![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
মানুষের আঁতে ঘা লাগানোর জন্য,আচরণের পশুত্বতা দেখার জন্য যে কয়টি দুর্বল পয়েণ্ট আছে তার মধ্যে দেশাত্ববোধ আর ধর্মীয়বোধটা অন্যতম।।।।
কেউ যদি আপনার সামনে আপনার দেশকে নিয়ে কটুক্তি করে আপনার জাতীয়তা বোধে,দেশাত্ববোধে আঘাত হানে আপনি কিন্তু তখন চুপ করে বসে থাকবেন না হোক সেটা ভার্চুয়াল কিংবা বাস্তবিক লাইফে।।
এইতো এই বিশ্বকাপ ক্রিকেটে ভারত কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের দেশাত্ববোধে আঘাত করেছিলো।।
প্রসেঞ্জিৎ,রুপমের মতো ভারতীয় ছেলেব্রিটীরা কিন্তু তাদের কথা দিয়ে আমাদের জাতীয়তাবোধে আঘাত হেনেছিলো বিধায়ই আমরা বাঙালীরা ভারতের উপর খুব চটেছিলাম।।।
কারণ আমাদের আঁতে তারা আঘাত করেছিলো।।
ধর্মীয় অনুভূতিটাও কিন্তু এর থেকে কোনো অংশে কম সেন্সিটিভ নয়।।।
মুক্তমণা হোক কোনো সমস্যা নেই কিন্তু কোনো মানুষের ধর্ম নিয়ে কটুক্তি করে নিকৃষ্ট ভাবে সেটাকে উপস্থাপণ করার ফল কিরূপ হয় ব্লগার রাজীব,অভিজিৎ এবং সর্বশেষ ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডই তার প্রমাণ বহন করে।।।
রাজীব,অভিজিৎ,ওয়াশিকুর এরা প্রত্যেকেই মুক্তমণা ছিল ঠিক আছে কিন্তু তাদের ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্যগুলো যেকোনো মানুষের জন্যই ছিল উষ্কানিমূলক।।
ওয়াশিকুরের হত্যাকাণ্ড শুনার পর তার ফেইসবুক প্রোফাইলটা খুঁজে বের করে তার কয়েকটা পোস্ট পড়েই বুঝে যাই তার চিন্তাভাবনার ধরণ আর আরো বুঝে যাই তাকে হত্যা করার কারণ।।
সবগুলো আর পড়ার সুযোগ হয়নি কারণ তার সব পোস্টগুলোই পরোক্ষণে তার আইডি থেকে রিমুভ করে দেয়া হয়।।।।
মানুষের আঁতে ঘা লাগিয়ে মন্তব্য করতে হয় না।।
কারণ সবসময় সব বিষয়ে এর ফল ভালো হয় না।।
বিঃদ্রঃ-সম্পূর্ণ নিজস্ব মতামত।।।কোনো প্রকারের তর্ক বিতর্ক করতে ইচ্ছুক নহে।।।
©somewhere in net ltd.