নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের জীবনে একটা ভুল ধারনা/কুসংস্কার হল, লোকে কি বলবে? যদি আমি নিজের মতো কিছু করি।

২৪ শে মে, ২০১৯ রাত ১০:১১




আমাদের জীবনে একটা ভুল ধারনা/কুসংস্কার হল, লোকে কি বলবে? যদি আমি নিজের মতো কিছু করি।
_=============
আমরা জীবনের শুরুতেই একটা শিক্ষা পেয়ে থাকি, আমাদের মুরুব্বীরা দিয়ে থাকে, আমাদের পরিবেশ দেয়, আমরা নিজে থেকেই গ্রহন করে নিই।
#আমি উমুক কাজটা করলে ভালো হবে তো? আচ্ছা লোকে কি বলবে?
জন্মের পর থেকেই একটা শিশুকে শিক্ষা দেয়া হয় এই আজব কুসংস্কারটি।
১) বাবা সন্তানকে বলে বাবু ভালো করে পড়া লেখা করে ডাক্তার হতে হবে। নয়তো মানুষকে কি করে বলবো, আমার খোকা ভালো?
পড়া লেখা কর।
২)স্কুলে ভালো নাম্বার না পেলে /রোল প্রথম না হলে বাবা মা বলে, ছি। এমন রেজাল্ট মানুষকে মুখ দেখানো যাবেনা। লোকে কি বলবে?
৩)এস এস সি তে গোল্ডেন না পেলে সবাই কি বলবে? ভালো কলেজে ভর্তি না হতে পারলে কি বলবে? লোকের সামনে মান সম্মান থাকবেতো?

৪)ভালো কলেজ/ভার্সিটিতে ভর্তি হতে না পারলে, মানুষ কি বলবে?অবশেষে পড়া লেখা শেষ। চাকরি না পেলে মানুষ কি বলবে? সরকারি চাকরি না পেলে মানুষ কি বলবে?আরো নানান কথা।
৫)আরে তুমি ব্যবসা করতে চাও? ছি ছি ছি
।পড়া লেখা করে ব্যবসা করলে লোকে কি বলবে?
লোকে বলবে তুমি ভালো করনি, লেখাপড়া তে তাই ব্যবসা করছ। তোমার চাকরির যোগ্যতা নাই।
#সেই একটা প্রশ্ন কানে লাগে, মনে লাগে লোকে কি বলবে?
#আসলে এই এতো বছর, এতো সময় কাটে লোকে কিছুই বলেনা। তুমি হাসপাতালে রোগ নিয়ে ভর্তি হও।
তুমি অভাবে ভোগে অসহায় হও। তুমি নানান জটিল বিপদের সম্মুখীন হও। কোথায় সেই বিপদের দিনে তো লোকে কিছু বলেনা?সেই লোক গুলো কোথায় যায় তখন? এরা কারা যারা তোমাকে সারাদিন পর্যবেক্ষন করছে বলে তুমি ভাবো।নিজের কাজ রেখে কে তোমাকে দেখে?আসলে তুমি যে ভাবো, লোকে তোমাকে নিয়ে ভাবে। বা তুমি ভুল করছ নাকি সঠিক এটা লোকে দেখে। এই ভাবনাটাই ভুল। যদি সঠিক হতো, তাহলে তোমার বিপদের দিনেও কেউ না কেউ আসতো।কোথায় কেউ তো আসেনা।আসলে এতো যুগ ধরে তুমি একটা ভুল ভাবনাতে বেঁচে আছ।লোকে তোমাকে কি বলবে।এই ধারনাটাই ছিলো ভুল। তুমি একটা কুসংস্কার এতোদিন লালন করেছো নিজের অন্তরে।
লোকে নিজের জীবনের এতো জামেলা নিয়েই
তাল পায়না। তোমাকে পর্যবেক্ষন করার সময় কোথায় তাদের?যদি থাকতোই তাহলে তোমার সব সময়ের সাথে থাকতো। লোকে কি বলবে? লোকে কিছুই বলেনি।কোনদিন বলবেও না।
তারা কিছুই বলেনা। তাদের এতো সময় নেই তোমাকে নিয়ে ভাবনার। তারা কাউকে নিয়েই ভাবেনা। তারা শুধু খোঁচা দিতে জানে। জানে গিবত করতে। লোকে কিছুই বলেনা। ভালো কথাতো বলেইনা।তাই লোকের মুখে না তাকিয়ে সেটা কর। যেটা তুমি পারবে। যে কাজ তোমার কাছে ভালো মনে হয়।লোকে কোনদিন তোমাকে বলেনি। তুমি নিজেই ভুল ভাবনাতে ছিলে এতদিন। তাই আজ থেকেই সেই ভুল ভাবনা মন থেকে ফেলে দাও।মন থেকে এই ভাবনা /কুসংস্কার ডিলেট করে দাও।লোকে তোমাকে কি বলবে। আবারো বলছি লোকে কিছুই বলবেনা।
তারা নিজের জামেলা নিজেরাই মিটাতে পারেনা।তোমাকে কি বলবে?লোকে নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাদের আসলে সময় নেই কাউকে নিয়ে ভাবার বা তারা ভাবতে চায়না।
তারা কারো বিপদ নিজের কাধে নিতে আগ্রহী না।তাহলে তুমি যে মনে কর, লোকে কি বলবে? আসলে তোমার ধারনা একেবারেই ভিত্তিহীন ও অমূলক। লোকে তোমাকে কিছুই বলবেনা। তারা তোমাকে নিয়ে চিন্তাও করেনা।অথচ তুমি সারাজীবন এই দুশ্চিন্তা করেছ, এই ভাবনাতে সময় নষ্ট করেছ, লোকে কি বলবে?আমি চিন্তা করে দেখলাম। বিশেষ করে ঢাকা, সহ বড় শহর গুলোতে এর উপস্থিতি প্রকট। আসলে আমরা এমন একটি বিষয়ে ভয়ের বস্তু বানিয়ে তুলেছি। যার কোন অস্তিত্ব দুনিয়াতে নাই।লোকে কি বলবে? আমিও ভাবতাম।এক সময় ভেবে দেখলাম লোকে কি আসলেই কিছু বলে?উত্তর পেয়ে গেলাম, না, তারা কিছুই বলেনা। কিছু লোক বিয়ে বাড়িতে বেশি খেতে লজ্জা পায়। ভাবে কেউ দেখছে। বিশেষ করে মেয়েরা। একদিন আমিই চিন্তা করলাম দেখিতো সামনের যে আছে কেউ কাউকে দেখে কি না? আসলে এটা বোকামি । কেউ দেখেনা।কারো দেখার সময় কোথায়?সবাই খাওয়ার তালে মশগুল। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
আমার এলাকায় এক ছেলে মারা গেলো। বাসায় উঠার পথে। কেউ জানেনা কি হয়েছে। অথচ এলাকার মানুষ।
বুঝলাম কেউ দেখেনা।কেউ কিছুই জানেনা, তারা জানতে চায়না। তাহলে তুমি কি করছ, সেটা কি কাজ, না চাকরি, সেটা তাদের কি আসে যায়।
আসলে ভয়টা আমাদের নিজের তৈরি করা, ঠিক যেমন মরিচীকার মতো। নাই তবু ভয়।ভুতের ভয় যেমন হয়। ভুত নাই। তারপরেও অন্ধকার পথে আমার ভয় লাগে।কেন? কারন ভয়টা মনের ভিতরে প্রবেশ করে আছে।লোকে কি বলবে? এই ভয়টাও আমাদের মনে প্রবেশ করেছে ভুতের মতোই,। লোকে আসলে কিছুই ভাববে না আমি কি করলাম, কি করছি , কি খাই।আমি কি লেখা পড়া করে সরকারি চাকরি করলাম নাকি বেসরকারি নাকি কোন দোকানে পণ্য বিক্রেতা। তারা কিছু বলেও না।এসব দেখার সময় তাদের নাই। আমরাই ভয়ে থাকি।অদৃশ্য এক ভয়। ভুতের মতই ভয় এটা। আমাদের সমাজের সব মানুষকে শেষ করে দিলো এই ভয়টি।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৯ রাত ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কে কি বলে তা শুনে বসে থাকলে হবে না, নিজের কাজটুকু করে যেতে হবে !

কেননা দিন শেষে আমি, কেবল আমিই......

অনেক দিন পরে পোস্ট আপনার লেখা পেলাম !

২৪ শে মে, ২০১৯ রাত ১০:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই। আমিও এই বিষয়টা খুব। বিশ্বাস করি। দিন শেষে নিজের খোজ খবর নিজেকেই নিতে হয়। মানুষ কি করলো, কি বলল।আমি দেখিনা। আমি নিজের ভুল ঠিক করে নিজেই ভালো হতে চাই। নিনে ভালো তো জগত ভালো

২৪ শে মে, ২০১৯ রাত ১০:২৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি অনেক দিন পর আসলাম। কারন সাইটে প্রবেশ করতে সমস্যা হয়। আবার আমারো প্রবেশ করা হয়ে উঠেনি। তাই

২| ২৪ শে মে, ২০১৯ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: কি হলো? প্রায় দুমাস কোথায় ছিলেন? আগে সেটাই বলুন। পরে পোস্ট পড়বো।

২৪ শে মে, ২০১৯ রাত ১০:৫৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি অনেকদিন পর। আপনি ভালো আছেন? । সাইটে প্রবেশ করতে পারিনি। তারপর আর অন্য মাধ্যমে চেষ্টা করা হয়নি। তারপর আজ চিন্তা করলাম প্রাইভেট ব্রাউজার ব্যবহার করে দেখি।

২৪ শে মে, ২০১৯ রাত ১০:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেকদিন পরেও আজ দেখতে পাচ্ছি। আমি অন্য কারো লেখাতে মন্তব্য করতে পারবো না। ব্যান করা। অদ্ভুত বিষয়

৩| ২৪ শে মে, ২০১৯ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং ব্যাপার, জীবনে প্টথমবার শুনলাম।

২৪ শে মে, ২০১৯ রাত ১১:৫২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ, আপনাকে অনেকদিন পর পেয়ে


যে বিষয়টি নিয়ে লিখলাম। আমি চিন্তা করে দেখলাম। বিশেষ করে ঢাকা, সহ বড় শহর গুলোতে এর উপস্থিতি প্রকট। আসলে আমরা এমন একটি বিষয়ে ভয়ের বস্তু বানিয়ে তুলেছি। যার কোন অস্তিত্ব দুনিয়াতে নাই।

লোকে কি বলবে? আমিও ভাবতাম। এক সময় ভেবে দেখলাম লোকে কি আসলেই কিছু বলে? না

কিছু লোক বিয়ে বাড়িতে বেশি খেতে লজ্জা পায়। ভাবে কেউ দেখছে। বিশেষ করে মেয়েরা। একদিন আমিই চিন্তা করলাম দেখিতো
সামনের যে আছে কেউ কাউকে দেখে কি না? আসলে এটা বোকামি । কেউ দেখেনা।

আমার এলাকায় এক ছেলে মারা গেলো। বাসায় উঠার পথে। কেউ জানেনা কি হয়েছে
।।
বুঝলাম। কেউ দেখেনা

।আসলে ভয়টা আমাদের নিজের তৈরি করা, ঠিক যেন মরিচীকার মতো। নাই তবু ভয়।
ভুতের ভয় যেমন হয়। ভুত নাই। তারপরেও অন্ধকার পথে আমার ভয় লাগে।
কেন? কারন ভয়টা মনের ভিতরে প্রবেশ করে আছে


।লোকে আসলে কিছুই ভাববে না আমি কি করলাম, কি করছি , কি খাই। তারা কিছু বলেও না। আমরাই ভয়ে থাকি।
অদৃশ্য এক ভয়। ভুতের মতই ভয় এটা।

৪| ২৪ শে মে, ২০১৯ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:




ইন্টারেষ্টিং ব্যাপার, জীবনে প্রথমবার শুনলাম।

৫| ২৫ শে মে, ২০১৯ রাত ১২:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের জীবনে একটা ভুল ধারনা/কুসংস্কার হল, লোকে কি বলবে? যদি আমি নিজের মতো কিছু করি।
_=============
আমরা জীবনের শুরুতেই একটা শিক্ষা পেয়ে থাকি, আমাদের মুরুব্বীরা দিয়ে থাকে, আমাদের পরিবেশ দেয়, আমরা নিজে থেকেই গ্রহন করে নিই।
#আমি উমুক কাজটা করলে ভালো হবে তো? আচ্ছা লোকে কি বলবে?
জন্মের পর থেকেই একটা শিশুকে শিক্ষা দেয়া হয় এই আজব কুসংস্কারটি।
১) বাবা সন্তানকে বলে বাবু ভালো করে পড়া লেখা করে ডাক্তার হতে হবে। নয়তো মানুষকে কি করে বলবো, আমার খোকা ভালো?
পড়া লেখা কর।
২)স্কুলে ভালো নাম্বার না পেলে /রোল প্রথম না হলে বাবা মা বলে, ছি। এমন রেজাল্ট মানুষকে মুখ দেখানো যাবেনা। লোকে কি বলবে?
৩)এস এস সি তে গোল্ডেন না পেলে সবাই কি বলবে? ভালো কলেজে ভর্তি না হতে পারলে কি বলবে? লোকের সামনে মান সম্মান থাকবেতো?

৪)ভালো কলেজ/ভার্সিটিতে ভর্তি হতে না পারলে, মানুষ কি বলবে?অবশেষে পড়া লেখা শেষ। চাকরি না পেলে মানুষ কি বলবে? সরকারি চাকরি না পেলে মানুষ কি বলবে?আরো নানান কথা।
৫)আরে তুমি ব্যবসা করতে চাও? ছি ছি ছি
।পড়া লেখা করে ব্যবসা করলে লোকে কি বলবে?
লোকে বলবে তুমি ভালো করনি, লেখাপড়া তে তাই ব্যবসা করছ। তোমার চাকরির যোগ্যতা নাই।
#সেই একটা প্রশ্ন কানে লাগে, মনে লাগে লোকে কি বলবে?
#আসলে এই এতো বছর, এতো সময় কাটে লোকে কিছুই বলেনা। তুমি হাসপাতালে রোগ নিয়ে ভর্তি হও।
তুমি অভাবে ভোগে অসহায় হও। তুমি নানান জটিল বিপদের সম্মুখীন হও। কোথায় সেই বিপদের দিনে তো লোকে কিছু বলেনা?সেই লোক গুলো কোথায় যায় তখন? এরা কারা যারা তোমাকে সারাদিন পর্যবেক্ষন করছে বলে তুমি ভাবো।নিজের কাজ রেখে কে তোমাকে দেখে?আসলে তুমি যে ভাবো, লোকে তোমাকে নিয়ে ভাবে। বা তুমি ভুল করছ নাকি সঠিক এটা লোকে দেখে। এই ভাবনাটাই ভুল। যদি সঠিক হতো, তাহলে তোমার বিপদের দিনেও কেউ না কেউ আসতো।কোথায় কেউ তো আসেনা।আসলে এতো যুগ ধরে তুমি একটা ভুল ভাবনাতে বেঁচে আছ।লোকে তোমাকে কি বলবে।এই ধারনাটাই ছিলো ভুল। তুমি একটা কুসংস্কার এতোদিন লালন করেছো নিজের অন্তরে।
লোকে নিজের জীবনের এতো জামেলা নিয়েই
তাল পায়না। তোমাকে পর্যবেক্ষন করার সময় কোথায় তাদের?যদি থাকতোই তাহলে তোমার সব সময়ের সাথে থাকতো। লোকে কি বলবে? লোকে কিছুই বলেনি।কোনদিন বলবেও না।
তারা কিছুই বলেনা। তাদের এতো সময় নেই তোমাকে নিয়ে ভাবনার। তারা কাউকে নিয়েই ভাবেনা। তারা শুধু খোঁচা দিতে জানে। জানে গিবত করতে। লোকে কিছুই বলেনা। ভালো কথাতো বলেইনা।তাই লোকের মুখে না তাকিয়ে সেটা কর। যেটা তুমি পারবে। যে কাজ তোমার কাছে ভালো মনে হয়।লোকে কোনদিন তোমাকে বলেনি। তুমি নিজেই ভুল ভাবনাতে ছিলে এতদিন। তাই আজ থেকেই সেই ভুল ভাবনা মন থেকে ফেলে দাও।মন থেকে এই ভাবনা /কুসংস্কার ডিলেট করে দাও।লোকে তোমাকে কি বলবে। আবারো বলছি লোকে কিছুই বলবেনা।
তারা নিজের জামেলা নিজেরাই মিটাতে পারেনা।তোমাকে কি বলবে?লোকে নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাদের আসলে সময় নেই কাউকে নিয়ে ভাবার বা তারা ভাবতে চায়না।
তারা কারো বিপদ নিজের কাধে নিতে আগ্রহী না।তাহলে তুমি যে মনে কর, লোকে কি বলবে? আসলে তোমার ধারনা একেবারেই ভিত্তিহীন ও অমূলক। লোকে তোমাকে কিছুই বলবেনা। তারা তোমাকে নিয়ে চিন্তাও করেনা।অথচ তুমি সারাজীবন এই দুশ্চিন্তা করেছ, এই ভাবনাতে সময় নষ্ট করেছ, লোকে কি বলবে?আমি চিন্তা করে দেখলাম। বিশেষ করে ঢাকা, সহ বড় শহর গুলোতে এর উপস্থিতি প্রকট। আসলে আমরা এমন একটি বিষয়ে ভয়ের বস্তু বানিয়ে তুলেছি। যার কোন অস্তিত্ব দুনিয়াতে নাই।লোকে কি বলবে? আমিও ভাবতাম।এক সময় ভেবে দেখলাম লোকে কি আসলেই কিছু বলে?উত্তর পেয়ে গেলাম, না, তারা কিছুই বলেনা। কিছু লোক বিয়ে বাড়িতে বেশি খেতে লজ্জা পায়। ভাবে কেউ দেখছে। বিশেষ করে মেয়েরা। একদিন আমিই চিন্তা করলাম দেখিতো সামনের যে আছে কেউ কাউকে দেখে কি না? আসলে এটা বোকামি । কেউ দেখেনা।কারো দেখার সময় কোথায়?সবাই খাওয়ার তালে মশগুল। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
আমার এলাকায় এক ছেলে মারা গেলো। বাসায় উঠার পথে। কেউ জানেনা কি হয়েছে। অথচ এলাকার মানুষ।
বুঝলাম কেউ দেখেনা।কেউ কিছুই জানেনা, তারা জানতে চায়না। তাহলে তুমি কি করছ, সেটা কি কাজ, না চাকরি, সেটা তাদের কি আসে যায়।
আসলে ভয়টা আমাদের নিজের তৈরি করা, ঠিক যেমন মরিচীকার মতো। নাই তবু ভয়।ভুতের ভয় যেমন হয়। ভুত নাই। তারপরেও অন্ধকার পথে আমার ভয় লাগে।কেন? কারন ভয়টা মনের ভিতরে প্রবেশ করে আছে।লোকে কি বলবে? এই ভয়টাও আমাদের মনে প্রবেশ করেছে ভুতের মতোই,। লোকে আসলে কিছুই ভাববে না আমি কি করলাম, কি করছি , কি খাই।আমি কি লেখা পড়া করে সরকারি চাকরি করলাম নাকি বেসরকারি নাকি কোন দোকানে পণ্য বিক্রেতা। তারা কিছু বলেও না।এসব দেখার সময় তাদের নাই। আমরাই ভয়ে থাকি।অদৃশ্য এক ভয়। ভুতের মতই ভয় এটা। আমাদের সমাজের সব মানুষকে শেষ করে দিলো এই ভয়টি।

৬| ২৫ শে মে, ২০১৯ রাত ১২:২০

মুক্তা নীল বলেছেন: কথাগুলো খুব ভালো করে উপস্থাপন করেছেন অল্প পরিসরে।
লোকে কি বলবে---এই একটি কথা কে আমরা চাইলেও ফেলতে পারি না, আবার এই কথাটি ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হয় সকলেরই।
অনেক শুভকামনা রইলো।

২৫ শে মে, ২০১৯ রাত ১২:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের পারতেই হবে। ভুত নাই। হ্যা আমিও জানি। তারপরেও মাঝে মাঝে অন্ধকার হয়ে গেলে ঘর ভয় লাগে। আবার চিন্তা করি দুর ভুত নাই তো। তারপর ভয় কমে যায়।

তেমনি এই ভয়টাকেও আমাদের দুর করতে হবে

২৫ শে মে, ২০১৯ রাত ১২:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভয়টা শুধুই ভয়। আমার মতে ভিত্তিহীন ভয়। লোকে কি বলবে? লোকে বলেই না। তাদের সময় কোথায়? তারা নিজেরাই তো ভয়ে আছে। দৌরের উপর আছে। থামার সুযোগ নাই
তারা আমাকে কি বলবে।।।

৭| ২৫ শে মে, ২০১৯ রাত ১:৩৬

রোকসানা লেইস বলেছেন: মগজে গেঁথে দেয়া বিষয় থেকে বেরিয়ে আসা সহজ হয় না। আর যারা চেষ্টাও করে তাদের জন্য খড়গ হস্তে খাড়া হয়ে যায় অকেকেই

২৬ শে মে, ২০১৯ দুপুর ২:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মগজকে ধারালো করে নিতে হবে শান দিয়ে। করতে হবে মগজ ধুলাই। ব্রেন ওয়াশ যাকে বলে। লোকের চিন্তা করার সময় কোথায়? আমিও ব্যস্ত, মানুষ গুলোও নিজেকে নিয়ে ব্যস্ত।

৮| ২৫ শে মে, ২০১৯ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: লোকের মায়রে বাপ।
লোকের কাজই হলো কিছু বলা।
ওদের কথা কানে নেওয়া যাবে না।

২৬ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: লোকের সেই সময় নাই। সবার জীবনে সমস্যা আর সমস্যা। এতো সমস্যা যে তারা নিজের সমস্যা সমাধান করতেই হাসফাস করে।
তাহাদের কথা ভেবে ভেবে তাহারাই ক্লান্ত। আমি এসব দেখিনা।

কাজে নামতে চাই। কর্মীর মতো

৯| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২৬ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।।

১০| ২৫ শে মে, ২০১৯ দুপুর ২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা লোকে কি বলবে?
ভালো আলোচনা করেছেন কাকে বসে সুজাতার থেকে উত্তর দিয়েছেন।

লোক লোককে নিয়েই ব্যস্ত । আর আমরা অহেতুক ভয়ে মরি।

। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও কুশলে আছেন।
সামুতে ঢোকার সমস্যা সবারই ছিল । আমরা কিছুটা অতিক্রম করতে পেরেছি। আশা করি আপনিও খুব শীঘ্রই সমস্যা থেকে উত্তীর্ণ হবেন।

শুভকামনা জানবেন।

২৬ শে মে, ২০১৯ দুপুর ২:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ইনশাআল্লাহ।।
প্রাইভেট ব্রাউজার চালাচ্ছি। সমস্যা হচ্ছে প্রাইভেট ব্রাউজার বেশি নেট স্পিড না হলে চলেনা। আর মোবাইল কোম্পানি নেট স্পিড করেনা।

১১| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: পাড়াপড়শি কি বলবে না বলবে তার ধার না ধেরে নিজের সবকিছুকে প্রাধান্য দিতে হবে,,,

২৬ শে মে, ২০১৯ দুপুর ২:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ঠিক বলেছেন। মানুষের কথা শুনেই জীবনের সময় নষ্ট করলে।
নিজের কথা শুনবো কখন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.