![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
বন্ধু তাকেই বানান যে আপনাকে বন্ধু মনে করে। কারণ আপনি যাকে বন্ধু মনে করেন বা করছেন সে আপনাকে তার বন্ধু মনে নাও করতে পারে।।আর হ্যা আপনি যদি ভালো বন্ধু হিসেবে কাওকে পেতে চান তাহলে কিন্ত আপনাকেই প্রথমে সহযোগিতামুলক মনোভাব নিয়ে সামনে এগিয়ে আসতে হবে।বন্ধুত্বে্র হাত বাড়িয়ে দিতে।।
হয়ত সেটাই করলেন এগিয়ে গেলেন।বিষয়টা ধরুন কোন ছেলে একটা মেয়ের দিকে এগিয়ে গেল তাকে বন্ধু বানাবার উদ্দেশ্যে।।
কথা হল,চ্যাট হল অনেকটা ফ্রি হলেন পরস্পরে আবার নিজেদের সাথে ঘটা ঘটনা শেয়ার করে থাকলেন আবার নিজের দুর্বলতার জায়গাটা শুধরে নিতে হেল্প করলেন পরস্পর পরস্পরকে।।।
বন্ধুত্বে ইইয়ারকি ফাইযলামি দুষ্টুমি হোয়াটা স্বাভাবিক কিন্তু ইয়ারকি করার সময় দুষ্টুমিগুলাকে ফল্ট হিসেবে না ধরে পরবর্তীতে অন্য কারো সাথে এ্যাফেয়ারে জড়িয়ে দীর্ঘ বছর খানিক সময় বন্ধুটির কাছ থেকে দূরে থেকে হঠাত একদিন ঐ দুষ্টুমির কথা গুলোকে ফল্ট হিসেবে ধরে অন্য কারো কাছে গীবত করে এক সময় হেল্পফুল বন্ধুটিকে হ্যারাস্মেণ্ট করার মানেটা কি???
তার ক্যারেকটার নিয়ে প্রশ্ন তুলার মানেটা কি???
এরকমটা অনেক সময় অনেকের কাছ থেকেই শুনেছি কিন্তু নিজের সাথে এই প্রথম ঘটল তাই অভিজ্ঞতাটা খুব তিক্ত।
ফ্রেন্ড সিলেকশনের ম্যাটারটাতে আমি এমনিই সচেতন আর সেখানে অপজিট জ্যান্ডারের কারো ক্ষেত্রে তো অভারসচেতন।।
বরাবরের মতো এককেন্দ্রিকতায় বিশ্বাসী ছেলে আমি পরিবর্তিত হয়ে উঠতে চাই আত্মকেন্দ্রিক হিসেবে।।
হয়ত স্বাদের সেই তিক্ততাই আমাকে পরিবর্তন করল আর ফিরিয়ে দিল নিজস্বতাকে।।
©somewhere in net ltd.