নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো ( পর্ব- ৪৬ ) Medal of the Order of Australia (OAM)

১৭ ই জুন, ২০১৯ সকাল ১১:২১



ছবির ভদ্রলোকের নাম জেমস ক্রিস্টোফার হ্যারিসন, জাতিতে অস্ট্রেলিয়ান। উনার বয়স যখন মাত্র চৌদ্দ, তিনি তখন খুব ভয়ংকর এক অপারেশনের মধ্য দিয়ে যান এবং তাঁর ১৩ লিটার রক্ত প্রয়োজন হয়!! অপারেশনের পর প্রায় ৩ মাস হাসপাতালে থেকে সুস্থ হবার পর তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন- বাকি সারাজীবন তিনি রক্ত ডোনেট করবেন... এক মজার ব্যাপার ঘটে এর পরেই!!
.
১৯৫৪ সালে রক্তদান শুরু করার কিছুদিন পরই তাঁর রক্তে খুব অস্বাভাবিক শক্তিশালী এন্টিবডি আবিষ্কৃত হয়। এটি D Rh Group Antigen এর প্রতিরোধী। বিজ্ঞানীরা তার রক্ত থেকে নবজাতক শিশুদের কমন একটি রোগ Rhesus Disease এর প্রতিষেধক তৈরী করতে সমর্থ হয়। এই ব্যাপার জানার পর এই মানুষটা প্রতি তিন সপ্তাহে একবার করে রক্ত দান করা শুরু করেন এবং ২০১১ সালের মে মাসে তাঁর ১০০০ তম রক্তদান সম্পন্ন হয়। তার দান করা রক্তের সাহায্যে আনুমানিক ২৪ লক্ষ নবজাতক শিশুর প্রাণ বাঁচানো হয়েছে এখন পর্যন্ত! ২০১৮ সালে তিনি শেষ বারের মত রক্ত দান করেন কারণ অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ৮১বছরের পর আর রক্ত দেয়া যায় না।
.
মানবকল্যাণে অসাধারণ অবদান রাখায় ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান সরকার তাঁকে Medal of the Order of Australia (OAM) উপাধিতে ভূষিত করে। নিজের রক্তদানের বিশ্বরেকর্ড সম্পর্কে এই মহামানব বলেন- "আমি সত্যিই চাই আমার এই রেকর্ডটি ভেংগে যাক, তার মানে হবে অন্য কেউও হাজার বারের বেশি রক্ত দান করেছে!" ♥
#UntoldLegends
#DonateBlood

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৬

মেঘ প্রিয় বালক বলেছেন: মানব সেবা মহৎ সেবা। ওনার এই মানবকল্যাণ সবার জন্য উদাহরন স্বরূপ।

২| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১:১২

শায়মা বলেছেন: কি অসাধারণ এক জীবন!

অমূল্য জীবন একেই বলে....

৩| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

৪| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:১২

জুন বলেছেন: মহৎপ্রাণ

৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৪

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো,খুব খুব।

৬| ১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:০৯

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ , সময় নিয়ে পড়া আর মুল্যবান মন্তব্যের জন্য :)

৭| ১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মহান এই মানুষটির জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.