![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদেশে ছিল এক দুলাভাই। তার অনেক অনাবাদী জমি ছিল। সব বিরান ভূমি, যতদূর চোখ যায় কোন ফুল, ফল চোখে পরেনা। তাই দেখে দুলাভাই কিছু শ্যালককে বল্লো, তোরা আমার জনিতে চাষাবাস কর। শ্যালকরা গায়ের রক্ত পানি করে ফসল ফলালো। চারিদিকে যখন ফুলে ফলে ভরে উঠলো তখন পাশের জঙ্গল থেকে বুনো শুয়োর এসে ফসল নষ্ট করতে লাগলো। শ্যালোকদের তখন মাথায় হাত। শ্যালোকেরা দুলাভাইকে বল্লো দুলাভাই কিছু একটা করেন। দুলাভাই তখন সুশীল হইয়া গেলো। কইলো দেখো শ্যালক গন, শুয়োররা এই পরিবেশেরই অংশ। তোমরা যদি তাদের ফসল খাইতে না দাও তাহলে তারা কি করে বাঁচবে। আমার আবার দয়ার শরীর। আমি কিছু বলতে পারবো বাপু। শ্যালোকরা এতদিনের কষ্টের ফসল নিয়ে তখন মাইনক্যার চিপায়। শেষে তারা শিদ্ধান্ত নিলো রাত জেগে তারা ক্ষেত পাহারা দিবে। তারা অবাক হয়ে দেখলো রাতে বিচিত্র শুকরের দল। দেশী শুকর, অষ্ট্রেলিয়ান শুকর, ফরাশী শুকর আরও কত জ্যামিতিক আকৃতি তাদের মুখ।
চলবে..
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৫
রাইফেল বলেছেন: আসিতেছে... একবারে দিলে দুলাভাই রাগ করবে।
২| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৭
হেকমত বলেছেন: আপনের গল্পের দুলাভাই কি কপি খায়তো ?
কুন কপি তিনি পচন্দ করেন ?
কাপোচিনো ?
এসপ্রেসো ?
ডিকাফ ?
গ্রাউন্ড ?
আইস্ড ?
কশের ?
অরগানিক ?
রেগুলার ?
কুন কপি খাইতেনে তানি ?
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৮
রাইফেল বলেছেন: তিলি পুলকাপি কাইতেন।
৩| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: আমি কিছু বুজি নাই
খ্যাক খ্যাক খ্যাক (অরিজিনাল ভার্সন)
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৭
রাইফেল বলেছেন: আমিও কিচু বুজিনাই। খ্যাক খ্যাক খ্যাক (বিমা ভার্সন)
৪| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৮
সবুজমিয়া বলেছেন:
তুমার দুলাবাইয়ের জন্য দু:খ হৈতাছে..
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:০০
রাইফেল বলেছেন: দুলাবাই আমার ক্ষেতে গিরিন শুকর আইছে। আর একবার আইলে কইলাম হোগায় লাথি দিমু।
৫| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:২৩
েজবীন বলেছেন: আমি কি কিছু বুছ্ছি???? ...উমম উমম বড়ই ছিন্তায় পরলাম
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:২৫
রাইফেল বলেছেন: সালাম আফামনি।
৬| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:২৯
মানুষ বলেছেন: খিকজ!
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৩১
রাইফেল বলেছেন:
৭| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪০
প্রবাস কন্ঠ বলেছেন:
পরের পর্বের অপেক্ষায় রইলাম
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৪
রাইফেল বলেছেন: দুষ্ট লোকে কয় আপনি নাকি রাজাকার.. হাছা নি?
৮| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪০
সাইফুর বলেছেন: বুঝছি
রাইফেল ভালা আছো?
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৪
রাইফেল বলেছেন: কাছিম বাই ভালা আচি। তুমার শইলডা বালা?
৯| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৬
সাইফুর বলেছেন: হ মিয়া আছি....রাশু কই?? হেরে খুজি
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৭
রাইফেল বলেছেন:
১০| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:০৫
বড় হুজুর বলেছেন: হুম, ঠিকাছে
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:০৬
রাইফেল বলেছেন: বড় হুজুর বলেছেন ঠিকাছে।
১১| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:২৫
রাইফেল বলেছেন: বৃত্ত
কিসলু
ক্যালিব্রা
প্রবাস কন্ঠ
সবুজমিয়া
ইসমৎ আহাম্মদ
বাইছা বাইছা কিছু মাল দিলাম। কনতো কারা মাইনাস দিসে
১২| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: ণূড়ারে কষায়া থাবরানের কাম ।
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০
রাইফেল বলেছেন: দেন একটা থাবর, পরে যা লাগে আমি দিমু
১৩| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৬
প্রবাস কন্ঠ বলেছেন: আপনি কি আমাকে রাজাকার মনে করেন ?
১৪| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৪
কতবতবকতকত বলেছেন: এইখানে মনে করা করির কি আছে এইটা তো আমাগো বিশ্বাস!@প্রবাশঁ কন্ট।
১৫| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৬
কতবতবকতকত বলেছেন: শেষের তিনডা মাইনাস দিসে। যদি ভুল কই আমি আকিকা কইরা আমার নাম আবার রাখমু।
১৬| ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৩
কতবতবকতকত বলেছেন: জটিল কাহিনী বস। দেশী গুলার তো হিসাব নাই। বিদেশী গুলার মইধ্যে আছে আস্তা মাইয়া ওরফে ধান্ধা বাত্তি, ফাজানা মাবুবা, শাউন, তিনকোনা ...গু, (কগু না কিন্তু), নয়া ব্লগারগো লাইগা একটু ক্লিয়ার কইরা দিলাম আরকি।
ও ভাল কথা, এই মাত্র একটা গোপন সূত্রে খবর পাইলাম তিনকোনার নিক নেম "শামীম"। (আল্লাই জানে ওর নিক নেম কয়ডা।এখন এইডা ভূয়া না হইলেই নয়।)
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন:


... তারপরেতে কি হইলো !!!!