![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
হয়ত আপনি কাউকে ভালবাসেন।।
ভালবেসে হয়ত ভালবাসার মানুষটিকে নিজের মতো করে সাজাতে চাইছেন।।
বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার উপর নিজের মতামত প্রতিষ্ঠা করছেন।ভালবাসে বলেই হয়ত সে আপনার কথাগুলা সুন্দর ভাবে মেনে চলছে।।।
কিন্তু কখনো কি ভেবেছেন আপনি তার উপর জোর খাটাচ্ছেন কি না??তাকে চাপ দিচ্ছেন কিনা??
আসলে আমরা অন্যের উপর অধিকার প্রতিষ্ঠা করতে খুব ভালবাসি।।
ভাবি না যে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে নিজের মতো করে কাউকে সাজাতে যেয়ে আমরা তারই নিজস্বতাকে ধ্বংস করে দিচ্ছি।
হয়ত মুখ ফুটে সে বলছে না কিছুই।।প্রকৃত ভালবাসে বিধায় সে নিরবে সইছে।।।কিন্তু আমাদের মনুষত্ব বোধ কি জাগ্রত হয় না??
কেন আমরা নিজের মতো করে সব কিছু ভাবি??
প্রত্যেকের মাঝেই নিজস্বতা আছে।।খারাপ কিংবা ভালো দুইই হতে পারে সেটা।।।।জোর না করে চাপ না দিয়ে ঠান্ডা ভাবে আমরা সেটা ঠিকই বুঝাতে পারি প্রিয়জনকে।।কিন্তু তার জন্য শর্ত প্রয়োগ করে তার নিজস্বতাকে ধ্বন্গস করে নিজের কাপুরুষত্বটাকে ফুটিয়ে তোলার মানে কি আমি সেটাই বুঝি না।।।।
সত্তিই বুঝি না।।।।
©somewhere in net ltd.