![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন কিশোর। কিছু লেখার উদ্দেশ্যেই অাসা এখানে। মুলত প্লাটফর্ম ফেসবুক। অাইডিঃ https://m.facebook.com/profile.php?refid=12
অফিসের জন্য বাড়ি থেকে দূরে
থাকে সিয়াম
ছুটিতে বাড়ি ফিরছে ও...।
অনেকটা পথ প্রায় ৬ ঘন্টার।
সিয়ামের পরিবারে আছে ওর ছোট
বোন অার ওর মা-বাবা।
সবইকে অনেক ভালবাসে ও। কিন্তু
কাজের জন্য পরিবারের সাথে সময়
কাটাতে পারেনা।
তাই প্রায় ২০ দিনের মত ছুটি নিয়েছে
সিয়াম।
.
বাড়ি আসার অাগে ছোট বোনের জন্য
একটা সুন্দর পুতুল
নিল ও। ওর বোন অনেক অাগে থেকেই
বায়না করত।
আর সিয়াম নানা অজুহাত দেখাতো।
কিন্তু আজ অার বাহানা না।
আর সবার জন্যই জামা কাপড় নিল।
.
বাড়ি ফেরার জন্য বাসে গিয়ে বসল।
বাস চলছে।
সিয়াম ভাবছে কত তাড়াতাড়ি
বাড়ি ফেরা যায়।
হঠাৎই ফোনটা বেজে উঠল সিয়ামের।
বাড়ির নম্বর থেকে ফোনটা এসেছে।
ফোনটা ধরল সিয়াম।
-হ্যালো ভাইয়া..
-হুম..
-কি কর ভাইয়া??
-ভাবছি..
-কি ভাবছ ভাইয়া??
-ভাবছি আমার ময়নাটা ফোন করল কেন?
-ভাইয়া কখন অাসবা তুমি..?
-এইতো আপুটা বাসে বসে আছি..
-ভাইয়া তুমি শেভ করছ তো??
-কেন??
-না করলে কিন্তু মিষ্টি দিবনা..
-করিনি তো..এখন কি হবে..
-উমম...জানিনাতো। ভাইয়া আমার জন্য
কি আনবা?
-কি অাবার, কিছুই না..
-তুমি খুব পচাঁ।কথা নাই তোমার সাথে..
হুহ।
.
ফোনটা কেটে গেল..
সিয়ােমর মুখে একটা হাসির রেখা
দেখা গেল।
ছোট বোনটার কথা ভাবতে লাগল..
পিচ্চি টা খুব ভালবাসে সিয়ামকে।
ইচ্ছে করেই রাগিয়ে দিল সিয়াম
ওকে।
.
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল
সিয়াম...বাস কন্ট্রাক্টটারের
কথায় ঘুম ভাঙল ওর।
দুপুরে খাওয়ার জন্য বাস স্টপে অাছে।
রেস্টুরেন্ট এ গিয়ে দুপুরের খাওয়ার টা
সেরে নিল সিয়াম।
.
ওর মা ফোন করেছে....
-হ্যা মা বল...
-কতক্ষন লাগবে অাসতে আর..
-এইতো মা আর ২ ঘন্টার মধ্যেই চলে
অাসব..
-দুপুরে খেয়েছিস?
-হ্যাঁ মা.. তুমি, অার সবাই??
-হ্যাঁ বাবা সবাই খেয়েছে। অাচ্ছা
সাবধানে আসিস
-আচ্ছা রাখি।
বাসে বসে সবার কথা ভাবছিল
সিয়াম। সবাই কত ভালবাসে ওকে। কত
কেয়ার করে ওর।
ঘন্টা দুয়েক পর
বাস এসে থামল।
ওর বাবা ওকে নেওয়ার জন্য এসেছে।
-তোর অাসতে কোনো অসুবিধা
হয়নিতো??
-না আব্বু..
-চল বাসায় সবাই অপেক্ষা করছে..
.
সিয়াম বাসায় চলে অাসল।
মায়ের সাথে কথা বলে ওর রুমে চলে
গেল।
ফ্রেশ হয়ে নিল।
তারপর মা-বাবার জন্য অানা জামা-
কাপড় দিয়ে রুমে ফিরে শুয়ে পড়ল।
.
-ওই ভাইয়া
-আরে পরীটা যে.. কি হল
-ভাইয়া তুমি অামার আমার জন্য কিচ্ছু
অানলে না কেন (কাঁদ কাঁদ হয়ে)??
.
সিয়াম ব্যাগ থেকে পুতুলটা বের করল।
-এটা যেন কে চেয়েছিল??
-ভাইয়া এটা অামার??
-হুম.. খুশিতো??
-খুব... কি হল ভাইয়া দাও না কেন?
-আগে মিষ্টি তারপর..
-আচ্ছা..
তারপর পিচ্চিটা পুতুলটা নিয়েই
দৌড়..।
.
সিয়াম খুব ক্লান্ত ছিল। তাই ঘুমিয়ে
পড়ল।
সন্ধ্যার দিকে বাইরে গিয়ে বন্ধুদের
সাথে দেখা করল।
অনেক্ষন গল্প করে বাসায় ফিরল।
সিয়ামের মা খাওয়ার জন্য ডাকল।
খেতে বসে সিয়াম দেখল সব ওর পছন্দের
খাবার।
তৃপ্তি সহকারে খেল।
.
সিয়াম শুয়ে শুয়ে ভাবতে লাগল যে ,
সে খুব ভাগ্যবান।
কারন সে তার অাপনজনদের সাথে
অাছে.....
.
টাইটেলঃঅাপনজন
লিখাঃ রিশান মাহমুদ রোহান
©somewhere in net ltd.