![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
ট্রাভেলারস অফ বাংলাদেশ নামে ফেইসবুকে একটা গ্রুপ ভিসিট করে মাথায় আবারো ট্রাভেলিং এ যাবার ইচ্ছা টা নাড়া দিয়ে উঠল তাই কিছু একটা পোস্ট করেছিলাম সেই গ্রুপে-
গ্রুপটা ঘুরে খুব ভাল লাগল।
অনেক একটিভ ম্যাম্বার অনেক অনেক পোস্ট সো ট্রাভেলিং এ ইণ্টারেস্ট থাকায় গ্রুপটা ঘুরে খুবই ভাল লাগল।।
অনেকটা নতুন নতুন জ্ঞান পেলাম ।
ছোট বেলা থেকেই ট্রাভেলিং এ মারাত্মক ইণ্টারেস্ট আছে আমার।।
নিজের ইণ্টারেস্ট খুব থাকলেও আমার ফ্যামিলির ইণ্টারেস্ট বলা যায় খুবই কম।
বাবা সরকারি চাকুরিজিবী হবার সত্ত্বে বেশ কিছু জেলা শহরে থাকা হয়েছে বিধায় সেখানটা ভালই ঘুরা হয়েছে।
দক্ষিণ বঙ্গের খুলনা,যশোর থেকেছি আর মধ্যাঞ্চলের ফরিদপুর জেলায় আপাতত অবস্থান করছি।।
যেখানে যেখানে থেকেছি সেখানকার প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখেছি বলে মনে হয়।।
ফ্যামিলির সাথে অনেকগুলা পিকনিক স্পট ঘুরে দেখা হয়েছে।নিজ ক্যাপিটাল সিটি ঢাকার বেশ কিছু জায়গা ঘুরে দেখা হয়েছে।।
কিন্তু সামনে আরো অনেক ট্রাভেলিং করার ইচ্ছে আছে আমার।
কেবল ইণ্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম বিধায় এখনো ফ্যামিলির গন্ডির বাইরে যেতে পারি নি এজন্যই হয়ত নিজের দেশের ৮৫% এর বেশি স্থান এখনো দেখিনি ।।
চট্টগ্রাম,রাঙ্গামাটি,বান্দারবান,সিলেট,কক্সবাজার কিছুই ঘুরা হয়নি বিধায় ট্রাভেলিং এর ক্ষেত্রে আমার জ্ঞানটা আসলেই অনেক কম।।
ভারসিটি লাইফটাতে নিজের দেশ ঘুরার পাশাপাশি পরবর্তিতে ইস্টাব্লিশ হয়ে ভারতের কাশ্মির,দার্জিলিং,সিমলা,মানালি যাবার ইচ্ছা আছে।।সিমলায় যাবার আলাদা একটা ইচ্ছা আছে।।
এছাড়া নীলগিড়ী,শ্রিমঙ্গল যাবার ইচ্ছাটা ঘুরে ফেরে বারবার আমার মাথায় আসে।
লাইফের থেকে ১৭টা বছর অলরেডি চলে গেছে কিন্তু ট্রাভেলিং এ বের হবার জন্য অনেক টাইম সামনে অপেক্ষা করছে বলেই হয়ত আফসোস না করে নতুন স্বপ্ন দেখছি ট্রাভেলিং করার।
স্বপ্নটা দেখতে চাই আর নতুন উদ্দীপনায় নতুন উৎসাহ খুজছি তাই।
©somewhere in net ltd.