নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি বাংলা..........

রিপন

িরপন সরকার

রিপন

িরপন সরকার › বিস্তারিত পোস্টঃ

E Token, ই টোকেন সংগ্রহ করুন ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার থেকে ও ভিসা নিন।

২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১১

E Token, ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার থেকে ই টোকেন প্রদান করা হয়। আপনি কি ইন্ডিয়া যেতে চান? ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার বাংলাদেশের সকল নাগরিককে ইন্ডিয়া যাওয়ার ভিসা প্রদান করে থাকে। বাংলাদেশের মোট পাঁচিটি স্থান থেকে ভিসা প্রদান করা হয়। এগুল হলঃ



১। এসিষ্টেন্ট হাই কমিশন অফ ইন্ডিয়া, রাজশাহী। ঠিকানাঃ ২৮৪/।। , হাউজিং এষ্টেট সপুরা, উপশহর, রাজশাহী। টেলিফোনঃ ০০-৮৮-০৭২১-৮৬১২১৩ টেলিফোনঃ ০০-৮৮-০৭২১-৮৬১২১১ টেলিফোনঃ ০০-৮৮-০৭২১-৮৬১২১৫ ফেক্সঃ ০০-৮৮-০৭২১-৮৬১২১২ ইমেইলঃ [email protected]

২। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার, ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চিটাগং। ঠিকানাঃ ২১১১, জাকির হোসেন রোড, হাবিব লেন, হলি ক্রিসেন্ট হসপিটালের বিপরিতে,চিটাগং । টেলিফোনঃ ০০-৮৮-০৩১-২৫৫১১০০ ফেক্সঃ ০০-৮৮-০৩১-২৫২৪৪৯২ ইমেইলঃ [email protected]

৩। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার,গুলশান। ঠিকানাঃ লেক ভিউ, হাউজ-১২, রোড- ৩৭,গুলশান-১, ঢাকা-১২১২। টেলিফোনঃ ০০-৮৮-০২-৯৮৯৩০০৬,৮৮৩৩৬৩২ ফেক্সঃ ০০-৮৮-০২৯৮৬৩২২৯- ইমেইলঃ [email protected]

৪।ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার, মতিঝিল। ঠিকানাঃ ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সাধারণ বিমা ভবন, ২৪-২৫ দিলকুশা সি/এ, ঢাকা। টেলিফোনঃ ০০-৮৮-০২-৯৫৫৩৩৭১,৯৫৫৪২৫১ ফেক্সঃ ০০-৮৮-০২-৯৫৬৩৯৯১ ইমেইলঃ [email protected]

৫। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশান সেন্টার, সিলেট। ঠিকানাঃ ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রোজভিউ কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট-৩১০০। টেলিফোনঃ ০০-৮৮-০৮২১-৭১৯২৭৩,৭১৯৯৩২ ফেক্সঃ ০০-৮৮-০২-৯৫৬৩৯৯১ ইমেইলঃ [email protected]



ভিসা পেতে আপনাকে যা করতে হবে,

১। বাংলাদেশী পাসপোট থাকতে হবে।

২। কমপক্ষে ১৫০ ডলার থাকতে হবে।

৩। ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্য। যেমনঃ শিক্ষা, চিকিৎসা, যদি কোন ডকুমেন্ট থাকে সংগ্রহে রাখতে হবে

৪। ভিসা এপ্লিকেশান ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরম ডাউনলোড এই লিংক থেকে ।

৫। ই টোকেন সংগ্রহ করতে হবে। এই লিংক থেকে।



উল্লেখিত সকল ডকুমেন্টগুলি সংঙ্গে নিয়ে ই টোকেন এ প্রাপ্ত তারিখ ও স্থান অনুযায়ী হাজির হলেই আশাকরি আপনি ভিসা পেয়ে যাবেন।



ই টোকেন পেতে এই লিংক এ যান তথ্যগুলি সঠিক ভাবে পূরণ করুন এবং সাবমিট এ ক্লিক করে ই টোকেন এর সিরিয়াল নং ও তারিখ সহ পাতাটি প্রিন্ট করে নিন।



মুল লেখা এখানে।

http://ekusay.blogspot.com/2010/08/e-token.html



মন্তব্য ১২ টি রেটিং +২/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৫

কবির চৌধুরী বলেছেন: ডিভি নাকি? :P
=p~ =p~ =p~

২| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৮

নাহিদ বলেছেন: এখন মনে হয় অন-লাইনে অপলাই করতে হয়।....

৩| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২২

আজাদ আল্-আমীন বলেছেন: অনলাইনে ভারতীয় ভিসার আবেদনের সুযোগ

৪| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২৭

আমি সাবের বলেছেন: জানার আছে অনেক কিছু ,,,,,,,,,,,।

৫| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৪

মোঃমোজাম হক বলেছেন: আজাদ আল আমিনের লিঙ্ক অনুযায়ী এই প্রথা বন্ধ রাখা হয়েছে।
আমাদের সঠিক তথ্য কেউ জানাবেন কি। আমি ভ্রমনে যেতে চাই

৬| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৫

উপদেশ গুরু বলেছেন: দরকারি পোষ্ট। ++

৭| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৬

িরপন সরকার বলেছেন: কবির চৌধুরী ও নাহিদ ভাইকে ধন্যবাদ । আজাদ আল্-আমীন ভাই বলেছেন অনলাইনে ভারতীয় ভিসার আবেদন সুযোগ । আসলে অনলাইন থেকে ভিসা নেওযার সিরিয়ার নিতে হয় । ওদের দেওয়া ডেট ও তারিখ অনুযায়ী অফিসে উপস্তিত হয়ে ভিসা নিতে হয় ।

২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৩

িরপন সরকার বলেছেন: ভিসা নেওযার সিরিয়াল নিতে হয় । ।

৮| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৮

আজাদ আল্-আমীন বলেছেন: @ মোঃমোজাম হক আমার পোস্টে কোথাও বলা হয়নি যে এই পদ্ধতি বন্ধ রাখা হয়েছে। আপনি বিস্তারিত পড়ুন।

৯| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪০

িরপন সরকার বলেছেন: মোঃমোজাম হক ভাই পোষ্টটি ভাল করে পরৃন অবশ্যই ভ্রমনে যেতে পারবেন।

১০| ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৪

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
লেখকের কাছে অনুরোধ না জেনে ভূল তথ্য দিবে না

মোঃমোজাম হক @ আপনার জন্য তথ্য নিচে দেওয়া হলো।

গত ১ আগষ্ট থেকে ই টোকেন পদ্ধতি বন্ধ হয়ে গেছে।
এখন থেকে ইটোকেন আর ফর্ম পূরন করে ভিসা সেন্টারে জমা দিতে হবে না।

১ আগষ্ট থেকে অনলাইনেই আপনার ফরর্ম পূরন করতে হবে। ফর্ম পূরনের সর্ব প্রথমে আপনি কোন সেন্টারে জমা দিতে চান সেটা সিলেক্ট করতে হবে। তার পর ফর্মের অন্যান্য ঘর পূরন করতে হবে। এই অনলাইন ফর্মটা মূলত আগের কাগজের ফর্মের অনূরুপ। সমান্য কিছু পরিবর্তন আছে।

অনলাইনে ফর্ম পূরনে শেষ ধাপে আপনাকে জানিয়ে দেয়া হবে, কবে আপনার পার্সপোর্ট জমা দিতে হবে বা জমার ডেট।

অনলাইন ফর্মটা মূলত অনলাইন বেইজ হলেও ফর্ম পূরন শেষে এটা পিডিএফ ফর্মেটে অটো চলে আসবে এবং আপনি সেটা পিসিতে সেফ করে রাখতে পারবেন। অতপর সেটার একটা প্রিন্ট কপি নিতে হবে। এই পিডিএফ প্রিন্ট কপির সাথে আপনার ১কপি ছবি ও স্বাক্ষর করে ভিসা সেন্টারে জমা দিতে হবে।

এই অনলাইন ফর্মের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় কাগজ সহ নির্দিষ্ট দিনে ভিসা সেন্টারে জমা দিতে হবে।

১১| ২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৪

িরপন সরকার বলেছেন: গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম @ আমিতো ১৭/০৮/১০ তারিখে আমার পরিচিত তিন জনের ই টোকেন করে দিয়েছি "এসিষ্টেন্ট হাই কমিশন অফ ইন্ডিয়া, রাজশাহী" অনুকুলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.