![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন কিশোর। কিছু লেখার উদ্দেশ্যেই অাসা এখানে। মুলত প্লাটফর্ম ফেসবুক। অাইডিঃ https://m.facebook.com/profile.php?refid=12
ভালবাসতে হবেনা,
শুধু মুচকি হাসি দিয়ে কথা বলো ।
ভালবাসি বলতে হবেনা,
শুধু যাওয়ার সময় একবার বলো;
সাবধানে থেকো ।
পাশে থাকতে হবেনা,
শুধু দূরে থেকেই খবর নিয়ো;
কেমন আছি?
হাত ধরতে হবেনা,
শুধু মাঝে মাঝে দেখো
শরীরে জ্বর আছে কিনা?
মোবাইলে শতবার কল দিতে হবেনা,
শুধু দুইবার অথবা একবার ফোন দিয়ে,
জিজ্ঞেস করো খেয়েছি কিনা?
মিষ্টি মিষ্টি কথা বলতে হবেনা,
শুধু মাঝে মাঝে দুষ্টুমির ঝগড়া করো ।
ভালবাসি বলে জড়িয়ে ধরতে হবেনা,
শুধু ক্লান্ত হলে যেন পড়ে না যাই;
সেদিকে খেয়াল রেখো।
তোমায় কিছুই করতে হবেনা,
শুধু আমায় ভালবাসতে দিয়ো;
বাধা দিয়োনা!
---রিশান মাহমুদ রোহান
২| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
রিশান মাহমুদ রোহান বলেছেন: হুম ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো হইছে।