নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব চিন্তাধারা অভিমত প্রকাশের বাহক হল আমার এই ব্লগ ও ফেবুর ওয়াল।।ভাল লাগে কোন বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি লিখার মাধ্যমে তুলে ধরতে,ভাল লাগে বাস্তবিকধর্মী কথা বার্তা শেয়ার করতে।। ফেইসবুক আইডি-http://facebook.com/rik619

এক্সসেপশনাল ডিটেকটিভ

একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।

এক্সসেপশনাল ডিটেকটিভ › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গি।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

"ভদ্র ছেলেদের প্রতি মেয়েদের যে দৃষ্টিভঙ্গিটা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেটি সহানুভূতিশীল দৃষ্টি হয়,ভালবাসার দৃষ্টিভঙ্গি নয়"।

হূমায়ূন আহমেদের এই কথাটা কিন্তু আমার কাছে ৯৫% সত্যি মনে হয়।।।

ভারচুয়াল লাইফ বলেন আর বাস্তব লাইফ বলেন অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যার পাওয়ার বেশি,যার পাবলিসিটি বেশি,বাস্তব লাইফে যে যত বেশি ক্ষমতাধর তার পেছন পেছন মেয়ে ঘুরার সংখ্যাটা ততো বেশি।।

অন্যথায় একটা ভদ্র ছেলে যে মেয়েদের রিস্পেক্ট করতে জানে তার গুরুত্বটা কিন্তু সে ভাবে বুঝবে না কোন মেয়ে।
এককথায় পাত্তাই দিবে না তাকে তা সে যত বড়ই পারসোনালিটি আর এ্যাটিটিয়ুড সম্পন্ন ছেলেই হোক না কেন।।।।

কারন সে একটা অভদ্র ছেলের মতো কখনোই কোন মেয়ের পেছনে ঘুরবে না এবং জোর খাটাবে না ডিস্টার্ব করবে না ইটিছি।

একটা অভদ্র ছেলে হঠাতই একটা মেয়ের মন চুরি করতে পারে অথবা তার পেছনে ঘুরে ঘুরে তাকে ঠিকই বাগে নিয়ে আসতে পারে কিন্তু একটা ভদ্র ঘরের ভদ্র ছেলে কখনোই সেভাবে কোন মেয়ের পেছনে টাইম দিবে না এবং ডিস্টার্ব করতে ট্রাই ও করবে না কারন তার কাছে নিজের আত্মসম্মান বোধটার অনেক দাম।।।

নির্লজ্জ প্রভাব খাটানো একটা ছেলের বাস্তব ভারচুয়াল উভয় লাইফেই মেয়ে বন্ধুর অভাব থাকে না বিধায় তার এককেন্দ্রিকতার ধাচটা নষ্ট হয় আর এই কারনেই অন্ধকার হতে থাকে সামনে আসা দিনগুলো।।।।।

আর ফুলের মতো সুন্দর অধিকাংশ মেয়েরাই প্রেম করতে অথবা টাইম স্পেন্ড করতে বেছে নেয় ওই সব অভদ্র প্রভাব খাটাতে সামর্থ্য অন্ধকারের পথিক ছেলেগুলাকেই।।(প্রায় ৯০% মেয়ের ক্ষেত্রে বলছি)

শেষ পরিণতি-সুন্দর মেয়েটা এঠো হয়ে যাওয়া।।।

আসলে আমার এই নিজস্ব চিন্তাভাবনা সম্বলিত কথাগুলো কিন্তু এমনি এমনি হঠাতই উদয় হয় না কোন কারণ ছাড়া।।

হোম পেইজে হঠাতই এক সুন্দরি ললনাকে চেনা পরিচিত এক পাষণ্ডের হাতে বলি হতে দেখলাম।।

বিষয়টা ঠিক এরকম= এ ললনা ইনন এ রিলেশনশিপ উইথ এ পাষণ্ড।।

আজব দুনিয়া আজব তার কারবারি
প্রতি মুহূর্তে কেন যে আমার সামনে তুলে ধরে আমি সেটাই বুঝি না।।।

বুঝার চেষ্টাও করি না।
কারণ এটাই বাস্তবতা।।।।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.