![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
বড় দিনটা কিন্তু আমার কাছে বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক।
সেমন স্পেশাল কিছু আগে মনে হতো না কিন্তু এবারের বড় দিনের শুরুটা যেভাবে কাটালাম আমি হলপ করে বলতেই পারি পরবর্তী বছরের বড়দিনের মজাটা ইচ্ছাপূরবক কখোনো বাদ দিব না।
সেমন কিছুই প্ল্যান ছিল না।
যাস্ট কিছু স্ন্যাক্স করার জন্য #সিয়ামকে নিয়ে বের হয়েছিলাম।
হাটতে হাটতে হঠাত করেই ব্যাপ্টিস্ট চার্চের সামনে এসেই অবাক হলাম সুসজ্জিত ঝলমল্ময়
চার্চ দেখে।
ভিতরে ঢুকলাম অনেক ফ্রেন্ডের সমাগম দেখে ভালো লাগল।
মিশন পাড়াটা পুরো ঘুরা হল সাথে হল একটু চটপটির স্বাদ নেয়া।
ফেমাস পারসন #পিউস এর জোক্স আর ফাইজলামিতে অস্থির একটা রাত কাল ইনজয় করলাম।
এট লাস্ট #রাব্বির সাথে অটোতে মজা করতে করতে বাড়ি ফিরে আবারো স্পেশাল ফুড ভক্ষণ প্রক্রিয়া সমাপ্তের মাধ্যমে #বড়_দিনের শুরুটা সেরকম হল।
ইনশাল্লাহ আজকেও মজার কমতি হবে না।
কিন্তু আমার লাইফে হঠাত উৎযাপন প্রথম #বড়_দিনটা সেরকম কাটায় সত্তিই অনেক ভালো লাগল।
©somewhere in net ltd.