোনে গেছে কিনা।
[হতভাগ্য শিশুটিকে নিয়ে এ কয়দিন যারা আহাজারি করেছেন, হাউকাউ করেছেন তাদেরকে ঠিক আমার কাতারের মানুষ মনে হয়েছে। সাধারণ মানুষ। যারা চুপ ছিলেন,
তাদের কে আমার অসাধারণ মানুষ মনে হয়েছে। আমি সবসময় সাধারণদের সাথে
আছি। আপনাদের হাউকাউ যেন না থামে। স্যালুট ইয়্যূ।]
©somewhere in net ltd.