নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফুর ক্ষেত

নোবিতা রিফু

কপি পেস্ট করা ভালো না, বিনা অনুমতিতে কপিপেস্ট করলে পেটে ব্যাথা হয়... ;)

নোবিতা রিফু › বিস্তারিত পোস্টঃ

:#> রিফু'স জার্নি অফ অ্যাঁ ইয়ার ইন সামু (রিফুর বর্ষপূর্তি পোস্ট) :#>

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৬



জি হ্যা ভাই, নোবিতা রিফু 'র বয়স এখন এক বছর। !:#P !:#P হ্যাপি বার্থডে টুঁ মি। !:#P !:#P এই এক বছরে তো মানুষ, অমানুষ, গরু ছাগল কত কিছুরই রিফুমিক্স বানালাম, তাই বর্ষপূর্তি পোস্টটা নিজেরেই করা একখান রিফুমিক্সের ছবি দিয়ে শুরু করলাম।



নিজ দায়িত্তে এই পোস্ট পড়বেন, পুরাই লিঙ্কে লিঙ্কায়িত এই পোস্টে উল্লেখিত নামের সকল ব্লগারকে আমার সিন্ডিকেটের ভাবলে রিফু দায়ি থাকবে না... :P



অনেক আগে থেকে পোস্ট পড়তাম। মনের ভিতরের কমেন্ট দিতে চাওয়ার ইচ্ছা, এবং ব্লগাদের মতন সুন্দর সুন্দর ভাবে মনের ভাব প্রকাশের ইচ্ছা থেকেই গত বছরের এই দিনে ব্লগে এই নিকে আমদানি হই B-))



দ্বিধাগ্রস্থ আমি!

জী হ্যা ভাই, আমার ব্লগ লেখার সূচনা এই আতেল পোস্ট দিয়ে। কি করব? এই একাউন্ট খোলার দিন মনটা কেন জানি এমনি ছিল। যাই হোক, নতুন ব্লগার। বুঝেনই তো ;) তাই ঝটপট সেই মাসেই আরও কয়েকটা আতেল পোস্ট লিখে ফেললাম। যেমনঃ এইটা আর এইটা

শেষে আমার পেজের বিজ্ঞাপন কৈরা একটা পোস্ট দিলাম, তারপর ভাবলাম "নাহ, আমার একটা এইম ইন ব্লগ লাইফ হওয়া উচিত"। অনেক ভাবাচিন্তার পরে ঢাকা নিয়ে এবং ক্রিকেট নিয়ে দুইটা পোস্ট লিখলাম, যদিও ওয়াচে ছিলাম বলে পাবলিক তেমন খায়নি :((





রিফুমিক্সের শুরুঃ

আমার প্রথম রিফুমিক্সের শুরু আয়রন ম্যান দিয়ে। আমি সবসময়ই আলপিন কিংবা বিচ্ছুর ডায়লগ টাইপের পোস্টগুলোর ভক্ত ছিলাম, সেখান থেকেই আমি এর অনুপ্রেরণা পেয়েছিলাম বলা যায়।

পরে অবশ্য জনিইংলিশ , রেসলিং , ফেসবুক , পদ্মাসেতু সহ আরও বেশ কিছু নিয়ে রিফুমিক্স বানিয়ে ফেলি। এমনকি খোদ সামু কেও ছাড়ি নাই :#)





সিনেমাখোরদের আড্ডাঃ

এরপর এলো ডিসেম্বর মাস, আমার ব্লগ জীবনের একটা গুরুত্বপূর্ণ মাস। তখনও আমি ওয়াচেই আছি, জেনারেলও হইনি। আমার প্রথম ব্লগারদের সাথে সামনাসামনি যোগাযোগ হয় সিনেমাখোরদের আড্ডা গ্রুপের মাধ্যমে। এই গ্রুপের আমদানিকারক পুশকিন ভাই আমার প্রথম পরিচিত হওয়া সামু ব্লগার, উনার কাছ থেকে জীবনের অনেক ক্ষেত্রে আমি হেল্প পেয়েছি। এই গ্রুপের ফলে আমি ওয়াচে থাকা অবস্থাতেই পাবলিকের কাছে পোস্ট পউছাইতে সক্ষম হই। এবং গ্রুপের ফিলিংসে এসে সিনেমা বিষয়ক একটি আতেল পোস্ট, একটি লুল পোস্ট এবং কয়েকটা ছবি ব্লগ লেইখা ফালাই। এই গ্রুপে আস্তে আস্তে আমার পরিচয় হয় নাফিজ মুনতাসির, দুর্যোধন, ফেলুদার চারমিনার, আরজু পনি, ইউসুফ খান, কাউসার রুশো, দারাশিকো, এবং স্নিগ এর সাথে। এছাড়া এই গ্রুপের আড্ডায় গিয়ে আরও পরিচয় হয় শিপু ভাই, তন্ময় ফেরদৌস, চয়ন, সুমন, দিপ, মুনতা, আঁশকারি, জাহাজি ভাই সহ আরও অনেকের সাথে। আমার ব্লগ জীবনে এই আড্ডার মেইন প্রভাব ছিল যে, এই আড্ডার ছবি নিয়ে একটা রিফুমিক্স পোস্ট দেওয়ার সাথে সাথে ওইদিনই আমি ওয়াচ থেকে ডাইরেক্ট সেইফ হয়ে যাই :D সিনেমাখোরদের আড্ডা এখনও আছে, তবে পরিচিত মুখগুলো আর নেই। হয়ত ব্যস্ততার কারনে সময় দিতে পারে না। তবে সেই আড্ডাগুলো মিসাই... :(



সেইফ কিন্তু সেইফ নইঃ

যাই হোক, সেইফ তো হলাম... কিন্তু আরেক কাহিনি শুরু হইল সেইফ হবার পরেও পোস্ট ১ম পাতায় যেত না। এই সমস্যা নিয়ে কান্নাকাটি করলেও চামে প্রায় ২০টির মত পোস্ট লিখে ফেলি এবং একটি কবিতাও লিখে ফেলি। এসময় আমার পরিচয় হয় গেমার বয়ের সাথে। অসম্ভব দয়ালু এই মানুসটি এই সময় আমার প্রতিটা পোস্ট ১ম পাতায় রিপস্ট দিতেন। এই সময় অর্পণ ও মাঝে মাঝে হেল্প করত, দেখা যেত আমি পোস্ট দেওয়ার সাথে সাথে ১ম পাতায় একসাথে দুইটা রিপোস্ট চলে যেত। ফলে ১ম পাতায় এক্সেস না পেলেও আমার পোস্টে হিট ভালই পেতাম। উনাদের কাছে আমি সবসমই কৃতজ্ঞ থাকব। এছাড়া আমার সাথে রুদ্রাক্ষি, লিনকিন পার্ক, সহ আরও অনেক ব্লগারেরও এই সমস্যার কথা জানতে পারি। শেষে ফেলুদার চারমিনার এবং পুশকিন ভাইয়ের পোস্টে আমার সমস্যার সমাধান হয় এবং আমি ১ম পাতায় এক্সেস পাওয়া শুরু করি। :)



তার পর আর আপাতত কোনও ঝামেলায় না পড়েই একবছর পার করে দিলাম, একটাই আপচুচ জীবনে একবারও জেনারেল হইতে পারলাম না... :P





এক বছরে একে একে বহু ব্লগারের সাথে পরিচয় হয়েছে, অনেকেই আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন। কিছু খাতিরের ব্লগারদের নাম উল্লেখ না করলে মাইর খাইতে পারি... :P বলতে থাকিঃ



দোস্ত ব্লগারঃ

১. মিঠু [মিস্টার পেক পেক]

৩. ইকরাম উল্লাহ [আমার মুরগী শিকারের] পার্টনার

৪. মহাজগতিক পাগল [দোস্ত নেক্সট টাইম বিরিয়ানীর ট্যাকা আমি দিমু, প্রমিস :D]

৫. আসল সাজ্জাদ [দোস্ত নেক্সট টাইম বিরিয়ানীর তুই দিস, পিলিজ :-P]

বন্ধু ব্লগারঃ

১. মিনহাজুল হক শাওন [সামু ডেস্কটপ নটিফায়ার বানানোর জন্য আমি সহ পুরা ঝাতি উনার কাছে কৃতজ্ঞ]

২. নিওফাইটের রাজ্যে [ঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁঞ্যাঁ]

৩.বিরোধী দল [গোসল বিশেষজ্ঞ]

৪. আমি তানভীর [পোলাটা ডুব মারছে নাকি? খোঁজ খবর নাই :| ]

৫. আমার নাম ছিলোনা [আমারে কইলেই হইত, নাম দিয়া দিতাম :P]

৬.

খাতিরের বড় ভাই ব্লগারঃ

১.মাস্টার [আমাদের গ্রেট মাস্টর]

২.চেয়ারম্যান০০৭ [গম অথবা টিন লাগ্লেই উনার কাছে যাই :D ]

৩.কবি ও কাব্য [গানের আধার, জ্ঞানের আধার]

৪. স্বর্ণমৃগ [আমার দেশী ভাই]

৫.বেঈমান আমি [ভাই সব পিজ্জা একা না খাইয়া আমাদেরও কিছু পাঠান :D]

খাতিরের ছোট ভাই ব্লগারঃ

১. রাশান শাহরিয়ান নিপুন [পিজ্জা খাইতে খাইতে পুলাটা গেলো রে :P ]

২. নাইটফল [ছাইয়াদের যম]

৩. কালো হিমু [ এই বেচারা ১ম থেকে আমার পোস্টগুলাতে কমেন্ট মারত]

৪. রাইয়ান মনসুর[ আমি যাই পোস্ট করি না কেন, তাতে লাইক মারার রেকর্ড একমাত্র এই পোলার আছে। ক্যারি অন B-) ]

৫.

এছাড়া যাদের কমেন্ট না পেলে আমার পোস্ট খালি খালি থাকেঃ

১.অপরাজিতার কথা

২.তাশা

৩.জাহিদ হাসান

৪.বড় বিলাই

৫. তাসনুভা বিপা [পিঠা চাই :) :) ]

৬. কালা মনের ধলা মানুষ [ট্যালেন্টেড ব্লগার]

৭. স্বাধীনতার বার্তা [কারও স্নিগ ভাইয়ের খবর লাগলে উনার কাছে জিগাইতে পারেন :P ]

৮. হাসান মাহবুব

৯. তামিম

১০. নোমান নমি [ভাইয়ের প্রোফাইল ফটূকটা চ্রম]

১১. নাফিস কাজী

১২. রুন

১৩. রবিন মিলফোর্ড [কিশোর পাশা দিয়া একখান নিক খুলতে মুঞ্চায় :( ]

১৪. মাহী ফ্লোরা

১৫. মাহবু১৫৪ [আমার পোস্টের কমেন্টগুলার ১ম দিকেই উনারে দেখা যায় :) ]

১৬. সাকিন উল আলম ইভান

১৭. প্রিন্স অফ ব-দ্বীপ

১৮. কামরুল হাসান শাহি

১৯.মুহাম্মদ জহিরুল ইসলাম [ভাই আমারে একখান জিপি মডেম দিবেন? :!> ]

২০. সুমন৩ডি

২১. রিফাত হোসেন [ছাইয়া ফাইট ব্যাটেলিয়নের কমান্ডার]

২২. আহমাদ জাদীদ

২৩. আমিনুল ইসলাম

২৪.সহ্চর

২৫. বাদ দেন [বাদ দেন]

২৬.সাইফুলহাসানসিপাত [প্রপিক টা বদলানোর পর আপনাকে তো চেনাই যাচ্ছে না :D ]

২৭. ফারজুল আরেফিন

২৮. সুস্ময় [গেমিং ব্লগারদের একত্রিকরনে তার ভুমিকা প্রশংসনীয়]

২৯. আহমাদ জাদীদ [সরি ভাই, আপনের নাম বাদ গেছিল :) ]

আমার সবচেয়ে প্রিয় ব্লগারঃ

০১. অনন্ত জলিল [অনন্ত জলিল একমাত্র ব্লগার যিনি একাউন্ট না খুলেই এবং সেইফ না হয়েই আমার সবচেয়ে প্রিয় ব্লগার :#) ]

অন্যান্যঃ

সামুতে লেখেন না, বা লিখলেও একাউন্ট জানি না এমন কিছু মানুষ যাদের উৎসাহ দেওয়া মোটেও অবহেলা করা যাবে না তারা হলেন আমার উনি*, ড্রিমক্যাচার স্যাম, পার্থ, জুলকার নাইন, তানভির, সেতু সহ আরও অনেকে... :)





এবার একটু হিসাব করি আর কি কি টাইপের পোস্ট লিখেছি এক বছরেঃ :P

১.ঢাকার খাবার নিয়ে লেখা পোস্টটি রিফুর নিজের পোস্টগুলোর ভিতর সবচেয়ে পছন্দের পোস্ট। খাবারদাবার এর ভিতর ডিমভাজি নিয়ে অবশ্য রিফুর আরেকটি পোস্ট আছে।

২. টেকি বিষয়ক আমি খালি পেইন্ট নিয়েই একটি পোস্ট লিখেছিলাম।

৩. কল অফ ডিউটি এবং আসল্ট রাইফেল টাইপের দুইটা গুল্লাগুল্লি পোস্টও মাশাল্লাহ রিফুর আছে।

৪. এশিয়া কাপ এবং ঈদ নিয়ে দুটি সাক্ষাৎকার টাইপ পোস্ট লিখেছিলাম এই বছর।

৫. আমার সকাল টাইপের কি যেন একটা গল্প লেখা শুরু করেছিলাম, আলসেমির ঠেলায় পরের পর্বগুলো আর লেখা হয় নাই :-<

৬.কমেন্টে দেওয়ার জন্য ৯গ্যাগিয় ইমো বাংলা করে একটি পোস্ট দিয়েছিলাম।

৭. বর্ণমালা শিক্ষা র জন্যেও রিফুর একখান পোস্ট আছে।

৮. আমার বিড়ালের বাচ্চার সর্টফিল্মটা আশা করি ইউটিউব ফিরলে যারা দেখেননি, দেখে নিবেন।

৯. এছাড়া মাছ , শৃঙ্খলা , মাথাঘুরানো টাইপের ছবির কালেকশন টাইপের কিছু পোস্টও দিয়েছিলাম অনেক আগে।

১০. মুভি বিষয়ক একটি রিভিউ আর টিভি সিরিজ নিয়ে একটা পোস্টও মনে হয় লিখেছিলাম।



এছাড়া এই এক বছরে অন্যান্য ব্লগারদের যেসব পোস্টে রিফুর নাম এসেছে সেরকম কিছু পোস্টঃ

১. সামহোয়্যারইনব্লগ ডেস্কটপ নোটিফায়ার এর ১ম রিলিজ

২. সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন

৩. চেয়ারম্যানের হালখাতা ও কিছু ব্লগারের কাছে কৃতজ্ঞতা

৪. চেয়ারম্যান'স ব্লগারস অ্যালবাম

৫. আমার দ্বিবর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কিছু কথা

৬. অনন্তের সাফল্যর পেছনে যাদের অবদান ঃ (বাংলার বেকুব গবেষকের ফলাফল ১)

৭. সিনেড্ডা(সিনেমাখোরদের আড্ডা)!!! ছবি ব্লগ

৮. ....... ব্লগার'স ফটোসেশন ........ ১

৯. সিনেমাখোরদের বিশাল আড্ডা!!! পরীক্ষামূলক ছবি ব্লগ-৩



আসলে আমার এত পছন্দের মানুষ আছে, হয়ত আমার অতিপ্রিয় অনেকের নামই বাদ পড়ে যেতে পারে। মনে পড়া মাত্র অ্যাড করা হইবেক। আর নামের বানানে ভুল নাই :P , বানান ভুল মুক্তহস্তে মাফ কৈরা দিয়েন :D









বর্ষপূর্তি পোস্ট প্রায় শেষ। শেষ করার আগে সামুর জানা আপু, আরিল ভাই, শরৎ ভাই সহ সকলকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে যাই। কারন তারা না থাকলে আমরা আজ এই প্লাটফর্মটা পেতাম না, পোস্টে উল্লেখিত কারও সাথেই পরিচয় হত না, অনেক বন্ধু হারাতাম এবং আমার জীবনের অনেক ইতিহাসও বদলে যেত :(। অনেক ধন্যবাদ সামুকে। অনেক ধন্যবাদ... :)

মন্তব্য ১৭৮ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১৭৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৮

জ্বীন কফিল বলেছেন: শুভ বর্ষপুর্তি।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৯

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু জীন ভায়া...

২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪১

আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: আমার নাম কোনো লিস্টে না থাকায় তীব্র প্রতিবাদ জানালাম X( X(
শুভ ব্লগীয় জন্মদিন :D :D

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০১

নোবিতা রিফু বলেছেন: ইসসসস ভাই, আপনের সাথে যদি আর ২টা ঘন্টা আগেও পরিচয় হইত, তাহলেও যেকোনো ভাবে পোস্টে নাম ঢুকাই দিতাম... :|

৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪

িহজলতমাল বলেছেন: happy birthday ...

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০২

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু :)

৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫

জুনিয়র রিফু বলেছেন: বস, আমার নামটা কইলেন না? :#>

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৪

নোবিতা রিফু বলেছেন: যা ফুট... আমি মাল্টিবাজি পছন্দ করি না... /:)










;)

৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৭

পুশকিন বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা :)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৬

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু ভাই...

৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫১

ফারজুল আরেফিন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা আপনাকে।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৭

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... :)

৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫২

দূর্যোধন বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা জানাই,রিফুকে!

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৮

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু .. :)
আমার সব পোস্টেই ক্যামনে ক্যামনে জানি একবার না একবার আপনার নাম চইলা আসে... কাহিনি কি ভাই? :-*

৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫২

রোমান সৈনিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো ব্রো।

ভাই সব পিজ্জা একা না খাইয়া আমাদেরও কিছু পাঠান

আপনার আর ইকরামের খানা দেইখা আমি জেলাস ;)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩২

নোবিতা রিফু বলেছেন: ভাই, আপনের সব নিক পোস্টে ঢুকাইতে গেলে তো দেখি পুরা একখান পোস্ট লাগবে! :-*

৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৩

চাণক্য হিম বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন। প্যাঁপুঁ প্যাঁপুঁ !:#P !:#P !:#P

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৩

নোবিতা রিফু বলেছেন: আমি চিনিয়াছি, এইবার আপনাকে চিনিয়াছি অলয় সাহেব... B-)

১০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০

তামিম ইবনে আমান বলেছেন:
লাস্টের ছবিটা কোথা থেকে তুলেছেন?


শুভেচ্ছা

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৬

নোবিতা রিফু বলেছেন: বারিধারা থেকে তুলেছিলাম সেদিন... :#>

১১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০

আরজু পনি বলেছেন:

১৯:২২:০৬ সেকেন্ড /:)

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো রিফু !:#P

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

নোবিতা রিফু বলেছেন: আমি অঙ্কে কাঁচা, এইগুলান বুঝি না... :(
বলেন তো কত সেকেন্ডে এক কেজি? ;)

১২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০২

গগণজয় বলেছেন: শুভ ব্লগীয় জন্মদি।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪১

নোবিতা রিফু বলেছেন: জন্মদি !! আমি আমার কাকে জন্ম দিলাম ভাই! :-*

১৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০২

অনির্বাণ রায়। বলেছেন: !:#P !:#P !:#P !:#P

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

নোবিতা রিফু বলেছেন: :!> :!> :!> :!> :!>

১৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৩

আমি তানভীর বলেছেন: ডুইব্যা গেছি। একটা লাইফ জ্যাকেট দ্যান পিলিজ /:)

বর্যপূর্তির শুভেচ্ছা থাকল ;)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

নোবিতা রিফু বলেছেন: আপনে তো দেখি এমন গভীরে ডুব দিছেন যে এতো গভীরে নীল তিমি আর অনন্ত জলিল ছাড়া কেউই পৌছাইতে পারতাছে না, কাহিনি কিতা!! :P

১৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৯

নিশাচর গেলমান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা :)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

১৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৪

ইকরাম উল্যাহ বলেছেন: দোয়া করি______________________। ব্ল্যাঙ্ক জায়গায় নিজের ইচ্ছা বসাইয়া নিয়েন। আমার দোয়ার দাম আছে 8-|

রিফুর জন্মদিনে ব্ল্যাঙ্ক দোয়া উপহার দিলাম। :-B

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৪

নোবিতা রিফু বলেছেন: ভাই, আপাতত এই দোয়া দিয়ে দুয়েক দিন চালাই, ৩দিন পর এসে আবার ব্লাঙ্ক দোয়া দিয়ে যাইয়েন... :D

১৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ঢুর! আমি এমুন কোন পরিমান পিজ্জা খাইনা। :( :(
ছোট বলিয়া আমাকে কোক পর্যন্ত কম খাইতে দিত!!
বান্ধবী ব্লগার এর লিস্ট নাই ক্যান?
অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ।

জুনিয়র রিফু বলেছেন: বস, আমার নামটা কইলেন না?

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬

নোবিতা রিফু বলেছেন: এমন মিথাচার ঝাতি মেনে নিবে না, ছোট বলিয়া তুমি কোক আর পিজ্জা উভই যে ডবল বাগিয়েছ, উহা ঝাতি ঝেনে গিয়েছে... /:)

১৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৬

মাক্স বলেছেন: বর্ষফূর্তির শুভচ্ছা।B-)B-)B-)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬

নোবিতা রিফু বলেছেন: অনেক ফেঙ্কু... :-B

১৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৭

যুবায়ের বলেছেন: বর্ষপুর্তিত শুভেচ্ছা রইলো।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৭

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

২০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৮

ফেলুদার চারমিনার বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

পার্টি চাই :)


বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা আর আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৮

নোবিতা রিফু বলেছেন: ৩০ নাম্বার কমেন্টে দেখেন, বিরোধী ভাইকে খুঁজে পাওয়া মাত্রই পার্টি হবে... পাআআআরটিইইইই... !:#P !:#P !:#P !:#P

২১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩১

আহমাদ জাদীদ বলেছেন: ফ্লেক্সি ওয়ালাদের ঝামেলাটা যাক, আপনার কোন পোস্ট যেন খালি না তার বন্দবোস্ত করার চেষ্টা হবে....শুভেচ্ছা......

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০২

নোবিতা রিফু বলেছেন: ফ্লেক্সির সাথে আমার পোস্ট খালি কি সম্পর্ক ভাই বুঝলাম না... :|

২২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪১

রাইয়ান মনসুর বলেছেন: ত্যাল দিয়া তো ভাই পুরা ভাসায়ে ফেললেন... যেই দাম ত্যালের... এত ত্যাল পাইলেন কই??? আমারে নিয়া ১সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা লাগবো মনে হয়...

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৪

নোবিতা রিফু বলেছেন: উখে, কমিটি গঠন করা হইল। ৫ মিনিট পর পর এসে রিপোর্ট জানাইয়া যাবা... আমার হিট বাড়বে... :P

২৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৩

তাসিম বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না, বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না



ট্যাগ পড়ে হাসতেই আছি। আরও অনেক বছর আপনার মজার মজার লেখা চাই। আপনারে অনুসরণে নিলাম। আর হ্যাঁ, পোস্টে লাকি সেভেনের পরে আট নম্বর ভালোলাগা আমার।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৪

নোবিতা রিফু বলেছেন: রিফুর ক্ষেতে স্বাগতম :)

২৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম!!!! :) ভালো থাকুন।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৫

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু ভায়া... :)

২৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৭

গেমার বয় বলেছেন: অসম্ভব দয়ালু :!> :#> :!> =p~ =p~ =p~ =p~

বর্ষপূর্তির শুভেচ্ছা থাকল !!! B-) B-) B-)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৬

নোবিতা রিফু বলেছেন: কেন ভাই? ভুল বলেছি? :|

২৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫১

নোবিতা রিফু বলেছেন: নাআআহ, সবাইরে এত্ত ত্যাল মারলাম, তার পরেও পোস্টে পিলাচ পড়ে না... :(

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১২

নোবিতা রিফু বলেছেন: হ রে ভাই, কথা সইত্য... :(

২৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০১

জাতির নানা বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা, নাতী রিফু !:#P !:#P !:#P !:#P

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৩

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু নানা... :D

২৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩

লিঙ্কনহুসাইন বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা :D :D :D B-)) B-))

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৪

নোবিতা রিফু বলেছেন: আপনার নাম ভুলে বাদ পইড়া গেছে মনে হয়, নেক্সট এডিটে অবশ্যই অ্যাড করুম... :)

২৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৫

জেমস বন্ড বলেছেন: শুভ বর্ষপুর্তি। :)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৪

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

৩০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৬

বিরোধী দল বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P !:#P !:#P


ভাই আপ্নে নাকি স্টার কাবাবে পার্টি দিবেন? :> :> আমারে নাকি অনলাইনে খুজছেন দাওয়াত দেওয়ার জন্য? :#> :#>

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

নোবিতা রিফু বলেছেন: হ ভাই, আপনেরে আমি হারিকেন জালাইয়া খুজতাছি...
সবাই পার্টির জন্য রেডি হইয়া বইয়া আছে, আপনে ট্যাকা দেওয়ার সাথে সাথে স্টার্ট হইবেক... :#)

৩১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

বিরোধী দল বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P !:#P !:#P


ভাই আপ্নে নাকি স্টার কাবাবে পার্টি দিবেন? :> :> আমারে নাকি অনলাইনে খুজছেন দাওয়াত দেওয়ার জন্য? :#> :#>

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

নোবিতা রিফু বলেছেন: হ ভাই, আপনেরে আমি এখনও হারিকেন জালাইয়া খুজতাছি...
সবাই পার্টির জন্য রেডি হইয়া বইয়া আছে, আপনে ট্যাকা দেওয়ার সাথে সাথে স্টার্ট হইবেক... :#)

৩২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৮

ইউসুফ খান বলেছেন: বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
চলতে থাকুক রিফুমিক্স--- !:#P !:#P !:#P

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৭

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... :)

৩৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪১

সিলেটি জামান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্চা ও শুভ কামনা !:#P !:#P !:#P !:#P

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু ভাই... খিতা ভালানি ? :)

৩৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪২

নিওফাইটের রাজ্যে বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। :)

অগ্রিম একটা পেলাচ দিলাম। নিয়মিত পোস্ট না দিলে পেলাচ পাইবেন না X( /:)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২১

নোবিতা রিফু বলেছেন: নিয়মিত প্লাচ দিবেন না, এই ভয়ে নিজেই একখান বানায় ফেললাম... :#)

৩৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৩

সিলেটি জামান বলেছেন: **শুভেচ্ছা

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২২

নোবিতা রিফু বলেছেন: হ হ ভুইচ্চি... :-B

৩৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৪

তাসজিদ বলেছেন:
আমার সবচেয়ে প্রিয় ব্লগারঃ
০১. অনন্ত জলিল [অনন্ত জলিল একমাত্র ব্লগার যিনি একাউন্ট না খুলেই এবং সেইফ না হয়েই আমার সবচেয়ে প্রিয় ব্লগা

=p~ =p~ =p~ =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

নোবিতা রিফু বলেছেন: আবার জিগস...! B-)

৩৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭

কাউসার রুশো বলেছেন: অভিনন্দন রিফু মিয়া :)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু রুশো ভাই মিয়া... :)

৩৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫১

মাহবু১৫৪ বলেছেন: শুভ বর্ষপুর্তি রিফু। !:#P !:#P !:#P !:#P


ভাল থেকো সবসময়

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... :)

৩৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

৪০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৭

নোমান নমি বলেছেন: আমার প্রোফাইল ফটুর প্রশংসা শুইনা মনে হইলো ইশ রিফু যদিনারী হইতো।

যাই হোক।

বর্ষপূর্তির শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

নোবিতা রিফু বলেছেন: বেটার লাক নেক্সট টাইম... :P

৪১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: রিফুর পোস্টে আসলে আমি লেখা না পড়ে আগে ট্যাগ পড়ে একচোট হেসে পরে পোস্ট পড়তে যাই ;)

বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা প্রিয় নোবিতাপু :P

শুভকামনা রইলো।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৭

নোবিতা রিফু বলেছেন: ফাইজলামি বেশি করলে কিন্তু নেক্সট বর্ষপূর্তি পোস্ট থেকে নাম কাটা যাইতে পারে... :-P

৪২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৩

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা :) :)

সারা বছরের ট্যাগ এক পোস্টেই দিয়ে দিলেন =p~ =p~

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না, বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না ;

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৮

নোবিতা রিফু বলেছেন: নারে ভাই, আমি এর অর্ধেক লিখেছিলাম, সামু অটোম্যাটিক আমার ট্যাগ ভালবেসে দ্বিগুন কৈরা দিছে... B-)

৪৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩২

নাফীস কাজী বলেছেন: ১ম বর্ষ ফুর্তির শুভেচ্ছা !! !:#P !:#P !:#P !:#P

আপনার জন্য আপনার প্রিয় ব্লগার এম এ জলিল অনন্ত এর লিংক দিলাম।;)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৯

নোবিতা রিফু বলেছেন: উনারে অচিরে সেইফ করা হউক! শুধু সেইফ না, উনাকে মডু বানায় দেওয়া হউক!! শুধু মডূ না, উনারে ২০ ঘন্টা স্টীকি কৈরা রাখা হউক... :D

৪৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

রায়হান০০৭ বলেছেন: শুভেচ্ছা রইল সাথে ++++++

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩০

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

৪৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নোবিতা রিফু বলেছেন: নাআআহ, সবাইরে এত্ত ত্যাল মারলাম, তার পরেও পোস্টে পিলাচ পড়ে না... :(

মন খারাপ কইরেননা, যাদেরকে ত্যাল মারলেন তারা পিলাচ না দিলেও আমি পিলাচ দিয়া গেলাম :D

বর্ষপূর্তির শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

নোবিতা রিফু বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে, নেক্সট বর্ষপূর্তি পোস্টে আপনার স্থান পাকাপোক্ত কৈরা নিলেন... :D

৪৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

লেখাজোকা শামীম বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু শামীম ভাই... :)

৪৭| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯

স্বাধীকার বলেছেন:
বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন।

ট্যাগটি রেকর্ড হওয়ার মতো স্বাস্থ্যবান। তাই........।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪

নোবিতা রিফু বলেছেন: এইত্ত! ঝাতিরে কনফিউশনে ফেলায় দিলেন! শূন্যস্থানে কি রেখে কি বসাবো এখন! :(

৪৮| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

রবিন মিলফোর্ড বলেছেন:
বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা । :)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু নথি... :)

৪৯| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

মামুণ বলেছেন: :#) :#) :#) :#)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

নোবিতা রিফু বলেছেন: :!> :!> :!> :!>

৫০| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: বাপস! বর্ষপূর্তির পোস্ট এত বড় হবে ভাবি নাই। ভাল্লাগছে। এমনিতেও লাগে। এনিওয়ে শুভ জন্মদিন। কেক নিজেই কিনে খেয়ে নিই। কি বলেন?:P

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯

নোবিতা রিফু বলেছেন: ইয়ে মানে... আমার জন্মদিনের কেক আমাকে না দিয়ে খেলে কেমন জানি দেখায় না...? :#>

৫১| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৮

অনন্ত আরেফিন বলেছেন: ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে? চিন্তার বিষয়!! :) :)

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২১

নোবিতা রিফু বলেছেন: এই চিন্তাতেই তো আমার ঘুম আসতেছে না... :(
বাঘটাঘ দিতে পারে মনে হয়... :-<

৫২| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে, নেক্সট বর্ষপূর্তি পোস্টে আপনার স্থান পাকাপোক্ত কৈরা নিলেন... :D

:D :D :D সেইটা আবার কইতে হয় ;) আমি তো আর আপনেরে এমনি এমনি পিলাচ দেইনাই B-)
আর তাছাড়া আমার পিলাচের একটা দাম আছেনা ;) ;) ;)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

নোবিতা রিফু বলেছেন: আবার জিগস...! ব্লগারদের কাছে পিলাচের দাম হলমার্কের থেইকাও বেশি... :D

৫৩| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৪

হ্যাজাক বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না, বর্ষপূর্তি পোস্ট, জন্মদিনপোস্ট, ধন্যবাদ গ্যাপন পোস্ট, ত্যাল মারা পোস্ট, পিছলা খাইতে পারেন এমন পোস্ট, তেলের দাম সস্তা, ঈদের মৌসুম, অনন্ত জলিল কি কুরবানি দিবে?, পিজ্জাডমিঞ্জ, আমি ভালা পুলা, প্লাস দিয়া যাইয়েন, বেশি প্লাস দিলে বেশি পোস্ট লেখুম, আমার লেখা চুরি হয় ক্যান?, বারভুইয়া, বিল গেটস, সনি এক্সপেরিয়া, রিফু কথন, উলালা, ডোরেমন, ওয়েবক্যাম, রিপজ, ইসুপগুলের ভুশি, নিলখেতের তেহারি, ফু দেওয়ার ম্যাশিন, ল্যাখা পড়া ভালো লাগে না, মন বসে না কাঠালচাঁপার গন্ধে, মডু অফ সিনেমাখোরদের আড্ডা, আমরা জিডা পাই সিডাইতেই লাইক মারি, এতো ট্যাগ লিখে কি হপে মমিন!, অভ্যাস, ট্যাগায়ে সুখ পাই, ওরে পাগলা এবার থাম, না থামুম না, ট্যাগ সাহিত্য, এক্সপেন্ডেবলস ২, জুনিয়র রিফু, মাল্টিবাজি ভালো না, ট্যাগে ইমো দেওয়া যায় না ক্যান:( ?, ডাই হার্ড, এগিয়ে চল রিফু, বসুন্ধরা সিটি, অট্রিয়াম, হাত ব্যাথা না হওয়া পর্যন্ত ট্যাগ দিলাম, টাটা, আবার আইসেন, প্লাস না দিলে খেলুম না ;
প্রকাশ করা হয়েছে: রিফুভিউ বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...



শুভ নিক পয়দা দিবস।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

নোবিতা রিফু বলেছেন: আমার ট্যাগ কপি কৈরা আমারেই উইশ করতাছেন! :P

৫৪| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... :)

৫৫| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাই, আতকা আমার নাম দেইখ্যা যেই চমকান চমকাইসি, আপনে বিশ্বাস করবেন না !! এখনো আমার নিজের বিশ্বাস হইতাসে না, কসম !! খুশী তে কি করুম, বুঝতাসি না !! যাই, আমার কিপটা কলিগ গো চা বিড়ী খাওয়াইয়া আসি !!!


রিফু ভাই, অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

নোবিতা রিফু বলেছেন: বাহ! এইডা কি হইল! খুশি হইলেন আমার উপ্রে, আর চা খাওয়াইতেছেন কলিগদের?!! :(

৫৬| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: পিলাচ টা অসাম হইসে। ঔ পিলাচরে প্লাস :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৮

নোবিতা রিফু বলেছেন: ইঙ্কস্কেপ থেইকা ফটূসপ কত্তু সহজ... :-B

৫৭| ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন.....অনেক অনেক......

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৮

নোবিতা রিফু বলেছেন: আপনাকেও অনেক অনেক থেঙ্কু... :)

৫৮| ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো। ব্লগজীবন দীর্ঘ এবং সুন্দর হোক।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৯

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু হামা ভাই... :)

৫৯| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫০

আমি ইহতিব বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা। শুভ ব্লগিং।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

নোবিতা রিফু বলেছেন: অনেক ধন্যবাদ আপনি ইহতিব... :)

৬০| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ভাইজান। :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

নোবিতা রিফু বলেছেন: অনেক ধন্যবাদ জনৈক আরমান... :)

৬১| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৪

শ।মসীর বলেছেন: শুভেচ্ছা

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু

৬২| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৯

চাণক্য হিম বলেছেন: চিনলেন ক্যামনে? /:)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩২

নোবিতা রিফু বলেছেন: মু হু হা হাহ হা... B-))

৬৩| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৭

অ্যানোনিমাস বলেছেন: ২৬নং :)


অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইলো!!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪

নোবিতা রিফু বলেছেন: হায় হায়, আপনার প্রোফাইল পিক দেখে অনেক কষ্টে আপনাকে চিনলাম... নিকের প্লাস্টিক সার্জারি করালেন নাকি? :-*

৬৪| ১১ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

বড় বিলাই বলেছেন: শুভ বর্ষপূর্তি। :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

নোবিতা রিফু বলেছেন: হালুম... :)

৬৫| ১১ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

বাদ দেন বলেছেন: ব্লগ জীবন অশান্তিময় হোক

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৬

নোবিতা রিফু বলেছেন: আপনে বাদ দেন... :P

৬৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২

আর.হক বলেছেন: শুভকামনা নিরন্তর

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৬

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

৬৭| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২১

অপরাজিতার কথা বলেছেন:
প্রথমেই শুভেচ্ছা বর্ষপূর্তির ।দোয়া করি যেন এভাবেই বছরের পর বছর তোমার লেখা দিয়ে সকলকে এন্টারটেইন করে যেতে পার।জানো তো,"ব্লগ স্রেফ তিন চিজোসে চলতি হ্যায়,এন্টারটেইনমেন্ট,এন্টারটেইনমেন্ট অর এন্টারটেইনমেন্ট!অর তুম এন্টারটেইনমেন্ট হো!!" ;) =p~ =p~ :D :D :D :P :P

এবার বলি,অনেকদিন পর ব্লগে ঢুকেই একটা বিশাল সারপ্রাইজ!! অফকোর্স প্লেজেন্ট ওয়ান!! যাদের কমেন্ট না পেলে মিস কর তাদের লিস্টের প্রথম নামটাই আমার??!!বিশ্বাস হচ্ছিল না!খুব ভালো লাগছে,আর ধন্যবাদও মনে রাখার জন্য।তবে সত্যি বলতে ব্লগে যাদের লেখা খুব আগ্রহসহকারে পড়ি তাদের মধ্যে একজন হলে তুমি আর অন‍্যজন ইমন জুবায়ের।

তোমাকে একটি কথাই বলি,তুমি আজ যে অবস্থানে আছো,যতটা জনপ্রিয়তা আজ তোমার,তার পেছনের কারনটা তুমি নিজেই।তোমার যোগ্যতাই আজ তোমাকে এত জনপ্রিয় করেছে।রচনা লেখা যত না কঠিন তার চেয়ে বেশি কঠিন রম্য রচনা লেখা।তার চেয়েও কঠিন পাঠককে তা দিয়ে এন্টারটেইন করা।আর তুমি সেই কঠিন কাজটি খুব সহজ ভাবেই করেছ।আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো মজার মজার রম্য রচনা পাব তোমার কাছ থেকে।

শুভ কামনা রইল।

(এইবার এতদিনের না পড়া পোস্টগুলি পড়ি। :) )

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৮

নোবিতা রিফু বলেছেন: আপনার কমেন্ট পড়ে বিশাল লেভেলের অনুপ্রেরণা পেয়ে গেলাম! যাই নয়া পোস্ট লিখতে বসি... এই মাসেই আরেক্ষান পোস্ট দিমু... :-B

৬৮| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৮

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু ভায়া

৬৯| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২৭

মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন। রম্যে আপনি সামুর বিখ্যাত দের একজন!! শুভকামনা রইল। :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৯

নোবিতা রিফু বলেছেন: বাচ্চা কাচ্চাদের ক্যান লজ্জা দেন? দেখেন না আমি লাল হইয়া যাইতেছি...!
:#> :#> :!> :#> :#> :!> :#> :#> :!> :#> :#> :!> :#> :#> :!>

৭০| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

সাকিন উল আলম ইভান বলেছেন: অভিনন্দন রিফু কে।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪০

নোবিতা রিফু বলেছেন: ক্যান ভাই? আমার পুলা মাইয়া হওনের তো অনেক বাকি...! :(

৭১| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪০

রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা নোবিতা

হ্যাপি ব্লগিং :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৯

নোবিতা রিফু বলেছেন: অনেক থেঙ্কু রেজোওয়ানা আপু... :)
[অন্তত বর্ষপূর্তি উপলক্ষে আমার নামটা ঠিক করে বলছেন :D]

৭২| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২০

আহমাদ জাদীদ বলেছেন: ফ্লেক্সি না হলে নেট চালাতে পারুম না......আর আপনি কইছেন আমার কমেন্ট না হলে নাকি আপনার পোস্ট খালি থাকে............এখন অঙ্ক মিলান...... B-)) B-)) B-))

২০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৫

নোবিতা রিফু বলেছেন: এইবার বুঝলাম :) আমি ভাই অঙ্কে অনেক কাঁচা, তাই মিলাইতে এতো দেরি হইল... :(

৭৩| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৯

তাহিতি তাবাসুম বলেছেন: ওয়াচে থাকা অবস্থায় আপনার পোস্ট পড়েছিলাম,লগইন করি না,তাই কমেন্ট করা হয় না।হাসানোর অনেক ধন্যবাদ এবং বর্ষপূর্তির শুভেচ্ছা ।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৬

নোবিতা রিফু বলেছেন: অনেক থেঙ্কু তাহিতি...

৭৪| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:৫০

নাফিজ মুনতাসির বলেছেন: বদ দোয়া দিয়া গেলাম ভাগিনা B-) B-)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫১

নোবিতা রিফু বলেছেন: দোয়া করছেন এতেই চলব, এইবার খাওয়ান :P

৭৫| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:২৪

সরকার৮৪ বলেছেন: আমার সবচেয়ে প্রিয় ব্লগারঃ
০১. অনন্ত জলিল [অনন্ত জলিল একমাত্র ব্লগার যিনি একাউন্ট না খুলেই এবং সেইফ না হয়েই আমার সবচেয়ে প্রিয় ব্লগার


=p~ =p~


বর্ষপূর্তির শুভেচ্ছা :)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

নোবিতা রিফু বলেছেন: অনেক থেঙ্কু

৭৬| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫০

রুন বলেছেন: বেশকিছু দিন ব্লগে আসিনি । তাই পোস্ট টা মিস করে গেছি । যাকগে, নবিতা রিফু নিকের বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা ।
তবে নিকের পয়দা দিবস পালন করলেন আর পোলাপাইনরে কেকাইলেন না (মানে কেক খাওয়াইলেন না),খালি নিজেই খাইলেন, এইটা কেমন কথা । তাই এখনি একটা বিলম্বিত কেকানো পোস্ট পোষ্টায় ফালান ;)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

নোবিতা রিফু বলেছেন: যান, বাড়ি যাওয়ার আগে একখান পোস্ট দিয়াই যামু ইনশাল্লাহ :D

৭৭| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩১

আমি তুমি আমরা বলেছেন: র্বষপূর্তির লেট অভিনন্দন আর ঈদের আগাম শুভেচ্ছা :)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

নোবিতা রিফু বলেছেন: অনেক থেঙ্কু

৭৮| ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২০

জাহিদ হাসান বলেছেন: এছাড়া যাদের কমেন্ট না পেলে আমার পোস্ট খালি খালি থাকেঃ
১.অপরাজিতার কথা
২.তাশা
৩.জাহিদ হাসান

রিফু ভাইয়া এটা আমি নাকি ? !:#P !:#P !:#P

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০০

নোবিতা রিফু বলেছেন: নাহ! এইডা আরমান ভাইয়ের নাম :P

৭৯| ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২১

জাহিদ হাসান বলেছেন: রিফু ভাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা । :)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০১

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... থেঙ্কু... B-)

৮০| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১০

জেনারেশন সুপারস্টার বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৪

নোবিতা রিফু বলেছেন: ওবামার ছবিটা তো চ্রম হইছে, পাইলেন কই?

৮১| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১৮

সালমাহ্যাপী বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P !:#P

অটঃ কেন জানি মনে হয় আপনারে কই জানি দেখছি!! কেন একম মনে হচ্ছে বুঝতেসিনা :|

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৪

নোবিতা রিফু বলেছেন: কেনু? আমি কি ভুত নাকি যে দেখা যাবে না! :P

৮২| ২১ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:৪৭

তন্ময়০১৩ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P


আহারে কেও একটু খবরও লয় না !!! /:)


হ্যাপি ব্লগিং B-) B-)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু... :)

৮৩| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:০১

জেনারেশন সুপারস্টার বলেছেন: কোন এক আমেরিকানের ফেইসবুকে B-)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৯

নোবিতা রিফু বলেছেন: B-)) B-))

৮৪| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

সুদীপ্ত কর বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। :)

২৬ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৮

নোবিতা রিফু বলেছেন: থেঙ্কু...

৮৫| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

মহাজাগতিক পাগল বলেছেন: :(( বর্ষ পূর্তির শুভেচ্ছা , B:-/

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৪

নোবিতা রিফু বলেছেন: শুকনা মুখে কইলে হইব ব্যাটা? খাওয়াইবা কখন? /:)

৮৬| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৬

নিনিতা নাতানিয়েল বলেছেন: পোষ্ট ভালো লাগায় আপনাকে এই রেল গাড়িটা গিফট করলাম

++++++++++++++++++++++++++++++++++++++++++

আশা করি আপনার আগামী বর্ষপূর্তি পোস্টে আমার নামটাও থাকবে।

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৯

নোবিতা রিফু বলেছেন: বাকি পোস্টগুলাতেও রেলগাড়ি সাপ্লাই দিয়া আসেন, নাম থাকার ব্যাপারটা আমি দেখতাছি... :P

৮৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

প্রিন্স হেক্টর বলেছেন: আগে জানতাম আপনি বিখ্যাত ব্লগার, বিশ্বাস করি নাই। আপনার ট্যাগ লিখার ক্ষমতা দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি :D :D :D :D :D



পারেনও বটে :P :P :P

১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

নোবিতা রিফু বলেছেন: বিখ্যাত নাকি ট্যাগখ্যাত... ;)

৮৮| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: এছাড়া যাদের কমেন্ট না পেলে আমার পোস্ট খালি খালি থাকে!

হঠাৎ কইরা অপ্রত্যাশিত ভাবে আমার নাম দেখে বত্রিশ দাঁত বাইর হই গেছে! :D

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩

নোবিতা রিফু বলেছেন: হ, এতদিন আপনে না আসায় আমার ৩২ দাতের হাসি কমপ্লিট হইতাছিল না, এখন আমি হাসুম... :#)

৮৯| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

নোবিতা রিফু বলেছেন: ইয়ো... B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.