নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রকাশিত ভাবনা

রিওন মনি

জানতে আগ্রহী

রিওন মনি › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য প্রতিযোগীতা

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:০১

আমার কলেজ লাইফে আমি একজন স্যারের কাছে পড়তাম। উনি বাংলাদেশের একটি অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে উনি একটি কলেজের বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক। আমি ব্যাচে পড়তাম স্যারের বাসায় গিয়ে। স্যারের তখন প্রাইমারি পড়ুয়া একটি মেয়ে ছিল। আমরা জানতাম মেয়েটি খুব ভাল ছাত্রী। বলা হয় নি যে স্যারের বউও গ্রাজুয়েট এবং তিনিও স্কুলের শিক্ষক। যে কথা বলতে চাচ্ছি সেটা হল আমরা প্রতিদিন ভিতর থেকে গানের রেওয়াজ শুনতাম, আবার কিছুক্ষন পরেই নাচের শব্দ আবার মাঝে মাঝে কুরআন পড়ার শব্দ শুনতাম। তো স্যার প্রথম দিন বলেছিলেন এই গুলো আমার মেয়ে শিখতেছে। আমি মেয়ে নিয়ে আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই তার অবিভাবক সম্পর্কে। সকালে আমি আমার মেয়েকে মক্তবে পাঠাচ্ছি সেখানে শেখান হচ্ছে নাচ, গান বাজনা এই গুলো হারাম। সে শেখানে নামাজ শিখতেছে, কুরআন পড়া শিখতেছে। তাকে পর্দা করার জন্য বলা হচ্ছে। অথচ বিকালে তাকে আবার আমরা গান শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি। সকালে যেটা নিষেধ করতেছি বিকালে সেটা করার জন্য উৎসাহ দিচ্ছি। তাহলে আমরা তাকে আসলে কি শেখাতে চাচ্ছি? আমরা কি তার সাথে প্রতারনা করতেছি? আমার মনে হয় আমরা তাকে কিছুই শেখাচ্ছি না। একটা প্রতিযোগীতার জন্য তাকে তৈরি করছি। অদৃশ্য প্রতিযোগীতা!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.