নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রকাশিত ভাবনা

রিওন মনি

জানতে আগ্রহী

রিওন মনি › বিস্তারিত পোস্টঃ

অতিথি বিভ্রাট

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

1. বাংলাদেশ পুষ্পপ্রেমীদের আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হাজি আসমত আলী ব্যাপারী। ইনি কিছুদিন হল শুকনা মরিচের ব্যবসা করে ভাল টাকা পয়সা করেছেন। তাকে প্রধান অতিথি করার উদ্দেশ্য কিছু পয়সা কড়ি পাওয়া। হাজী আসমত আলী চোখ বড় বড় করে দু ঘন্টার মত মূর্তির মত কাটালেন। তারপরই সম্ভব অসম্ভব জায়গায় চুলকাতে লাগলেন এবং বিকট মুখভঙ্গি করা শুরু করা শুরু করলেন। উদ্যোক্তারা বিপদ দেখে তাড়াতাড়ি সভা শেষ করলেন। প্রধান অতিথিকে বক্তৃতা দেবার জন্য নিয়ে যাওয়া হল। কানে কানে বলা হল ফুলের উপর কিছু বলার জন্য। বেশী কিছু বলার দরকার নাই। হাজী সাহেব শুরু করলেন গোলাপ দিয়ে, গোলাপের বর্ণ গন্ধ এইসব নিয়ে প্রচুর উচ্ছাস করে বললেন- গোলাপ হচ্ছে আমাদের জাতীয় ফুল।
তাকে কানে কানে বলা হল গোলাপ নয়,জাতীয় ফুল হচ্ছে শাপলা। তিনি হুংকার দিয়ে বললেন, কোন শালায় বলে শাপলা জাতীয় ফুল? কোথায় গোলাপ আর কোথায় শাপলা। কোথায় আয়ুব খান আর কোথায় খিলি পান। ভাইসব আপনার বলেন- শাপলা কি কোন ফুল? শাপলা হচ্ছে তরকারী............।।–এলেবেল।

2. যারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি তারা একটু বেশি আত্নবিশ্বাসী হয়ে পরেন। যা নাকি মাঝে মাঝে জটিলতার সৃষ্টি করে। আমি এরকম একজনকে চিনি। তিনি সভাতে এসে খোজ নেন সভা কতক্ষন চলবে। সময়টা জেনে নিয়ে চট করে ঘুমিয়ে পরেন। দর্শকরা কেউ তা বুঝতে পারেনা। তারা সবাই ভাবে চোখ বন্ধ করে গভীর মনযোগে তিনি শুনছেন। অনুষ্টান শেষ হবার আধঘন্টা আগে উঠেন এবং যথা সময়ে চমৎকার একটা বক্তব্য দেন। একবার গন্ডগোল হয়ে গেল। উদ্যোক্তারা বলেছে অনুষ্টান তিন ঘন্টার মত হবে। কিন্তু অনুষ্টান দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। তাকে জাগান হল, তার ভাবভঙ্গি দিশেহারার মত। যেন কিছুই বুঝতে পারতেছেননা। ধরধরি করে মাইকের সামনে নেওয়া হল। একজন কানে বলল স্যার কিছু বলেন। তিনি হুংকার দিলেন, কেন?
:স্যার আপনি প্রধান অতিথি।
তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। দর্শকদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল এবং একসময় সবাইকে হতভম্ব করে দিয়ে তিনি বললেন, ‘যুথির মা আমাকে এক কাপ চা দাও।
3. বেশ অনেকদিন আগের কথা। একদল ছেলে এসে আমাকে বলল আমাকে প্রধান অতিথি হতে হবে। আমি এক কথায় রাজি। ওদের বলে দিলাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হব। চারটার সময় যাবার কথা। আমি অবশ্য চারটার সময় গেলাম না। প্রধান অতিথি বিশেষ অতিথি একটু দেরি করে যাবে এটাই নিয়ম। আমি বিশ মিনিট মত পরে গেলাম। কিন্ত কি সর্বনাশ! ডায়াসে প্রধান এবং বিশেষ অতিথি দুই জনই উপস্থিত। একি কান্ড। আমি কি করব ভাবছি। এমন উদ্যোক্তাদের একজন বলল স্যার আপনি হচ্ছেন স্ট্যান্ডবাই প্রধান অতিথি। আসলজন না এলে আপনাকে বসিয়ে দিতাম।
: বল কি তুমি?
: কি করব স্যার কেউ কথা রাখেনা। বলে আসব কিন্তু আসেনা। এই জন্য স্ট্যান্ডবাই রাখতে হয়। আসেন স্যার এক কাপ চা খান। চা না খেলে বুঝব আপনি রাগ করেছেন। গেলাম চায়ের দোকানে। সেখানে আর একজন স্ট্যান্ডবাই বিশেষ অতিথি বিমর্ষ মুখে বসে আছেন। আমাকে দেখে মুখ কাল করে বললেন, আমি একলা এলে একটা কথা হত। স্ত্রী এবং ছোট শালীকে নিয়ে এসেছি, এদের কাছে কি বলি? আপনি বলেন তো ভাই?
আমি উনাকে কি বলব, আমি নিজেই আমার স্ত্রী নিয়ে এসেছি। জীবনের প্রথম প্রধান অতিথি হব সেটা স্ত্রী দেখবে না তা কি হয়?
সংকলিত- এলেবেল

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

মঞ্জু রানী সরকার বলেছেন: ভালো লাগলো

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ |-) :P ব্যফক বিনুদন ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

ইমরান আশফাক বলেছেন: স্টান্ডবাই অতিথি ছিলো দারুন। :D

৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪

রিওন মনি বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.