![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
আপনি যখন কারো সাথে যুক্তি তর্কে যাচ্ছেন তখন অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান আপনার থাকতে হবে।।।
যখনই এই সুস্পষ্ট জ্ঞানটা না নিয়ে আপনি যুক্তি তর্কে এগোবেন তখন ৫ মিনিট পর হোক ১৫মিনিট পর হোক আপনি প্রতিপক্ষের কাছ থেকে একটা কষে থাপ্পর খাবেন।।
বাস্তবিক থাপ্পরের কথা বলছি না।এমনি কথার ঘুর প্যাচে পড়ে আপনার মান ইজ্জতটা যাওনের কথা বলছি আর কি।
যাই হোক বন্ধু লেভেলে বলেন,বড় ভাই লেভেলে বলেন আর সমাজের যে কোন পরিস্থিতিতেই বলেন এরকম অল্প বিদ্যা ভয়ংকর সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে কোন এক জনের মুখে পড়া সেই থাপ্পরের কাল দাগ দেখতে কিন্তু ভালই মজা লাগে ।।
কিছুক্ষণ আগে সেলুনে গেছিলাম একটু কুন্তল কামানোর জন্য।সেখানে রাজনৈতিক ব্যাপার সেপার নিয়ে আলোচনার এক পর্যায়ে এরকম অল্প বিদ্যা ভয়ংকর টাইপ এক ব্যক্তির থাপড়ানি খাবার পরিস্থিতি ইঞ্জয় করে বাসায় এসে প্রাক্ট্যিকাল করা আর মুচকি হাসি দিতে যেয়ে আম্মুর কাছে ধরা খেয়ে সেই ঘটে যাওয়া কাহিনি আবার বলার সময় হাসিতে ফেটে পড়া
হাহাহাহা এ এক অন্যরকম বিনোদন
সামাজিক বিনোদন
©somewhere in net ltd.