নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব চিন্তাধারা অভিমত প্রকাশের বাহক হল আমার এই ব্লগ ও ফেবুর ওয়াল।।ভাল লাগে কোন বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি লিখার মাধ্যমে তুলে ধরতে,ভাল লাগে বাস্তবিকধর্মী কথা বার্তা শেয়ার করতে।। ফেইসবুক আইডি-http://facebook.com/rik619

এক্সসেপশনাল ডিটেকটিভ

একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।

এক্সসেপশনাল ডিটেকটিভ › বিস্তারিত পোস্টঃ

দুর্বলতা।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

হয়ত আপনি কারো সাথে অনেকক্ষণ যাবত চ্যাট করছেন।।ধরুন দেড় দুই ঘণ্টা যাবত চ্যাট চালিয়ে যাচ্ছেন।।

সময়ের সাথে সাথে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন,হয়ত মতামত শেয়ার করছেন মনের মাঝে তাকে ক্লোজ ফ্রেণ্ড বানানোর একটা পরিকল্পনা এটে রাখছেন।।

তার কাছ থেকেও হয়ত সাপোর্ট পাচ্ছেন।সে ঠিক মতোই রিস্পোন্স করছে যেটা হয়ত আপনি বুঝতে পেরে সেভাবেই এগিয়ে যাচ্ছেন।।

এভাবে হয়ত অনেকক্ষণ সময় তার সাথে চ্যাট করে কাটাতে থাকলে আপনি নিজেই বুঝবেন না যে আপনি তার উপর কখন দুর্বল হয়ে পড়েছেন।।।।।

কিন্তু সত্যটা হচ্ছে এই দুর্বলতাই আপনাকে ভুগাবে তার অনুপস্থিতির সময়টাতে।।বিষয়টা আরো ভুগাবে যখন আপনি তার কাছে হঠাতই ইম্পরটেন্স হারাবেন।।

বিষয়টা আরো খারাপ হবে হঠাত করে যখন একসময় খুব করে চ্যাট করার মানুষটাই পরোক্ষণে আপনাকে চিনবে না।।

হয়ত আপনি তার কোনো এক মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছেন কিন্তু সে আপনার মেসেজ সিন ই না করে অফলাইনে থেকে অন্যের পোস্টে লাইক দিচ্ছে।।

৪ ঘণ্টা আগে দেয়া মেসেজের রিপ্লাই খুজতে যখন আপনি ইনবক্স চেক করে দেখবেন যে সে ১ আওয়ার আগে একটিভ থেকেও মেসেজের রিপ্লাই করে নি তখনই বিষয়টা আপনার আত্মসম্মানে লাগবে।।।

আর তখনই আপনার মনের ভেতর হঠাত যে পরিকল্পনা জেগে উঠেছিল সেটা ভেস্তে যাবে।।।।

নীল রঙের এই ভার্চুয়াল দুনিয়ায় এরকম টা হয়ত অনেকের সাথেই ঘটে।।

নিজের বাস্তববিক অভিজ্ঞতাটা এই বিষয়ে খুব একটা না থাকলে অন্যের অভিজ্ঞতা শুনে নিজের মাঝে এই উপলব্ধিটা কাজ করল।।

জাস্ট তুলে ধরলাম উপলব্ধিটা ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.