![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে মানুষটি আপনাকে মন থেকে ভালবাসে সে আপনাকে ছাড়া তার বাস্তব,ভার্চুয়াল উভয় লাইফেই আর কাউকেই আপনার অনুপস্থিতে সঙ্গ দিতে পারবে না।।
মানে তার ভিতরে আপনার অনুপস্থিতির সময়টা আপনাকে ছাড়া আর কারো সাথেই কাটানোর চিন্তাটা তার মাথায় আসবে না।।।
হয়ত আপনি এখন আপনার বাস্তবিক লাইফের কর্মকাণ্ডে ব্যাস্ত।।ইচ্ছা থাকার সত্ত্বেও যখন প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে আপনি ব্যার্থ তখন আপনার প্রিয় মানুষটা হয়ত ফেসবুকে আপনার টাইমলাইনটা ঘাটছে,আপনার এবাউটটা পড়ছে,হয়ত আপনারই কোন ছবি দেখছে,হয়ত আপনার লেখাগুলো আবারো পড়ছে,বুঝতে চেষ্টা করছে আপনারই লেখাগুলোর অর্থ।।
প্রতিটা ক্ষণে সে আপনাকেই ভাবছে।
যখন সারাদিনের কাজ সেরে আপনি প্রিয় মানুষটির কাছে যাবেন তখন আপনার কাছে তার স্মাইলি ইমোর মাঝে সারাদিন আপনাকে না পাবার অভিমানটা স্পষ্ট হবে।।অভিমানটা নিজের মাঝে লুকিয়ে রাখতে চেষ্টা করলেও আপনার অনুমানের কাছে সে ঠিকই ধরাশায়ী হবে।।।
আর এই অভিমান ভাঙ্গানোর কাজটা আপনাকেই করতে হবে।।আর সেটা যে কতোটা মধুর তা নিজ চোখে না দেখলে অথবা নিজের বাস্তবিক অভিঙ্গতা না থাকলে নিজ থেকে এর মরমার্থতা বুঝতে পারাটা সত্যিই দুষ্কর।।
©somewhere in net ltd.