![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
চিন্তাও করা যায় না একটা মানুষ কতো সুন্দর ভাবে তার সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া কাহিনীগুলো লিখে উপস্থাপন করতে পারে।।
বাস্তবিক লাইফে আমরা সবাইই বাইরে বের হই।।নিজ কাজে কর্মে প্রয়োজনে সর্বক্ষেত্রেই বাইরের কোনো না কোনো পরিবেশের সম্মুক্ষীণ আমাদের হতেই হয় প্রতিনিয়ত।।।
এই প্রতিনিয়তটাকেই ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে নিয়ে লিখে ফুটিয়ে তুলার ইচ্ছাটা বা সামর্থটা খুব কম মানুষেরই থাকে।।।
যাদেরই বা থাকে তাদেরই মাঝে অনেকেরই লিখা লেখা পড়ে মনে হয় ঈশ্বর প্রদত্ত উপলব্ধিবোধ নিয়ে জন্মানো সত্ত্বা।।
মাঝে মাঝে কিছু কিছু উপলব্ধিবোধ পড়তে যেয়ে হা হয়ে যাই।
হয়ত অনেকেই বলবে ওরকম উপলব্ধিবোধের ক্ষেত্রে বয়সের পরিপক্কতার বিষয়টা কাজ করে।
কিন্তু ইচ্ছাশক্তি সম্পন্ন ও সামর্থবান সেই সব মানব সত্ত্বাগুলোই বাইরের পরিবেশকে তাদের সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সেগুলো ব্লগে কিংবা ফেইসবুক ওয়ালে লিখে ঘরোয়া পরিবেশে আবদ্ধ থাকা মানব সত্ত্বাগুলোর দৃষ্টির ভঙ্গিটাকে সুন্দর করতে বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা করে।।
তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করে
©somewhere in net ltd.