নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবাদপত্র সম্পর্কে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষত যারা সংবাদপত্রের বিভিন্ন পদবী ও এই পদবী রিলেটেড কাজ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য ৭ম ওয়েজ বোর্ডে বর্ণিত সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পদবী ও কাজ নিচে দেয়া হলো :
সম্পাদকঃ সম্পাদক সংবাদপত্রের প্রধান কার্যনির্বাহী। সমগ্র প্রতিষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্ব তার হাতেই ন্যস্ত। তিনি পত্রিকাটির সম্পাদনা, নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করেন।
নির্বাহী সম্পাদকঃ প্রধান উপ-সম্পাদকীয় এবং বিশেষ নিবন্ধ লেখা ছাড়াও নির্বাহী সম্পাদক পত্রিকার সম্পাদকীয়, রিপোর্টিং, বার্তা, সম্পাদনা সহকারী বিভাগের কার্য পরিচালনা, পরিকল্পনা এবং সমন্বয় সাধন করবেন। এছাড়া সম্পাদক তাকে যখন যে কাজের দায়িত্ব দেবেন তিনি তা সম্পাদন করেন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ ব্যবস্থাপনা সম্পাদক সংবাদপত্র-এর সম্পাদককে তার ব্যবস্থাপনা ও সম্পাদকীয় কর্তব্য পালনে সহযোগিতা করে থাকেন।
উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/ উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/সহযোগী সম্পাদক সাধারণতঃ সহযোগী সম্পাদক সম্পাদকের কাজে সহায়তা করেন এবং সম্পাদক কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন।
বার্তা সম্পাদকঃ বার্তা সম্পাদক বার্তা বিভাগের কাজের সমন্বয় সাধন ও তদারক করেন। তিনি পত্রিকার সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করে থাকেন।
সহকারী সম্পাদকঃ সহকারী সম্পাদক সাধারণতঃ কোন বিষয়ে মন্তব্য ও মতামত লেখার দায়িত্ব পালনে সম্পাদককে সাহায্য করে থাকেন। তিনি প্রধান উপ-সম্পাদকীয়, সম্পাদকীয় রচনা করেন এবং পর্যালোচনা ও সমালোচনামূলক নিবন্ধও লেখেন।
ফিচার এডিটরঃ ফিচার এডিটর একটি পত্রিকার ফিচার লেখা, সংগ্রহ ও তৈরি করার কাজে নিয়োজিত থাকেন। তিনি ঐ ধরনের প্রবন্ধ-নিবন্ধের সম্পাদনা ও সেগুলো দর্শনীয়ভাবে ছাপানোর কাজও করে থাকেন। তিনি কোন বিশেষ কলাম বা পৃষ্ঠার দায়িত্বেও থাকতে পারেন।
বিশেষ সংবাদদাতাঃ বিশেষ সংবাদদাতা একজন বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসেবে সরকারি সদর দপ্তর বা বহির্বিশ্বের কোন স্টেশনের সংসদীয়, রাজনৈতিক ও সাধারণ গুরুত্বপূর্ণ সকল প্রকার সংবাদপত্র-এর প্রতিবেদন রচনা, তার ব্যাখ্যা ও বিশে−ষণ করেন। তিনি এ দায়িত্ব একাধিক কার্যস্থল বা যেকোন জায়গা থেকে, যেখানে তাকে দায়িত্ব দেয়া হবে, সম্পাদন করতে পারেন।
নগর সম্পাদকঃ নগর সংক্রান্ত ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি শহরের সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।
যুগ্ম-বার্তা সম্পাদকঃ যুগ্ম-বার্তা সম্পাদক পত্রিকার বার্তা সম্পাদকের সাথে বার্তা বিভাগের কাজের সমন্বয় সাধন ও তদারক করে থাকেন এবং পত্রিকায় সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করেন।
প্রধান প্রতিবেদকঃ প্রধান প্রতিবেদক একটি পত্রিকার প্রকাশনা কেন্দ্রে কর্মরত সকল নিজস্ব প্রতিবেদকদের পরিচালনার দায়িত্বে থেকে তিনি তাদের কাজের তদারক করেন। তিনি নিজে অধিক গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের কাজেও নিয়োজিত থাকেন।
প্রধান সহ-সম্পাদকঃ প্রধান সহ-সম্পাদক পত্রিকার কর্মরত সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের সমন্বয় সাধন করেন। তিনি সাধারণতঃ পত্রিকায় সংবাদ ছাপানোর জায়গার পরিমাণ ও প্রদর্শনের স্থান নির্ধারণ করেন।
শিফ্ট-ইন-চার্জঃ শিফট-ইন-চার্জ সাধারণতঃ বার্তা বিভাগের একটি শিফ্টের দায়িত্বে থাকেন। সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তার সুষ্ঠু সম্পাদনা নিশ্চিত করা ছাড়াও তিনি পত্রিকা প্রকাশের দায়িত্ব পালন করে থাকেন।
মফঃস্বল সম্পাদকঃ মফঃস্বল সম্পাদক মফঃস্বল ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি মফঃস্বল সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।
ক্রীড়া সম্পাদকঃ ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক নিবন্ধের উপাদান সংগ্রহ, তা লেখা, তৈরি এবং সম্পাদনার দায়িত্বে থাকেন। তিনি পত্রিকার বিশেষ কলাম বা পৃষ্ঠার জন্য ফিচার লেখার দায়িত্বেও ন্যস্ত থাকেন।
সম্পাদকীয় সহকারীঃ সহকারী সম্পাদকদের মন্তব্য ও মতামত লেখায় সম্পাদকীয় সহকারী সাহায্য করে থাকেন। তিনি দায়িত্ব প্রাপ্ত হয়ে নিজেও মন্তব্য, সমালোচনামূলক লেখা চিঠিপত্র সম্পাদনা করে থাকেন।
সহ-সম্পাদকঃ সহ-সম্পাদক পত্রিকার জন্য কপি নির্বাচন করেন। তিনি সংবাদ শিরোনাম লিখেন। পত্রিকার স্থান সংকুলানের বিষয় বিবেচনায় রেখে সংবাদটি প্রয়োজনমত সম্পাদনা করেন এবং পত্রিকার রচনাশৈলী ও রীতিনীতির প্রতি দৃষ্টি রেখে তার দায়িত্ব পালন করেন। তিনি উপরোক্ত দায়িত্বের আংশিক বা সম্পূর্ণটাই পালন করতে পারেন।
নিজস্ব প্রতিবেদকঃ নিজস্ব প্রতিবেদক পত্রিকার প্রকাশনা কেন্দ্রে নিযুক্ত থেকে খবর সংগ্রহ, লেখা এবং তা উপস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন।
নিজস্ব সংবাদদাতাঃ নিজস্ব সংবাদদাতা সংবাদ সংগ্রহ করে তার, ডাক বা যে কোন মাধ্যমে সংবাদপত্র প্রকাশনা কেন্দ্রে প্রেরণ করে থাকেন।
ক্রীড়া প্রতিবেদকঃ ক্রীড়া প্রতিবেদক পত্রিকার জন্য ক্রীড়া বিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা ও তা উপস্থাপন করে থাকেন।
আলোকচিত্র সাংবাদিকঃ আলোকচিত্র সাংবাদিক পত্রিকার জন্য বিভিন্ন ঘটনা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোকচিত্র তুলে তার দায়িত্ব পালন করে থাকেন।
কার্টুনিস্টঃ কার্টুনিস্ট পত্রিকার জন্য কার্টুন আঁকেন।
আর্টিস্টঃ আর্টিস্ট নক্শা, চিত্র, মানচিত্র, গ্রাফ এবং এই জাতীয় অন্যান্য সৃজনশীল চিত্রকর্ম প্রকাশনার জন্য প্রস্তুত করেন। তিনি এ ধরনের কাজ আংশিক বা সম্পূর্ণটাই সম্পাদন করতে পারেন।
রেফারেন্স প্রধান/ প্রধানঃ সংবাদপত্র/সংবাদ সংস্থায় বার্তা, প্রতিবেদন, সম্পাদকীয়, উপ- সংবাদ গ্রন্থাগারিক সম্পাদকীয়, ফিচার ইত্যাদি লেখার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরণ ও প্রয়োজনে তা সরবরাহের দায়িত্ব পালন করেন। রেফারেন্স প্রধান বা প্রধান সংবাদ গ্রন্থাগারিক বিভাগ/ সংবাদ গ্রন্থাগার বিভাগের সার্বিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অন্যান্য সংবাদ গ্রন্থাগারিকদের কাজের সমন্বয় সাধন করেন।
সংবাদ গ্রন্থাগারিকঃ তিনি রেফারেন্স প্রধান/ প্রধান সংবাদ গ্রন্থাগারিকের কাজে সহযোগিতা করাসহ তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন।
প্রধান সম্পাদনা সহকারীঃ তিনি পত্রিকার সম্পাদনা সহকারী বিভাগের প্রধান এবং সম্পাদনা সহকারীদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের তদারক করেন।
সম্পাদনা সহকারীঃ সম্পাদনা সহকারীগণ মুদ্রিত বিষয়বস্তু সম্পাদিত কপির সাথে সুক্ষভাবে মিলিয়ে দেখেন যাতে একটির সাথে অপরটির সম্পূণ মিল থাকে। তিনি তথ্যগত গরমিল, বানান, ব্যাকরণ ও বাক্যগঠনের ভুল ধরতে পারেন এবং তা তিনি নিজে সংশোধন করতে পারেন বা করিয়ে নিতে পারেন।
২| ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
ম্যাকলাভিং বলেছেন: ড়িজভী হুম ডিষ্টিকট আবার তুমার প্রোফাইলে লাগাওনা পিলিজ
৩| ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
শরিফ রনি বলেছেন: ভালো পোষ্ট। ধন্যবাদ।
আমি অনেককে বলতে শুনেছি, যারা বড় সাংবাদিক তাদের সবাইকে অফিস থেকে ক্যামেরা দেয়। এবার বুঝুন অবস্থা।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
রিজভী বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ রনি।
৪| ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
হাসিব বলেছেন: কুন বৈ থিকা মার্লা ঢ়ীযবি (হোম ডিস্টিক কুষ্টিয়া) ?
৫| ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
শরিফ রনি বলেছেন: কি ব্যাপার কতৃপক্ষ হটাত আমার প্লাস- মাইনাস দেবার ক্ষমতা কেড়ে নিল কেন?
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
রিজভী বলেছেন: একই সমস্যা হচ্ছে কদিন ধরে। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটির প্রতি নজর দেবেন।
৬| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩
মহসীন কাজী বলেছেন: থ্যাঙ্ক য়ু
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
রিজভী বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২০
সাদা কাগজ বলেছেন: মরণ তো হায় ভাগ্যে নাই!
++++++++++++++++++++++++
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
রিজভী বলেছেন:
৮| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৬
আন্ধার রাত বলেছেন:
+
উপরের কয়েকজনের তো ঘুরাইয়া-ফিরাইয়া একই কাজ মনে হচ্ছে।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
রিজভী বলেছেন: আপাতদৃষ্টিতে মনে হতে পারে একই কাজ। কিন্তু কাজের সময়ই তফাৎটা লক্ষ করা যায়।
৯| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
বাপ্পাদিত্য বলেছেন: সাংবাদিক হওয়ার বাসনা নিয়ে (সম্ভবত "অদম্য" বাসনা ছিল না!!!) পত্রিকায় (নাম বলা যাবে না) যোগ দিয়েছিলাম।
হায় বেতন!!!! পেশা'টি শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধা দিয়ে তো পেট ভরে না!!!
অবশেষে আমি এখন ব্যাংকার....
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
রিজভী বলেছেন: হুমম.....এখন অবশ্য সেই অবস্থার উন্নতি হয়েছে।
১০| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৯
শওকত হোসেন মাসুম বলেছেন: বিশেষ সংবাদ দাতা ঠিক হয়নি। সিনিয়র রিপোর্টারের পরের পদটিই বিশেষ সংবাদদাতা। সিনিয়র রিপোর্টার পদোন্নতি পেয়ে বিশেষ সংবাদদাতা হন। তিনি সরাসরি সম্পাদকের অধীনে থাকেন, বার্তা সম্পাদকের নয়।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
রিজভী বলেছেন: আমার নিজের লেখা এটি নয় মাসুম ভাই, ৭ম ওয়েজ বোর্ডে এভাবেই লেখা হয়েছে এগুলো।
১১| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫০
নির্বাক সুশীল বলেছেন:
সারাদিন দুনিয়ার মাইয়াগো বা মাইয়ারুপী লোলগো লগে চ্যাট করে, লোল ফেলে এইরম কোন পোস্ট নাই?
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
রিজভী বলেছেন: না, নাই।
১২| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
মরমী কবি বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা। কলেজ জীবনের কথা বাদ দিলে সরাসরি সংবাদপত্রের সাথে জড়িত ১৯৬১ সাল থেকে। এর মধ্যে রিপোর্টার, সিনিয়র রিপোরটার, চীফ রিপোর্টার, ডেপুটি এডিটর, ম্যানেজিং এডিটর ও এডিটর পদে থেকে ৯৬ সালে রিটায়ার করেছি। এখন মাঝে সাঝে অনুরোধ এলে কলাম লিখি। বাকি সময় সাহিত্য কাজে নিয়োজিত থাকি। কখনও সখনও প্রেস ইন্সটিটিউটে লেকচার দিই।জাতীয় প্রেস ক্লাবের সদস্য প্রায় ৪৫ বছর।
এখন সংবাদপত্র সম্পর্কে কনফিউজড। খবরের চেয়ে মতামত বেশী।খবর পড়লে বুঝা যায় উদ্দেশ্য কি। নাম মন্তব্য প্রতিবেদন।
কোনটা জামাতের কাগজ, কোনটা সেক্যুলার, কোনটা মৌলবাদী, কোনটা ধর্মহীন। খবর পড়লেই বুঝা যায়।
এসব এক সময় ছিলনা। এখন নিয়োগ পদ্ধতি বিশ্বাস ও রাজনীতি ভিত্তিক। চাকুরী পেতে হলে দলে থাকতে হবে। সাংবাদিক ইউনিয়ন দুই ভাগে বিভক্ত। দুদিকে দু ডজন নেতা। দুই ইউনিয়নে কম করে হলেও তিন হাজার সদস্য । যদিও সাংবাদিক হাজার বারোশর বেশী নয়।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
রিজভী বলেছেন: আমার মনে হয় এই ব্লগে আপনিই সবচেয়ে সিনিয়র ব্লগার। আমার ব্লগে এসে মন্তব্যের জন্য তাই ধন্যবাদ রইলো মরমী কবি ভাই।
১৩| ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: @ নির্বাক সুশীল : সেইরম পুষ্ট আচে। ভিনোধন ছম্পাদক। খালি নাইকা আর মডেল লইয়া গুরাপিরা। হেইডাই হইল আমগো হোম ডিস্টক কুইষ্টের পুলাডা। খেক খেক...
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
রিজভী বলেছেন: ব্লগে যেই হারে ইদুরের উৎপাত লক্ষ করা যাইতেছে, তাতে করে ব্লগেও প্লেগের মহামারী হবার সম্ভাবনা রয়েছে।
১৪| ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
অ্যামাটার বলেছেন: প্রিন্ট মিডায়াতে যে সাংবাদিকদের এতগুলো ক্যাটাগরিআছে,জানতাম না,
এখন প্রত্যেকের স্যালারি উল্লেখ করে এক্টা পুষ্টান
...আবিদার ইন্টারভিউটা পাইলাম না(
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৭
রিজভী বলেছেন: স্যালারির বিষয়েও বিস্তারিত একটা পোস্ট দেবার ইচ্ছে রয়েছে।
১৫| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম। কাজে লাগবে.....
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০২
রিজভী বলেছেন: আইচ্ছা
কিন্তু কি কাজে লাগবো জানাইলে সাবধান থাকবার পারতাম!
১৬| ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
সাফায়েত বলেছেন: ভাইজান.....এরপর একটা অর্গানোগ্রাম দিয়েন। উপরে অথবা নীচে বুঝতে সুবিধা হবে।
২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
রিজভী বলেছেন: আচ্ছা।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
ম্যাকলাভিং বলেছেন: হুম ডিষ্টিক্টের পদ না তাকলে ড়িজভী কি করে যাযাদিতে?