নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিক ও লেখক

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

ইত্যাদি'র সঙ্গে যোগাযোগের ঠিকানা (যদি কারো প্রয়োজন পড়ে)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৪৮

অনেকেই প্রায় সময়ই ইত্যাদিতে কিভাবে দর্শক হিসেবে যাওয়া যায় বা কিভাবে ইত্যাদিতে কোন ঠিকানায় চিঠি লিখতে হয় তা জানতে চান। এক্ষেত্রে ইত্যাদির শেষ সময়ে দ্রুততার সঙ্গে ঠিকানা বলা হয় বলে অনেকেই তা লিখে বা মনে রাখতে ব্যর্থ হন। উপরন্তু ত্রৈমাসিক প্রোগ্রাম হওয়ায় এতদিন পর কেবলমাত্র ঠিকানার জন্য অপেক্ষা করে থাকাটা বেশ বিরক্তিকর। গত সপ্তাহে ইত্যাদির পক্ষ থেকে ই-মেইল করে আমাকে ইত্যাদির সঙ্গে যোগাযোগ করার বিস্তারিত সব কিছু পাঠানো হয়েছিলো। এজন্য যদি কারো প্রয়োজন পড়ে সেজন্য এখানে ইত্যাদির সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে তা উল্লেখ করলাম।



ইত্যাদি’র সঙ্গে যোগাযোগের ঠিকানা



চিঠির মাধ্যমে :

পরিচালক ইত্যাদি

জি.পি.ও. বক্স নং-২৬৭৪

জি.পি.ও, ঢাকা-১০০০।



ই- মেইল :

[email protected]



মোবাইলের মাধ্যমেও যোগাযোগ :

যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে I লিখে তারপর একটি স্পেস দিয়ে বক্তব্য লিখে পাঠাতে হবে 2580 নম্বরে।

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-৩

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:২২

ফালাক বলেছেন: এই সব ম্যাগাজিন প্রোগ্রামে দর্শক হয়া যাওয়ার খউবই বিরম্বনা ব্যপার !!!!!!!!!!!!!!!

০৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৬

রিজভী বলেছেন: ঠিকই বলেছেন। কারণ ৫-৬ ঘন্টা ধরে ইত্যাদির শুটিং হয়। খুবই বোরিং একটা বিষয়।

২| ০৫ ই জুন, ২০০৯ রাত ১:৪৮

রবিনহুড বলেছেন: ভালো জিনিস।
ধন্যবাদ

০৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৮

রিজভী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৯

প্রচেত্য বলেছেন: রিজভী ভাই, কেমন আছেন
অনেকদিন পর

ঠিকানাটা পেয়ে ভাল লাগল, অনেকেই খোজ চায় এবার দিতে পারব

০৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫১

রিজভী বলেছেন: ভালো আছি ভাই। আসলে খুব ব্যস্ত থাকি তো তাই তেমন একটা ঢুঁ মারার সময়ই পাই না।

৪| ০৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৮

শওকত আহমেদ বলেছেন: জন্মের পর থেইকা দেখতাসি । আর ভাল লাগে না।

০৫ ই জুন, ২০০৯ রাত ৯:০০

রিজভী বলেছেন: হুমম........অনেকেই দেখি এই একঘেঁয়েমির কথা বলে।

৫| ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫০

যুগান্তকারী বলেছেন: ইত্যাদি দেখনের চাইতে ঘুমাইন্না অনেক ভালো।

০৮ ই জুন, ২০০৯ রাত ৯:০৯

রিজভী বলেছেন: ;)

৬| ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৬

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ইথ্যাধী দ্যাকতে ঘেন্না লাগে......

০৮ ই জুন, ২০০৯ রাত ৯:১০

রিজভী বলেছেন:

৭| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৬

ভাঙ্গন বলেছেন: আমার কাছে ইত্যাদি অফিসের ফোন নংও আছে।

২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩০

রিজভী বলেছেন: প্রয়োজনীয় মোবাইল নং সহ সেটা আমার কাছেও আছে। কিন্তু এখানে সেটি উল্লেখ করার প্রয়োজন মনে করি নি, বিধায় দেয়া হয় নি।

ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই মার্চ, ২০১১ রাত ৮:৪২

গরিবের বন্ধু বলেছেন: ধন্যবাদ এটা আমার জন্য খুবই জরুরী ,আমি অতিসাধারন একজন মানুষ বাংলাদেশের গরীব শিশুদের ওয়েবে তুলে ধরতে অনেক দিন কাজ করছি ইতিমধ্য http://www.poorchilds.com প্রকাশ করেছি । এই সাইট দেখে কোরিয়া প্রবাসী এক বাঙ্গালী খুব পছন্দ করে ও দাতা সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দেবার আস্বাস দিয়েছে . এই মুহুর্তে আমার অনেক সাপোর্ট দরকার ।আমিও টাকার অভাবে পড়াশোনা করতে পারিনাই আমার মত যেন আর কেঊ না হয় তাই এই প্রয়াস ।ইত্যাদিকে কয়েকবার চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি .যদি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি তবে আমার মনে হয় তাদের সাপোর্ট পাবো । প্লিজ হানিফ স্যারের সরাসরি যোগাযোগ করার একটা নাম্বার আমাকে দিন ।

১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:১০

রিজভী বলেছেন: ফেসবুকে আপনার ইন-বক্স চেক করেন।

৯| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৩

গরিবের বন্ধু বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ .তবে আমার সাইটটি নিয়ে দৈনিক জনকন্ঠের কোন সাপোর্ট কি পেতে পারি ? 01753895568

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩০

রিজভী বলেছেন: কি ধরণের সাপোর্ট চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.