![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
এই আইডিটা আমার নিজস্ব একটা খোলা ডায়েরির মতো।।
যেখানে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার বহিঃপ্রকাশ ঘটেছে।নিজস্ব চিন্তাধারা,দর্শনের প্রকাশ ঘটেছে।ভালবাসা,আবেগ,বাস্তবতা বোধগুলো ফুটে উঠেছে।
ছোট্ট লাইফটা আস্তে আস্তে এগোনোর মুহূর্তে ছোট্ট ছোট্ট সব উপলব্ধিগুলোর একটা বড় অংশকে ঠাঁই পেয়েছে এখানে।
যখন থেকে বুঝতে শিখেছি বাস্তবতা,যখন থেকে পারিপার্শ্বিক পরিবেশটাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শিখেছি,বয়সের যে সময়টা থেকে যখন ভালবাসা নামক অনুভুতিটির উদ্রেগ ঘটেছে যখন সেটা নিজেকে আচ্ছাদিত করেছে বিভিন্ন মুহূ্র্তে ঠিক তখন থেকে নিজেই নিজেকে বুঝিয়ে গুছিয়ে চলার চেষ্টা করেছি।।
হয়ত তার একটি বড় অংশই বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে ঊঠিয়ে রেখেছি এই নীল ডায়েরির পাতায়।যেটা এখনো হয়ত করে চলেছি।
ডায়েরির পাতায় এই অনুভুতিগুলোকে এভাবে আশ্রিত করে রাখাটাকে বলা যায় একটা নেশা যেটা প্রতিনিয়তই আমাকে লাভ/ক্ষতির বিষয়টা না ভাবিয়ে নেশায় মত্ত থাকতে তাগিদ দিচ্ছে।মানুষ সবসময় সব কিছু ভেবে সব কাজ করে না।ডায়েরি লেখার কাজ বা ইচ্ছাটা বলা যায় ঠিক সেরকমই।
অনেক রকমের অনেক ইচ্ছা মাথায় কাজ করে অনেক চিন্তা ভাবনা কাজ করে ঠিক নিজের কল্পনার রাজ্যে নিজের সম্পর্কে নিজের ভাবনার মতো।
জানি যে সময়ের সাথে সাথে চিন্তা ধারা,দর্শন বোধের ব্যাপারগুলোর পরিবর্তন আসবে সে জন্যই হয়ত ডায়েরি লিখা যাতে পরবর্তিতে আবার নিজেই নিজেকে মূল্যায়ত করতে পারি যে পূর্ববর্তী সময়ে কেমন ছিলাম।
ছোট্ট লাইফে এই পর্যন্ত অনেক জায়গায় অনেক বন্ধু পেয়েছি অনেক ধরনের মানুষের সাথে চলেছি বড় বড় ভাইয়া/আপুদের অভিজ্ঞতা শুনে নিজেকে সমাদৃত করতে চেষ্টা করেছি।
বই পড়া,ভ্রমণ করা,মানুষের সংস্পর্শে আসা তিনটি থেকে হয়ত তিন নাম্বারটিকেই বেছে নিয়েছি জ্ঞানার্জনের জন্য।এজন্যই বিভিন্ন মানুষের আদলে যেয়ে বিভিন্ন সময় ভিন্ন কিছু খুঁজতে চেষ্টা করেছি।
ভ্রমনের ব্যাপারে অতি উৎসাহি বিধায় লাইফের একটা সময় ভ্রমনের পিছনে প্রচুর ব্যায় করার ইচ্ছা আছে।।
যাই হোক আর এগোতে চাচ্ছি না।কারন কয়েকশো শব্দে গড়া এই প্রচ্ছদ পড়ে কখনোই আপনি সেভাবে কাউকে পুরোটা বুঝতে পারবেন না।
নিজস্বতাকে পছন্দ করি,রিস্পেক্ট করতে ভালবাসি
ভাল থাকুন সুন্দর থাকুন
ধন্যবাদ।
©somewhere in net ltd.