![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
বহুকেন্দ্রিকতার মাঝে নিহিত সুখটা আপেক্ষিক হলেও এককেন্দ্রিকতার সুখ সুদূরপ্রসারী।।।
একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ছেলেটি একজনকে নিয়ে খুশি না মানে যে একাধিক জনের সাথে সম্পরকে জড়াতে হাজার দিক দিয়ে ব্যাস্ত সে সুখে আপেক্ষিক ভাবে থাকলেও পরে চরম মুহূর্তে তাকে খুব বড় অংকের মাশুল গুনতে হয়।।
আবেগ ইচ্ছা কন্ট্রোল করতে অক্ষম হয়ে অধিক চাহিদার খাতিরে অবৈধ সম্পরকের খোঁজে যে ছেলেটি চাতক পাখির মতো মেয়েদের পিছনে ঘুরতে থাকে সে খালি মেয়েদের কাছে একটা পারসোনালিটিহীন ছেলেতেই পরিণত হয় না বন্ধু লেভেলে সে একটা ফেলনায়ও পরিণত হয়।।।
যদিও অধিকাংশ ক্ষেত্রে এরকম বহুকেন্দ্রিক ছেলেরা মেয়ে পটানো বা মেয়েদের সাথে এ্যাডভান্টেজ নেয়ার মতো এইসব দিকগুলোকে নিজেদের ক্রেডিট ভেবে নিয়ে বন্ধুলেভেলে ফালাও করে প্রচার করলেও কঠিন বাস্তবতা পরবর্তিতে তাদেরকে চরম ভাবে ঠকায়।
অন্যদিকে এককেন্দ্রিক একটা ছেলে তার মনের মতো একটা মেয়েকে ভালবেসে এক দিকেই মনযোগী হয়ে তার বাস্তবতাকে সাজায়।
এককেন্দ্রিকতাকে আদর্শ মেনে মনের মানুষের সাথে চুপিসারে মনের কথা শেয়ার করে সাপোর্ট পেয়ে সে ভবিষ্যতের কথা ভেবে বাস্তব লাইফে এগিয়ে চলে এক নতুন উদ্যোমে।।
সাজিয়ে তুলে তার বাস্তব এবং ভবিষ্যত লাইফকে আর পেছনে ফেলে ফালাও করে প্রচার করে বেড়ানো বহুকেন্দ্রিক সেই সব ছেলেগুলোকে।।।
©somewhere in net ltd.