নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো ( পর্ব ৩৫ ) First ever Bank of British India was in Comilla? Circa 1914

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১৭

সিটি অব ব্যাংক এন্ড টেঙ্ক



ত্রিপুরা জেলা গঠন ও কালেক্টরেটের সূচনা হয়, ১৭৭৬ সালে। ১৭৭৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লীর সম্রাট শাহ আলমের কাছ থেকে, সুবে বাংলার দেওয়ানী লাভ করেন।
বাংলা ও বিহাবের রাজস্ব সংগ্রহের সুবিদার্থে কোম্পানি কতগুলো প্রশাসনিক বিন্যাস করেন। ত্রিপুরা, চট্রগ্রামের আওতাধীন ছিলো। ঢাকার পূর্বাংশ, নোয়াখালী ও ময়মনসিংহের দক্ষিণাংশ এবং ফরিদপুরের পূর্বাংশ ত্রিপুরা জেলায় অন্তরভুক্ত ছিলো।

ক্রমানুযায়ী বিচার বিভাগ, পুলিশ বিভাগ, দেওয়ানী, ফৌজদারি, ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় গুলো সাজানো হলে, ১৭৯০ সালে ত্রিপুরা জেলা রাজস্ব বোর্ডে অনুমোদন লাভ করে।
১৭০ বৎসর পরে ১৯৬০ সালে, সেই ত্রিপুরার নাম পরিবর্তন করে কুমিল্লা করা হয়।

বাংলার প্রথম

শ্রী নরেন্দ্র চন্দ্র দত্ত পেশায় আইনজীবী, সমাজ সংস্কারক, সমাজের আর্থ সামাজিক অবস্থা অনুধাবন করে, যুব সমাজের কর্ম সংস্থান, সামাজিক উন্নয়ন ও ব্যবসায় সহায়তা করার নিমিত্তে, একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। তাহার নিজ বাস ভবনে ১৯১৪ সালে, প্রতিষ্ঠা করেন,
'দ্যা কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন'। এর প্রধান কার্যালয় কুমিল্লা। প্রথম বৎসর একজন কর্মকর্তা, ২৫০০ টাকা আমানত এবং রিজার্ভ ফান্ডে ছিলো ৪৫০০ টাকা। এটাই এ'দেশের প্রথম ব্যাংক।
খুব দ্রুত এর ব্যাপ্তি লাভ করে। বোম্বাই, কলিকাতা, পাটনা, বাক্ষণবাড়িয়া, কানপুর, কটক সহ সারা ভারতে এর শাখা ছড়িয়ে পড়ে। একজন মহতীর উদ্যোগ, কতো বড় প্রাপ্তি।
শ্রী নরেন্দ্র চন্দ্র দত্ত, ব্রিটিশ ভারতের ব্যাংকিং ব্যবসায়, বাংলার পথিকৃত।

এ ছাড়াও ইন্দু ভূষন দত্ত প্রতিষ্ঠা করেন, 'কুমিল্লা ইউনিয়ন ব্যাংক' এটা কুমিল্লার দ্বিতীয় ব্যাংক। এই ব্যাংকের বিস্তার সারা ভারতে ছড়িয়ে পড়ে।

১৯১৫ সালে 'নিউ স্ট্যান্ডার্ড ব্যাংক' নামে আরো একটি ব্যাংক কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়, এটা কুমিল্লায় প্রতিষ্ঠিত তৃতীয় ব্যাংক।
ব্যাংকিং ব্যাবসায় কুমিল্লা ব্রিটিশ ভারতে উল্যেখযোগ্য অবদান রাখে।
এ' ছড়াও আরো কয়েকটি ব্যাংক ও বীমা কোম্পানির জন্ম হয়েছিলো কুমিল্লায়। তাই কুমিল্লাকে বলা হয় ব্যাংক ও ট্যাংক এর শহর।

দেশভাগের পর, ১৯৫০ সালে পাঁচটি ব্যাংক নিয়ে প্রতিষ্ঠা হয় 'ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া'। এর তিনটি ব্যাংকই ছিলো কুুমিল্লার।

ঘাটের ঘটনা

কুমিল্লার প্রায় প্রত্যেক বাড়িতেই নিজস্ব পুকুর ছিলো, আমরা পুকুরেই স্নান করতে অভ্যস্ত। একটু সাঁতার কাটা, ডুবদিয়ে মাটি ছোঁয়া, কে কতক্ষণ ডুবদিয়ে থাকতে পারে এগুলো আমাদের নিয়মিত খেলা, আমাদের শৈশব, কৈশোর কাল এমনই আনন্দময় ছিলো।
শীতের দুপুরে স্নানের আগে, ঘাটের আড্ডার মজাটা ছিলো অন্য রকম। আর কখনো সেইদিন গুলো ফিরে আসবে না।
সারা শহর জুড়ে দিঘী। নানুয়ার দিঘী, উজির দিঘী, রানীর দিঘী, জোড়া পুকুর, রিজার্ভ ট্যাংক, লালার দিঘী, তাল পুকুর, থিরা পুকুর আরো ছোট বড় অনেক জলাধার ছিলো।
ধর্মসাগরই এর মধ্য সবচাইতে বড়।

আবার যদি ফিরে পেতাম ঘাটের ঘটনা, অবিরাম আড্ডা, স্মৃতিময় দিনগুলো এখন ভীষণ মিস্ করি।

লাকী হাউস্

শহরে একটা ব্রেকিং নিউজ।
এক টাকায় এক লক্ষ টাকা লটারিতে জিতেছেন, কুমিল্লার একজন ভাগ্যবান। সময়টা '৪০ দশকের শেষের দিকে। সেই টাকা দিয়ে, কুমিল্লা লাকসাম রোডে বাড়ি বানিয়ে, নাম দিলেন 'লাকী হাউস্'
তখনি সেই ভাগ্যবানের ঘরে জন্ম নিলেন তার পুত্র, নাম রাখলেন, শাহজাদা লাকী।

লটারির কথাটা শুনেছি মায়ের কাছে, তিনি যখন স্কুলে পড়েন সেইসময়ের কথা।
পরবর্তী সময়ে লাকী আমার খুব কাছের বন্ধু হয়ে যায়। রাজনীতি এবং অন্যান্য অনেক কারণে। লাকী আমার বন্ধু জেনে মা বলেছিলেন একদিন নিয়ে এসো, লাকী হাউসের লাকী বয়কে দেখবো। একদিন নয় লাকী প্রায়ই আমার বাসায় আসতো, আমার সাথে লাকীর ঘনিষ্ঠতা ভালোই ছিলো, যদিও বয়সে আমার চাইতে বেশ কয়েক বছরের বড়।
বেশ সুন্দর একটা বাড়ি, সামনে বাগান, অনেকেই কুমিল্লা আসলে সেই সময় লাকী হাউস্ দেখতে আসতো।

এক টাকায় এক লক্ষ টাকা।
#Collected from Showkat Ahsan Faruque’s post in ফেব

2 bank locker box of brass which have seal as Nath Bank and Cooperative Bank both Comilla. These boxes would hold coins. And when you would send the box to bank they would open it with key and deposit the savings in your name.

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর লেখা।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫০

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান সময় বের করে পড়ার জন্য :)

৩| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রিয়তে নিলাম :)

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: অন্নেক ধন্যবাদ :)

৪| ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: কালেক্টেড লেখা হলে লিংক দিবেন। সবাই তো আর ফেসবুক চালায় না।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ওকে চেষ্টা করব :)

৫| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ বাংলার বুকে সুদ চালু করেছিলো, তাদের পতন হোক।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আইছিছি বিশ্বকাপ টা আগে বাংলাদেশ জিতুক :)

৬| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: কুমিল্লার মানুষ জন কেমন বলেন তো?

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫৪

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ভাইজান আমি নিজেই কুমিল্লার মানুষ :)

৭| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান সময় বের করে পড়ার জন্য :)

৮| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:২৯

মাহমুদুর রহমান বলেছেন: সাজানো গোছানো সুন্দর লিখা।

১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫৪

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান সময় বের করে পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.