![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন কিশোর। কিছু লেখার উদ্দেশ্যেই অাসা এখানে। মুলত প্লাটফর্ম ফেসবুক। অাইডিঃ https://m.facebook.com/profile.php?refid=12
প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে মেয়েটি বলে উঠলো,
''ভালবাসি,ভালবাসি,ভালবাসি।''
অার তার সঙ্গী হলো দু ফোটা অশ্রু!
পারতাম বলতে, 'অামিও ভালোবাসি। সবটুকু জুড়ে!'
পারিনি। গুটিয়ে নিয়েছি নিজেকে। পালিয়ে এসেছি।হ্যাঁ, পালিয়ে এসেছি অাবেগ অার ভালোবাসা নামক অনুভূতির কাছে থেকে!
এক দিনের অতিথিদের ভালোবাসার কোনো অধিকার নেই। অধিকার নেই ভালোবাসা পাবার।অধিকার নেই কাওকে নিজের মোহে অাটকে রাখার।
শুধু অধিকার অাছে নীরবে, নিঃশব্দে চোখের পানি বিসর্জন দেয়ার। অধিকার অাছে অাধারে হারিয়ে যাওয়ার।
কি জানি, এই নিষ্ঠুর পৃথিবী কবে সে অধিকারও কেড়ে নেয়।
চলে যাচ্ছে মেয়েটি! সব অাবছা, অাধোছায়া দেখা যাচ্ছে। পারিনি, অামি পারিনি মেয়েটিকে অাটকাতে।যাওয়ার সময় চলে এসেছে!
অনেক....অনেক দুরে..........অনেক দুরে যাওয়ার...!!!
-রিশান মাহমুদ রোহান
©somewhere in net ltd.