![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
পৃথিবীর সব যে আপনার ইচ্ছা মত হবে এই চিন্তা টা ই ভুল আর এই চিন্তা ই সকল অশান্তির মূল।
এই চিন্তার কারনেই মানুষ সহজে নিজের মতের বিরুদ্ধে কিছু ই মেনে নিতে চায় না।।
সে সকল ক্ষেত্রে খাটাতে চায় তার মতামত।অধিকার বা অনধিকার যাই থাকুক না কেন বেশিরভাগ মানুষই অন্যের ইচ্ছা থেকে নিজের ইচ্ছাটিকে বেশি প্রাধান্য দেয়।
অনেক ক্ষেত্রে জোর করে তার ইচ্ছাটা কারো উপর চাপিয়ে দিতেও সে দ্বিধাবোধ করে না।।
একটু গভীর ভাবে লক্ষ্য করলেই দেখবেন সবচেয়ে যে মানুষটি আপনাকে ভালবাসে সেই আপনার মতামতকে নিজের দিকে চাপিয়ে নিবে হোক সেটা খারাপ কি ভাল।।
যদিও প্রিয় মানুষগুলোর মতামতগুলা কখোনোই সেরকম খারাপ হয় না কিন্তু হঠাত কোন কিছু মেনে নেয়াটা মেনে নিয়ে সেভাবে গুছিয়ে নেয়াটা কম কঠিন না।।
কিন্তু আমরা যারা এরকম নিজের মতামত প্রতিষ্ঠা করে হুকুম জারি করে চলায় ব্যাতিব্যাস্ত যারা কোন ব্যাপারে অন্যের উপর জোর খাটাতে পারদর্শী তারা যে নিজেদের কারনেই নিজেদের সুখের মাঝে এভাবে অসুখ টেনে আনি সেটা অনেক সময়ই বুঝি না।।।
ফলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের দোষেই সুখের মাঝে অসুখ টেনে এনে দীর্ঘদিনের জন্য মানুষিকভাবে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হই।।
©somewhere in net ltd.